You are viewing a single comment's thread from:

RE: কর্মই হোক প্রতিটি অপমানের জবাব

in Incredible Indialast year

অসম্ভব সুন্দর একটা টপিক। যেটা আমাদের বাস্তবতা। আমাদের ব্যক্তিগত জীবনকে নাড়া দিয়ে উঠেছে। আজকে আমি আপনার পোস্ট পড়তে গিয়ে,,, নিজের বিবেকের কাছে নিজেকেই হারিয়ে ফেলেছি বারবার,,, নিজেকেই প্রশ্ন করছি আমি কি এই কাজগুলোর সাথে সংযুক্ত আছি কিনা।

মোটকথা হলো,বিভিন্ন কাজে কিছু মানুষ কথা শুনাবেই, বিভিন্ন সময় বিভিন্নভাবে ছোট বা অপমান করবেই হোক সেটা পরিবার,বন্ধুমহল কিংবা কোনো কর্পোরেট জব সেক্টর।চুপচাপ সব অপামন সহ্য করে এই সময়গুলোতে নিজেকে নিজের লক্ষ্যে অটুট রাখতে হবে।লক্ষ্যে পৌছানোর পর সফল কর্মই হবে তাদের প্রত্যেকটি অপমানের উচিত জবাব।

একদমই ঠিক বলেছেন,,, একটা মানুষ অপর মানুষের ভালো হওয়া দেখতে পারে না। সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত ভাল করে নিজেকে আগে উপস্থাপন করা। যে যাই বলুক না কেন। চুপ করে সহ্য করা। এবং নিজের কর্মের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আমার প্রিয় ভাই। আপনি অনেক সুন্দর একটা টপিক আজকে আমাদের সাথে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। এই কামনা করি ভাল থাকবেন।

Sort:  
 last year (edited)

যে যাই বলুক না কেন। চুপ করে সহ্য করা। এবং নিজের কর্মের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলা।

মানুষের কটু কথায় কান না দিয়ে সামনে অগ্রসর হয়ে নিজেকে যোগ্য করে তুলতে হবে। সফল কর্ম দিয়ে দিতে হবে তাদের অপমানের উচিত জবাব।

#miwcc

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61823.88
ETH 2390.97
USDT 1.00
SBD 2.57