You are viewing a single comment's thread from:

RE: Better life with steem ||A friday in Dhaka || 28th june, 2024 ||

in Incredible India4 months ago

ভাই আশা করি আপনার দিনটি সুন্দর কেটেছে। আর এত সুন্দর করে আপনার সারাদিনের কাজের বর্ণনা দিয়েছেন খুবই চমৎকার হয়েছে।
পরিষ্কার পরিচ্ছন্ন তো হচ্ছে ধর্মের অঙ্গ। আপনার মত আমিও সময় পেলে বাসায় হাত লাগিয়ে টুকটাক কাজ করি। আমার খুব ভালো লাগে, যখন প্রত্যেক ধর্মের অনুসারীরা ধর্মীয় রাস্তা অবলম্বন করে চলে । ইসলাম ধর্মের অনুসারীরা মসজিদে সারিবদ্ধভাবে নামাজ পড়তে যায়। যখন হিন্দু ধর্মের অনুসারীরা মন্দিরে সারিবদ্ধভাবে পুজা ও আরাধনা করতে যায় । যখন কৃষ্ট ধর্মের অনুসারীরা সারিবদ্ধভাবে গির্জায় আরাধনার জন্য যায়। যখন বুদ্ধ ধর্মের অনুসারীরা সারিবদ্ধ ভাবে বুদ্ধ মন্দিরে যায় আরাধনার জন্য।

Sort:  
 3 months ago 

প্রত্যেক ধর্মেই পরিস্কার পরিচ্ছন্ন থাকার কথা বলা হয়েছে, যদিও নানা ব্যস্ততার অজুহাতে অনেক সময় আমরা ঘর অগোছালো রাখি, তবে সুযোগ পেলেই আমি ঘর পরিস্কার করি, গিন্নিকে সাহায্য করি। শুক্রবার মানেই আমাদের জন্যে একটা পবিত্র দিন, জুমার নামাজ এই দিনে যেন কোনভাবেই মিস না হয় সেই ব্যাপারে আমরা সতর্ক থাকি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 65170.83
ETH 2568.47
USDT 1.00
SBD 2.66