কর্মই হোক প্রতিটি অপমানের জবাব

in Incredible Indialast year

প্রিয় পাঠক/পাঠিকাঃ
আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই??আশা করছি সবাই ভালো আছেন।আমি ভালো আছি।আমার নতুন আরেকটি লেখায় আপনাকে স্বাগতম।
pexels-andrea-piacquadio-3778673.jpgছবি
অনেক বন্ধু মহলে দেখা যায়, একটু বোঝার ঘাটতির কারণে কোনো এক বন্ধুকে কারনে অকারণে হেয় বা অপমান করা হয়। অন্য সব বন্ধুদের মতে, সে কম বোঝে।তাই সে আবাল।পাড়া বা মহল্লার কোনো ছেলে বা মেয়ে পরিক্ষায় একটু খারাপ ফলাফল করলেই সেই ছেলে কিংবা মেয়েকে প্রতিবেশী বা পরিবারের লোক দ্বারা অপমানিত হতে হয়।

আমার এক পরিচিত ভাই, তিনি পড়াশোনা শেষ করে কিছুদিন বেকার অবস্থায় জীবন যাপন করছিলেন। তার এই অবস্থা দেখে পরিবারের লোকসহ বন্ধুবান্ধব, পাড়াপ্রতিবেশি সবাই তাকে টিটকারি করতো কিন্তু তিনি যখন নিজ যোগ্যতায় একটা অবস্থান তৈরি করে নিতে পারলেন ঠিক তখনই যারা তাকে নিয়ে টিটকারি মারতো তারাই এখন তার সফলতার গল্প শোনে খুব মনযোগ দিয়ে। তার থেকে বিভিন্ন পরামর্শ নেয়।

একজন মাস্টার্স সম্পন্ন করা ব্যক্তি পড়াশোনা শেষ করে যখন হন্নে হয়ে চাকরি খুঁজেও পায় না, তখন এসমাজ তাকে ধিক্কার জানায়, প্রত্যেকের কাছেই তাকে কটু কথা শুনতে হয়,অপমানিত হতে হয়। এমনকি যার যোগ্যতা নাই তার সাথে কথা বলার সেও কটু কথা শোনায় তাকে।
pexels-august-de-richelieu-4427908.jpgছবি
আবার যখন ওই ব্যক্তিই একটু অধ্যবসায়ে বড় কোনো চাকরিজীবীতে পরিণত হয় তখন এইসমাজের মানুষই বিভিন্ন প্রয়োজনে তার থেকে পরামর্শ নেওয়ার জন্য তার অফিসের সামনে বসে থাকে।সবকিছু সময়ের ব্যবধান মাত্র।

বছর ছয়েক আগের একটি ঘটনা বলছি....। একজন বিজ্ঞান বিভাগে এইচএসসি পড়ুয়া ছাত্র, রসায়ন একটু কম বুঝতো। তো সে বিভিন্ন টপিক বুঝে নেওয়ার জন্য তারই এলাকার এক বড় ভাইয়ের কাছে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলো কিন্তু পরবর্তীতে সেই বড় ভাই সেই ছেলেটিকে তার বন্ধুমহলে হাসির খোরাক বানিয়েছিলো। মেধা একটু কম হলেও সে সকল টিটকারি উপেক্ষা করে সামনে এগিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সৌভাগ্যক্রমে সেই রসায়ন কম বোঝা ছেলেটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এবছরই গ্রাজুয়েশন সম্পুর্ন করে বেরিয়েছে। একটা কথা মনে গেথে রাখা উচিত যে "কারো জন্য কোন কিছু আটকে থাকবে না,সবকিছু চলবে তার আপন নিয়মে"

উপরিউক্ত উদাহরণগুলোতে শিক্ষার আছে অনেক কিছু,তাই এখানে উল্লেখ করলাম।

pexels-lukas-653429.jpgছবি
মোটকথা হলো,বিভিন্ন কাজে কিছু মানুষ কথা শুনাবেই, বিভিন্ন সময় বিভিন্নভাবে ছোট বা অপমান করবেই হোক সেটা পরিবার,বন্ধুমহল কিংবা কোনো কর্পোরেট জব সেক্টর।চুপচাপ সব অপামন সহ্য করে এই সময়গুলোতে নিজেকে নিজের লক্ষ্যে অটুট রাখতে হবে।লক্ষ্যে পৌছানোর পর সফল কর্মই হবে তাদের প্রত্যেকটি অপমানের উচিত জবাব

আজ এপর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।
EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr-1.jpg

Sort:  
 last year 

আপনার পোস্ট পড়ে বেস কিছু কথা মনে পড়লো,,, আমাদের আশেপাশে এমন অনেক বন্ধু বান্ধব আছে,,,যারা অপমান এবং হাসির খোরাক বানিয়ে ফেলো সুযোগ পেলেই,,,,এমন বন্ধুর এখন অভাব নেই,,,

মানুষ আমরা কিন্তু পরিপূর্ণ না তার পর ও আমরা অন্যকে হাসির খোরাক বানিয়ে ফেলি,,,,

আপনি বর্তমান সময় সাপেক্ষে বিবেচনা করে পোস্ট লিখেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,,

Loading...
 last year 

জ্বি ভাই, আপনার কথাগুলোর সাথে আমি একমত। আমাদের সমাজের লোকগুলি জানি কেমন। অন্যের সফলতায় খুব প্রশংসা করে। কিন্তু ঐ ব্যক্তির সফলতার আগে তাকে সেই সমাজের লোকজন আবার হেয় প্রতিপন্ন করে থাকে। আজব এই সমাজে আমরা সব আজব মানুষ।
ভালো থাকবেন প্রিয় ভাই।

 last year 

অপ্রিয় সত্য ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মতামত প্রদানের জন্য।

 last year 

সময় এবং পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় আপনি যে কথাগুলো আপনার পোস্টের মাধ্যমে উল্লেখ করেছেন আপনার লেখার সাথে আমি সহমত এমন শ্রেণীর মানুষ আমাদের আশেপাশে অনেক দেখা যায়।

আপনার পোষ্টের মধ্যে বাস্তব জীবনের অনেক মিল আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 last year 

আমার পোস্টটি বিবেচনা করে সুন্দর একটি মতামত প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 last year 

অসম্ভব সুন্দর একটা টপিক। যেটা আমাদের বাস্তবতা। আমাদের ব্যক্তিগত জীবনকে নাড়া দিয়ে উঠেছে। আজকে আমি আপনার পোস্ট পড়তে গিয়ে,,, নিজের বিবেকের কাছে নিজেকেই হারিয়ে ফেলেছি বারবার,,, নিজেকেই প্রশ্ন করছি আমি কি এই কাজগুলোর সাথে সংযুক্ত আছি কিনা।

মোটকথা হলো,বিভিন্ন কাজে কিছু মানুষ কথা শুনাবেই, বিভিন্ন সময় বিভিন্নভাবে ছোট বা অপমান করবেই হোক সেটা পরিবার,বন্ধুমহল কিংবা কোনো কর্পোরেট জব সেক্টর।চুপচাপ সব অপামন সহ্য করে এই সময়গুলোতে নিজেকে নিজের লক্ষ্যে অটুট রাখতে হবে।লক্ষ্যে পৌছানোর পর সফল কর্মই হবে তাদের প্রত্যেকটি অপমানের উচিত জবাব।

একদমই ঠিক বলেছেন,,, একটা মানুষ অপর মানুষের ভালো হওয়া দেখতে পারে না। সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত ভাল করে নিজেকে আগে উপস্থাপন করা। যে যাই বলুক না কেন। চুপ করে সহ্য করা। এবং নিজের কর্মের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আমার প্রিয় ভাই। আপনি অনেক সুন্দর একটা টপিক আজকে আমাদের সাথে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। এই কামনা করি ভাল থাকবেন।

 last year (edited)

যে যাই বলুক না কেন। চুপ করে সহ্য করা। এবং নিজের কর্মের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলা।

মানুষের কটু কথায় কান না দিয়ে সামনে অগ্রসর হয়ে নিজেকে যোগ্য করে তুলতে হবে। সফল কর্ম দিয়ে দিতে হবে তাদের অপমানের উচিত জবাব।

#miwcc

 last year 

কারো জন্য কোন কিছু আটকে থাকবে না,সবকিছু চলবে তার আপন নিয়মে

  • একদম সত্যি কথা বলেছেন।এই পৃথিবীতে কোনো কিছুর জন্যই কিছু থেমে থাকে না, কারণ পৃথিবীর দিন রাত্রির একটা নির্দিষ্ট নিয়ম আছে। তাই আমাদের সময় যেমনই কাটুক না কেন, পৃথিবী কিন্তু নিজের নিয়মেই চলতে থাকবে।

চুপচাপ সব অপামন সহ্য করে থাকবে এই সময়গুলোতে নিজেকে নিজের লক্ষ্যে অটুট রাখতে হবে।লক্ষ্যে পৌছানোর পর সফল কর্মই হবে তাদের প্রত্যেকটি অপমানের উচিত জবাব।

  • আসলে সকলের মধ্যেই সমান ধৈর্য থাকে না। এই কারণে অনেকেই হয়তো অপমান সহ্য করে নিজের লক্ষ্যে স্থির থাকতে পারে না। তবে হ্যাঁ যদি সেটা করা সম্ভব হয়, তাহলে এই অপমান করা মানুষজনগুলোই একটা সময় নিজেরা বুঝতে পারবে যে, তারা একটা সময় ভুল করেছিল। আর ঠিক সেই সময় তাদেরকে এগিয়ে গিয়ে কিছু বোঝানোর দরকার পড়বে না।তাদের জবাব তারা আপনার সাফল্য দেখেই পেয়ে যাবে। শুধু মনে বিশ্বাস নিয়ে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে।

  • অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটি শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last year 

আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59207.00
ETH 2507.08
USDT 1.00
SBD 2.53