You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest August#1|Share your understanding about downvotes.

in Incredible India11 months ago (edited)

plagiarism, abuse, and spamming রোধে ডাউনভোটের কোনো বিকল্প নেই।

আপনার সুরে সুর মিলিয়ে আমিও বলতে চাই! এই প্লাটফর্মে অনৈতিক কাজের সাথে যারা যুক্ত আছে তাদেরকে ডাউনভোট দেওয়া ছাড়া বিকল্প কিছু নেই।

যাতে তারা নিজেদের ভুলটা বুঝতে পারে এবং সকল অনৈতিক কাছ থেকে নিজেকে বিরত রাখতে পারে ।

  • আমাদের Incredible India কমিউনিটি যে প্রতিযোগিতার আয়োজন করেছে ডাউনভোটের বিষয়ে এবং এই প্রতিযোগিতায় আমরা যারা অংশগ্রহণ করে নিজ নিজ জায়গা থেকে আমাদের মতামত প্রকাশ করেছি, এবং আমাদের এই মতামত গুলো অন্য ইউজাররা পড়ার পরেও যদি কেউ এই প্লাটফর্মে অনৈতিক কাজ করে আমার মনে হয় না সে আর কোনদিন শোধরাতে পারবে।

আমি আমাদের Incredible India কমিউনিটির এডমিন ম্যাম কে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এমন একটি বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করা জন্য।

এর থেকে অনেক ইউজার নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পাবে।

পরিশেষে আপনার জন্য শুভ কামনা করছি, আপনি আরো অনেক বড় একজন লেখক যেন হতে পারেন, আল্লাহ হাফেজ।

Sort:  
 11 months ago 

সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ ভাইয়া। আপনার প্রতিও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60881.34
ETH 3378.26
USDT 1.00
SBD 2.49