কৃষিশিক্ষা

in Incredible Indialast year (edited)

প্রিয় পাঠক/পাঠিকাঃ

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই?আশা করছি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। এই পোস্টে আমি আপনাদের সাথে "কৃষিশিক্ষা" শিরোনামে একটি লেখা প্রকাশ করছি।
pexels-polina-chistyakova-2857587.jpgছবি
আমরা যারা শিক্ষার্থী,বিভিন্ন স্কুল,কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তারা হয়তো ছোট থেকেই স্বপ্ন দেখতাম কেউ ডাক্তার, কেউ আইনজীবী, কেউ শিক্ষক, কেউবা সাংবাদিক হবো৷ কিন্তু স্কুল-কলেজ জীবন শেষ করে খুব কম সংখ্যক শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণ করতে পারে। আর বেশি সংখ্যক শিক্ষার্থীরা রুচির বিরুদ্ধে গিয়ে যেকোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে। হোক সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট৷

আমরা আমাদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কোর্স করি। নিজেদেরকে আপডেট রাখার চেষ্টা করি। যেমনঃকেউ গান শিখতে পছন্দ করি, কেউ নাচ শিখতে পছন্দ করি,কেউ আবার দোতারা, গিটার, তবলা ইত্যাদি বাজাতে পছন্দ করি বা বাজানো শিখতে পছন্দ করি। অন্যান্য ভাষা শিখতে চেষ্টা করি, আবার কেউ কেউ ইংলিশে কথা বলা শিখি। অনেকেই কম্পিউটার শিখি, কম্পিউটারের বিভিন্ন বিষয় নিয়ে শেখার চেষ্টা করি। এগুলো শুধু আমাদের দক্ষতা বাড়ানোর জন্যই।
pexels-mongkon-duangkhiew-8703371.jpgছবি
কিন্তু আমরা কয়জন শিক্ষার্থী কৃষি শিক্ষা নিয়ে পড়তে চাই বা কৃষি শিক্ষা চর্চা করি...? অথচ খোঁজ নিলে দেখা যাবে আমাদের বাপ-দাদারা সবাই ছিলেন কৃষক, তারা তাদের জমিতে ফসল ফলাতেন, যা দিয়ে পুরো দেশের মানুষের খাবারের চাহিদা পূরণ হতো। কিন্তু আমরা আজ সভ্য হয়েছি, কৃষি শিক্ষার প্রতি আমাদের অনীহা তৈরি হয়েছে।

কৃষকরা তাদের ফসলের মাঠে কষ্ট করে রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে ফসল উৎপন্ন করছে আর আমরা যারা শিক্ষিত মানুষ আছি তারা খুব সহজেই টাকা দিয়ে সেগুলো খরিদ করছি।
pexels-sirikul-r-5174197.jpgছবি
কিন্তু আমাদের কি উচিত ছিলো না যে নিজেদের ফসল নিজেরাই ফলানো..?আমাদের কি উচিত ছিল না যে, একাডেমিক শিক্ষার পাশাপাশি কৃষি বিষয়ক শিক্ষাটাও গ্রহন করা..?

আমরা একটু শিক্ষিত হওয়ার কারণে কৃষি থেকে অনেকটাই দূরে চলে গিয়েছি। আমরা এখন পরনির্ভরশীল। কৃষক আমাদের ফসল ফলিয়ে দেন আর আমরা সহজেই তা টাকা দিয়ে ক্রয় করে ক্ষুধা নিবারণ করি। এই আমাদের স্বভাব।

অথচ এখনকার শিক্ষাব্যবস্থায় প্রায় ষষ্ঠ শ্রেণী থেকেই শিক্ষার্থীদের কৃষিশিক্ষা বিষয়ে পাঠ দান করানো হয়। কিন্তু এব্যাপারে শিক্ষক-শিক্ষার্থী উভয়ই বেখেয়াল। হয়তো শিক্ষকরা শুধুই ক্লাসের সময় কাটানোর জন্য এবিষয়টি পড়ায় আর শিক্ষার্থীরাও শুধু পরিক্ষায় পাশ করার জন্য এবিষয়ে অবগত হয়। কাউকেই আমি এবিষয়টি অন্যান্য বিষয়ের মত আমলে নিতে দেখিনি, এমনকি আমিও এভাবেই পার করে এসেছি। কিন্তু এখন বুঝছি কৃষি শিক্ষার গুরুত্ব কতটুকু...!

কিছুদিন আগে আমাদের দেশের সরকার মহোদয়কে বলতে শুনেছি যে, আমাদের দেশে নাকি দুর্ভিক্ষ আসতে পারে..!
pexels-quang-nguyen-vinh-6130143.jpgছবি
আমি মনেকরি, যেকোনো দেশের পুরো তরুণ প্রজন্মকে যদি অন্যান্য শিক্ষার পাশাপাশি কৃষি বিষয়ক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা যায়, তাহলে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিলেও তা মোকাবিলা করা সম্ভব হবে।

আমাদের প্রজন্মগুলোকে জাগাতে হবে, দিতে হবে কৃষি বিষয়ক শিক্ষা। তাহলেই আমরা আমাদের বস হতে পারবো

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr-1.jpg

Sort:  
 last year 

আসলে আমরা প্রত্যেকেই নিজেদেরকে অনেক শিক্ষিত মনে করি। একটু পড়াশোনা করলেই আমরা অনেক কিছু মনে করি নিজেদেরকে। কিন্তু আমাদের দেশকে বাঁচানোর জন্য, আমাদের প্রথম যে শিক্ষাটা গ্রহণ করা দরকার। সে শিক্ষা থেকে আমরা বঞ্চিত হই। আমরা সেই শিক্ষা গ্রহণ করতে অনিহা প্রকাশ করি

কৃষি কাজ আমাদের জন্য কতটা মূল্যবান। সেটা হয়তোবা আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো।

আমরা যে প্রত্যেকদিন খাবারটা খাই, এ খাবার কোথা থেকে যোগান দেয়। সেটা কি কখনো ভেবে দেখেছেন, যারা কৃষি কাজ করে তারাই কিন্তু আমাদের, প্রতিদিনের খাবার যোগান দিয়ে থাকে।

আমাদের বর্তমান প্রজন্মকে এই কৃষি শিক্ষার গুরুত্বটা বোঝাতে হবে। এবং আমি মনে করি যাদের পর্যাপ্ত পরিমাণে জমিন আছে। তারা চাইলেই কৃষি কাজ করে। নিজেদের খাবার সহ আরো বাড়ছে কিছু মানুষের খাবার যোগান দিতে পারবে।

অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান বিষয়টা আমাদের সাথে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

#miwcc

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

আমরা শিক্ষিত হওয়ার জন্য যখন পড়াশোনা করেছি আমরা কৃষি শিক্ষা বই পড়েছি। এবং সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি কিভাবে জমিতে ধান লাগাবো। এবং কীভাবে গাছপালা লাগাবো এবং সেখান থেকে আমরা ফসল উৎপাদন করব। যখনই আমরা বেশি বেশি কৃষিশিক্ষা বই পড়বো তাহলে আমরা কৃষি কাজ সম্পর্কে জানতে পারবো। সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করছেন আপনার এই পোস্ট কৃষি সম্পর্কে।

 last year 

যে বিষয় নিয়েই অধ্যায়ন করি না পাশাপাশি কৃষি বিষয়েও অধ্যায়ন করতে হবে। কারণ কৃষিই বেশির ভাগ দেশের ভিত্তি। ধন্যবাদ ভাইয়া, আপনার মুল্যবান মতামত প্রদানের জন্য।

#miwcc

Loading...
 last year 

হুম ভাই বর্তমান সময়ে কৃষিশিক্ষা আমাদের জন্য অনেক বড় ভূমিকা পালন করতেছে ৷ আমরা সবাই কৃষিশিক্ষা বই পড়েছি এবং সকল প্রকারের কৃষিকাজ সম্পর্কে আমরা জানতে পেরেছি ৷

আর আজকে আপনার পোস্ট এ কৃষিশিক্ষা সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারলাম ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন

#miwcc

 last year (edited)

দিনশেষে একটু শিক্ষিত হওয়ার পর যদি আমরা কৃষি থেকে দুরে সরে যাই তবে যেকোন সময় যেকোনো দুর্ভিক্ষ হানা দিতেই পারে। এজন্য আমাদের সর্বস্থায় চেষ্টা করতে হবে বিষয়ে আপডেট থাকতে।

#miwcc

 last year 

Amigo 🤗 steemian tu reflexión sobre la agricultura, es muy interesante. Ojalá como bien usted lo expones, la juventud dirigiera más sus proyectos de vida, en aprender como cultivar la tierra para así sustentarse con algunos alimento necesarios en su entorno familiar. Te cuento que yo nací en un pueblo que sus tierras son bendecida para la agricultura.

Yo trabajé yme enseñaron cómo mucho esfuerzo y trabajo cultivale, ya mi tiempo paso y con las esperiencias, adquiridas allí solo me queda la satisfacción que uno de mis hijo le gusta trabajar la tierra.

Hoy la juventud está más enfocada en una tecnología que bien, no puedo negar sus beneficios. Pero también ya se está sintiendo el lado oscuro de la misma, un buen ejemplo es, que estamos permitiendo que las nuevas generaciones de conviertan en generación de cristal, hay que ayudarle en este propósito importante para su futuro.

Por eso es, que gran parte de la humanidad mueren de hambre y eso es solo nuestra responsabilidad. Te felicito por tomar y poner en la mesa tan importante tema, gracias amigo steemian.🤗

#miwcc

 last year 

সবাই যদি চাকরি করে তাহলে কৃষি আমাদের দেশ থেকে উঠে যাবে পাশাপাশি অনেক শিক্ষিত মানুষেরাও কৃষি কাজ করার জন্য চাকরির ছেড়ে দিয়ে থাকে যার যে কাজটি বেশি ভালো লাগে সেই কাজটি সে করবে এটাই স্বাভাবিক লেখা পড়া জানলে সে চাকরি করতে হবে এমন কোন কথা নেই আপনি কিছু লেখাপড়া জানেন বলে মাটি দিয়ে হাঁটবেন না এটি আপনাকে অহংকার হয়ে দাঁড়াবে।

যাইহোক আপনি কৃষি শিক্ষা নিয়ে অনেক কথা আপনার পোষ্টের মাধ্যমে বলেছেন খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

#miwcc

 last year 

খুব সুন্দর একটি মতামত প্রদান করেছেন ভাই৷ ধন্যবাদ আপনাকে।

বাংলাদেশ কৃষি নির্ভর দেশ।যার মেজোরিটি পার্সন মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত।

কিন্তু দু:খজনক হলেও সত্যি আমরা অন্যান্য বিষয়ের ওপর যতটুকু শ্রম,মেধা ও সময় বিনিয়োগ করি এক্ষেত্রে অতটুকু সক্রিয়তা দেখাই না।

আমাদের উচিত এ ব্যাপারে দৃষ্টিপাত করা।

ধন্যবাদ আপনাকে এ ব্যাপারে গঠনমূলক আলোচনা করার জন্য।

#miwcc

 last year 

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার সাথে আমি একদম সহমত যে আমাদের প্রত্যেকের জীবনে কৃষি শিক্ষার গুরুত্ব রয়েছে।

বর্তমান প্রজন্ম যদি এই কৃষি শিক্ষাকে গুরুত্ব না দেয় তাহলে সত্যি একদিন আমাদের দেশে মহামারি আসবে। আর সেদিন বেশি দূরে নয়।
আপনার পোষ্টটি পড়ে অনেক নতুন কিছু শিখলাম। সামনে আপনার কাছে আরো এমন কিছু লিখা পাবো এই প্রত্যাশা করি।

#miwcc

 last year 

আমার পুরো পোস্টটি বিবেচনা করে সুন্দর মতামত প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

#miwcc

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69571.32
ETH 3782.89
USDT 1.00
SBD 3.88