লোভ

in Incredible India11 months ago (edited)

20231213_021745_0000.png
গত দুদিন আগে আমার এক বন্ধুর সাথে অনেকদিন পর দেখা৷ বহুদিন পর কোনো বন্ধুর সাথে দেখা হলে অন্যেরা যা করে আমিও তার বিপরীত নই। তার সাথে প্রথমেই কুশলাদি বিনিময় করলাম। তারপর বল্লাম, কি খবর, কেমন আছিস?? সে বল্ল এইতো ভালোই আছি। শুরু হলো গল্প। বিভিন্ন কথার মাঝখানে সে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সেখান থেকে একটি সিগারেট ধরালো৷ আমি তার এই ব্যাপারে একটু আশ্চর্য হলাম। কারণ, তার সাথে পড়াশোনাকালে আমি তাকে কখনোই সিগারেট টানতে দেখিনি৷
pexels-moises-besada-3685168.jpgsrc
তার সিগারেট টানার ব্যাপারে জিজ্ঞেস করার আগেই সে নিজেই বলল জানিস বন্ধু আমি এখন সিগারেট কেনো টানি...? তার এমন কথায় আমি তার মুখের দিকে তাকিয়ে ছিলাম। বলল, পারিবারিক কিছু কারণে সে নাকি খুব মানসিকভাবে বিকারগ্রস্থ।কিন্তু তাকে বাহিরে থেকে দেখলে নরমালই মনে হচ্ছিল। যাইহোক, যদিও অন্যের পারিবারিক বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। তবুও আমার কেনো জানি মনে হলো তার মুখ থেকে শোনা অন্ধকারের আড়ালে থাকা গল্পে রয়েছে শিক্ষানীয় ব্যাপার। তাই আমি তার মুখ থেকে শোনা গল্পটি এখানে উপস্থাপন করছি....।

তার বাবা মারা গিয়েছে বছর সাতেক আগে। তিনি পেশায় ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা। মালিক ছিলেন অনেক সম্পদের। বর্তমানে তাদের পরিবার পাঁচ সদস্যের মানে দুই ভাই, দুই বোন ও মা। বড় ভাই এবং দুই বোনের বিয়ে হয়ে গেছে বাকি আমার বন্ধু অবিবাহিত, এখনো পড়াশোনা করছে। বেশিরভাগ সময়ই বাবার অবর্তমানে পরিবারের দায় দায়িত্ব বড় ছেলের ওপরেই বর্তায়। এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। বাবা মারা যাওয়ার পর পরিবারের দ্বায়িত্ব পায় আমার বন্ধুর বড় ভাই৷

সংসারে অনেক টাকা এবং অনেক জমিজমা দেখে তিনি সাড়া দেয় কিছু অসাধু বন্ধুর কুপ্রস্তাবে, জড়িয়ে যায় জুয়ায়। লোভের বর্শবর্তী হয়ে সব টাকা শেষ করে শুরু করলো পরিবারের অজান্তেই জমি বিক্রি। বাড়তে থাকলো তার ধার দেনা। পরিবার তার এই ব্যাপারটা টের পেয়ে যে যার মতো জমি ভাগ করে নিলো। সবশেষে দেখা গেলো বড় ভাই তার ভাগের সব জমি দিনে দিনে বিক্রি করে শেষ করে ফেলেছে।সবকিছু শেষ করে সে এখন সর্বস্বান্ত। তার এমন কর্মে পরিবারের সবাই মোটামুটিভাবে মানসিক বিকারগস্ত। তার কর্মের কারণে তার পরিবারের মানুষদের হতে হয় হেয় প্রতিপন্ন, শুনতে হয় কটু কথা৷
pexels-pavel-danilyuk-7594306.jpgsrc
কোনো পরিবারে যদি মাত্র একজন জুয়াড়ি কিংবা মাদকাসক্ত থাকে সে পরিবারকে যে কতখানি অশান্তি ভোগ করতে হয় এব্যাপারটা একমাত্র সেই পরিবারই জানে।

এব্যাপারগুলো হ্যান্ডেল করতে গিয়ে আমার বন্ধু ভীষণভাবে ভেঙ্গে পড়েছে। তার এমন পরিস্থিতিতে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই আমার ছিলো না। তাকে শুধু বলেছি সৃষ্টি কর্তার উপর ভরসা রাখ, তিনি তোর ব্যাপারে খুব ভালোভাবে অবগত, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।

উপরিউক্ত গল্প থেকে আমাদেরও শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু। লোভের বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কিছু যেনো না করে ফেলি যাতে নিজেদের অস্তিত্বে প্রভাব ফেলে।

আজ এপর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

Sort:  
 10 months ago 

প্রিয় ভাই, বর্তমান সমাজে এমন ঘটনা হরহামেশাই ঘটছে। জুয়া, মদ, ব্যভিচার আমাদের এই সমাজকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। এসবের কারণে অনেক পরিবার এখন সর্বশান্ত হয়ে যাচ্ছে। জুয়া সত্যি একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এই ব্যাধির হাত থেকে সমাজকে রক্ষা করতে না পারলে দিনে দিনে আরো অনেক পরিবার আপনার বন্ধুর পরিবারের মত হতে থাকবে। তাই আপনার আমার সবাইকে এ ব্যপারে সাবধান থাকতে হবে এবং অন্যকেও সাবধান করতে হবে।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই এমন একটি শিক্ষনীয় বিষয় আমাদের মাঝে তুলে ধরার জন্য। ভালো থাকবেন সবসময়।

 11 months ago 

আপনার বন্ধুদের পরিবারের কথা ভেবে আজ খুবই খারাপ লাগছে কারণ তার বাবা মারা গিয়েছে অনেক বছর আগে এবং বাবা না থাকার কারণে পরিবারের বড় ছেলে সংসারের দায়িত্ব নিয়েছিল কিন্তু বড় ছেলে জুয়া খেলতে খেলতে তার জমি সব বিক্রি করে ফেলে এটা আসলে অনেক দুঃখজনক একটি ঘটনা এবং পরিবারের সদস্যের মধ্যে যদি একটি মানুষ এমন একটি কাজ করে তাহলে পরিবারের সবাইকে মানুষের কাছে ছোট হতে হয় এবং মানসিক ভাবে চাপ অবশ্যই তাদের আসে ঠিক আপনার বন্ধুর ক্ষেত্রে যেটা হয়েছে।

 11 months ago 

পরিবারের কোনো সদস্যের কোনো খারাপ কাজের প্রভাব পরিবারের প্রতিটি সদস্যের উপরই পড়ে৷ তাই আমাদের উচিত যেকোনো রকমের ঝামেলা এড়িয়ে চলা৷

Loading...
 11 months ago 

জুয়া খেলা একটি ভয়াবহ রকমের রোগ। যে রোগের কোন ঔষধ নেই। ব্যক্তি নিজে যদি না বোঝে যেটি তার জন্য কতটা ক্ষতিকর তবে তাকে বোঝানো প্রায় অসম্ভব। জুয়াড়ি তার নিজের কাজকে সার্থক বানানোর জন্য বিভিন্ন ধরনের যুক্তি দেখায়। কিন্তু যত যুক্তি দেখাক না কেন আখেরে তার ক্ষতি হয়। আপনার বন্ধুর ভাই ও এমন কাজটি করেছে। নিজের সর্বস্বান্ত হয়ে গিয়েছে তবুও সে থামেনি। কারণ লোভ তাকে ঘিরে রেখেছে। আর ওই যে কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। সময় থাকতে এ কারণেই তার সচেতন হওয়া উচিত ছিল। তবে তার এই ঘটনা পড়ে আমাদের সবার মধ্যে যদি একজনের উপকার হয় তবেই আপনার লেখা সার্থক। চমৎকার একটি বিষয়ের অবতারণা আজকে করেছেন আপনি। খুব ভালো লাগলো পড়ে।

 11 months ago 

আপনার পোস্টে পড়ে সত্যি বেশ ভালো লেগেছে লোক মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় আর সেই মানুষের সাথে জড়িত থাকা মানুষগুলোকেও ধ্বংস করে। আপনার পোস্ট থেকে অনেক কিছু শেখা যায় ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

 11 months ago 

লোভ খুবই ছোট্ট একটা শব্দ। কিন্তু এই লোভের কারণে মানুষ নিজের জীবনটাকে ধ্বংস করে দিতে দ্বিতীয় বার চিন্তা করো না। মানুষের যতটুকু আছে ততটুকুতে মানুষ সন্তুষ্ট থাকতে পারে না। আজকে আপনি আপনার বন্ধুর কথা আমাদের সাথে শেয়ার করেছেন। এত টাকা পয়সা ধন সম্পত্তি থাকার পরেও তিনি জুয়ার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছেন যে, জোয়া খেলার পর তার সবকিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব।

অতিরিক্ত লোভ কখনোই জীবনে সুখ-শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন। যা দিয়েছেন ততটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত লোভ করে কখনো মানুষ ভালো থাকতে পারে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সতর্ক করার জন্য ভালো থাকবেন।

 11 months ago 

আপনার বন্ধুর পরিবার আগে অনেক ধন সম্পদের মালিক ছিলো কিন্তু জুয়া খেলার খপ্পের পড়ে সে এখন গোড়ামরি খাচ্ছে আসলে লোভ এমন একটি জিনিস যে সামলাতে পারে সেই প্রকৃত ব্যাক্তি আর যে সামলাতে পারে না সে তার বিপদ নিজে নিজে ডেকে আনবে ৷ আসলে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা কিনা একে অপরের বড় লোক হওয়া দেখে বা শুনে তারাও ঐ পথ বেছে নেয় এবং অবশেষে তারা খালি হাতে ফিরে থাকে ৷ এভাবেই অনেক মানুষ অনেক পরিবার অসার তলে চলে যাচ্ছে ৷

ধন্যবাদ আপনাকে আপনার বন্ধুর কিছু গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

কথাতেই আছে যে লোভে পাপ আর পাপে মৃত্যু। কোন মাদকাসক্ত ব্যক্তি যদি জুয়াড়ি হয়, তাহলে তো সে জমি বাড়ি বিক্রি করে সব টাকা সে জুয়া খেলার পিছনে লাগাবে। মাদক সেবন করা এবং জুয়া খেলা দুটোর কোনটাই কোন মানুষের করা উচিত নয়। আপনাকে ধন্যবাদ এই শিক্ষামূলক পোস্টটি শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 11 months ago 

আপনি শিক্ষামূলক একটি গল্প আামাদের সাথে শেয়ার করেছেন। সত্যি বলেছেন লোভ সেই ব্যক্তিকে ধ্বংস করার সাথে সাথে পরিবারকে ধ্বংস করে।

কথায় আছে যে, লোভে পাপ পাপে মৃত্যু। লোভ মানুষকে হিংস্র করে তোলে। মাদকাসক্ত ব্যক্তির ভালো মন্দ ঞ্জান হারিয়ে ফেলে।
তার নেশার টাকা জোগাড় করার জন্য যে কোন ঘৃণ্য কাজ করতে পারে।
যার ভুক্তভোগী আপনার বন্ধুর পরিবার।

আপনি আপনার বন্ধুর যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এই ঘটনাটি আমাদের সমাজে একদম বাস্তবায়ন হয়ে থাকে।আর লোভ নিয়ে আর কি বলবো এটা হলো মানুষকে ধ্বংস করার অস্ত্র এটি যার ভিতরে থাকে সে কোনদিন ভালো পথে এবং ভালো দিকে চলছে চলতে পারে না। আমাদের সাথে এতো উপকারী একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68503.89
ETH 2535.33
USDT 1.00
SBD 2.52