Better life with steem ||A friday in Dhaka || 28th june, 2024 ||

in Incredible India2 months ago
20240629_090233.jpg
The Dairy Game

হ্যালো বন্ধুরা, শুভসকাল। আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ২৮ জুন তথা শুক্রবারের কাটানো দিনটির ডায়েরি শেয়ার করতে চলেছি। আশা করি আপনারা উপভোগ করবেন।

শুক্রবার বাচ্চাদের চিল্লাপাল্লায় সকাল সকাল ঘুম ভেঙে গেল। আমার বাসার একদম সাথেই বড় একটা খেলার মাঠ রয়েছে। শুক্রবার মানেই সকাল থেকেই এখানে স্কুল পড়ুয়া ছেলেদের খেলার আসর বসে। ফুটবল আর ক্রিকেট দুটাই সমান তালে চলে। জানালা বন্ধ না করে ঘুমানোর কারণে তাদের চিল্লাপাল্লায় ঘুম ভেঙে গেল।

ঘুম থেকে ঊঠে আগের দিনের বাসি ভাত খেলাম। ঈদের ছুটির পর এসে এখনো ঘর গুছানো হয় নি, পুরো ঘর এলোমেলো। গতকাল গিন্নি ভিডিও কলে ঘর দেখে আমাকে আল্টিমেটাম দিয়েছিল, তাই আজ সকাল থেকে ঘর ঝাড়ু দেয়া থেকে শুরু করে গুছানো সব করলাম। বিশেষ করে রান্নাঘরের অবস্থা নাজুক ছিল, ধুয়ে মুছে সেটা ঠিক করতে করতেই ১০ টা বেজে গেল।

20240628_092930.jpg20240628_092940.jpg
20240628_093158.jpg

অনেক দিন পর রান্নাঘর পরিস্কারে হাত দিলাম

রান্নাঘর গুছিয়ে এক সপ্তাহের কাপড় গুলো পরিস্কার করে নিলাম। এদিকে বড় বোন ও ছোট বোন সবাই কল দিচ্ছে, ঈদের পর তাদের সাথে দেখা করা হয় নি। ১১ টার পর রওনা দিলাম তাদের বাসার উদ্দেশ্যে।

দুই বোন আর আমার বড় ভাই একই বিল্ডিং এ আলাদা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকে। তাই এখানে এলে এক সাথেই সবার বাসা ঘুরা হয়ে যায়। ১২ টার পর পররই আমি টংগী কলেজ গেইটে চলে এলাম। বাসায় এসে নাস্তা আর চা খেয়ে চলে গেলাম নামাজে।

শুক্রবার জুমার নামাজ শেষে বাহিরে বের হতেই দেখলাম ছোটখাটো বাজার লেগে গেছে। মুসল্লীরা নামাজ শেষে তাদের প্রয়োজনীয় জিনিস সদাই করছে।

20240628_133832.jpg

মসজিদের সামনের ভ্রাম্যমাণ আতর,টুপি ও তসবির দোকান

আমার সাথে ছোট ভাগ্নে ছিল, সে আইসক্রিম এর দোকান দেখে আইসক্রিম খেতে চাইলো। তবে এই দোকানের আইসক্রিম গুলো খেতে তেমন ভালো না, খোলা আইসক্রিম, ছোট কোনে ভরে বিক্রি করে, দামেও সস্তা, তবে অতটা মজা নয়।

20240628_133849.jpg

ভ্রাম্যমাণ আইসক্রিমের গাড়ি

আমি তাকে নিয়ে দোকানে গিয়ে পোলার আইস্ক্রিম কিনে দিলাম। গ্রামে গিয়ে এবার আমের গাছ গুলোতে তেমন আম চোখে পড়ে নি, কিন্তু ঢাকার বাজারগুলো আম দিয়ে ছয়লাব। এখানে আমরুপালি, হিমসাগর, হাড়ি ভাংগা আম ১০০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

20240628_134021.jpg
20240628_133931.jpg

আমের দোকান

এদিকে রাস্তার উপরে বসা দোকান গুলোর কারণে রাস্তায় হাটাই কষ্টকর হয়ে গিয়েছে। মাছের দোকানে অনেক ভীড়। একটা ভ্যান এসেছে কবুতরের অনেক গুলো বাচ্চা নিয়ে। জোড়া বিক্রি হচ্ছে ২০০-৩০০ টাকা দরে। মনে হচ্ছিলো আমি কারওয়ান বাজারে চলে এসেছি।

20240628_134030.jpg

ভ্যানগাড়িতে বিক্রি হচ্ছে কবুতরের বাচ্চা

20240628_134051.jpg

আমরা আম কিনে বাসায় চলে এলাম। দুপুরে সবাই মিলে খাবার খেয়ে দিলাম একটা ঘুম। ঘুম থেকে ঊঠে দুলাভাই এর সাথে বের হলাম উত্তরা যাবার উদ্দেশ্যে। সে একটা ওয়ালটন ফোন কিনেছে কিন্তু সেটা কেনার পর থেকেই সমস্যা করছিল, পরে দোকানে গিয়ে চেঞ্জ করে অন্য একটা মডেল নিলাম।

20240628_190105.jpg

মোবাইল নিয়ে ফেরার পথে সন্ধ্যার ঢাকার আকাশ চোখে পড়লো। ফুটওভার ব্রিজ থেকে সেই চিত্র ক্যাপচার করে নিলাম।

20240628_184726.jpg

উত্তরার ওভারব্রিজ থেকে ঢাকার আকাশ

বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতে সবাই মিলে মজা করলাম, গল্প হলো প্রাণ খুলে। অনেক গুলো ভাই বোন থাকার এই আলাদা একটা মজা। একসাথে হলে দারুণ সময় পার করা যায়। তো এভাবেই আমার দিনটি অতিবাহিত হলো। কেমন লাগলো আমার আজকের দিনালিপি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।

Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 2 months ago 

thanks a lot for supporting.

Loading...
 2 months ago 

ভাই আশা করি আপনার দিনটি সুন্দর কেটেছে। আর এত সুন্দর করে আপনার সারাদিনের কাজের বর্ণনা দিয়েছেন খুবই চমৎকার হয়েছে।
পরিষ্কার পরিচ্ছন্ন তো হচ্ছে ধর্মের অঙ্গ। আপনার মত আমিও সময় পেলে বাসায় হাত লাগিয়ে টুকটাক কাজ করি। আমার খুব ভালো লাগে, যখন প্রত্যেক ধর্মের অনুসারীরা ধর্মীয় রাস্তা অবলম্বন করে চলে । ইসলাম ধর্মের অনুসারীরা মসজিদে সারিবদ্ধভাবে নামাজ পড়তে যায়। যখন হিন্দু ধর্মের অনুসারীরা মন্দিরে সারিবদ্ধভাবে পুজা ও আরাধনা করতে যায় । যখন কৃষ্ট ধর্মের অনুসারীরা সারিবদ্ধভাবে গির্জায় আরাধনার জন্য যায়। যখন বুদ্ধ ধর্মের অনুসারীরা সারিবদ্ধ ভাবে বুদ্ধ মন্দিরে যায় আরাধনার জন্য।

 2 months ago 

প্রত্যেক ধর্মেই পরিস্কার পরিচ্ছন্ন থাকার কথা বলা হয়েছে, যদিও নানা ব্যস্ততার অজুহাতে অনেক সময় আমরা ঘর অগোছালো রাখি, তবে সুযোগ পেলেই আমি ঘর পরিস্কার করি, গিন্নিকে সাহায্য করি। শুক্রবার মানেই আমাদের জন্যে একটা পবিত্র দিন, জুমার নামাজ এই দিনে যেন কোনভাবেই মিস না হয় সেই ব্যাপারে আমরা সতর্ক থাকি।

 2 months ago 

আপনি জীবনে জীবিকার তাগিদে অনেক পরিশ্রম করেন। আবার যখন দেখি ছুটির দিনেও সাংসারিক কাজে হাত লাগান সেটা আমার কাছে খুবই ভালো লাগে।

আপনাকে দেখে আমাদের দেশের পুরুষ শাসিত সমাজের অনেক কিছু শেখার আছে। আমার কাছে এটা মনে হয় যে আপনি কাজকে প্রাধান্য দেন এবং এখানে নারী-পুরুষ ভেদাভেদে রাখেন না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার দৈনন্দিন কার্যক্রম আমাদের সাথে এভাবে ভাগ করে নেওয়ার জন্য।

 2 months ago 

পরিবারে মানুষ থাকি তিনজন, একজন হাড় ভাংগা পরিশ্রম করবে আরেক জন শুধু অফিস করেছে বলে বাসায় এসে নবাবের মত শুয়ে থাকবে, এটা দেখতেই কেমন ছোটলোকি মনে হয়। আর বাসাটা তো দুজনের ই, তাই কাজ গুলো শেয়ার করলে দুজনের জন্যেই তো ভালো বলে মনে হয় আমার কাছে।

ধন্যবাদ দিদি আপনাকে।

 2 months ago 

আপনি সারাদিনের যে সব কাজকর্ম করেছেন সে সব বিষয়ে আপনি আমাদের মাঝে শেয়ার করছেন, যেটা পরে আমার কাছে অনেক ভালো লাগলো। এবং আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আপনার সারাদিনের সুন্দর মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাই বরাবরের মত আমার দিনালিপি পড়ে সুন্দর মন্তব্যের জন্য। ভবিষ্যতেও আপনার এমন মন্তব্য সক্রিয় থাকুক। অনেক অনেক ভালো থাকবেন। শুভ কামনা সব সময়।

 2 months ago 

রান্নাঘর এমন ভাবে পরিস্কার করেছেন, দেখে মনে হচ্ছে নতুন তৈরি করা হয়েছে। গিন্নি দেখে নিশ্চয়ই খুব খুশি হবে। সকালে অনেক কাজ করলেও সারাদিন দিদিদের বাড়ির সকলের সাথে অনেক মজা করেছেন। আমাদের এখানেও গাছে খুব বেশি আম দেখা না গেলেও অদ্ভুত ভাবে বাজারে এখনও আম পাওয়া যাচ্ছে। উত্তরার নাম নাটকে অনেক বার শুনেছি, আজ সেই উত্তরার ব্রীজ থেকে ঢাকার অনেকাংশ দেখার সুযোগ হলো। ছবিটি সত্যিই সুন্দর তুলেছেন। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

 2 months ago 

ধন্যবাদ দিদি আমার দিনালিপি পড়ে এত সুন্দর মন্তব্যের জন্য। ঢাকার উত্তরাতে বেশির ভাগ নাটকের শ্যুটিং করা হয়, আর অনেক গুছানো এখানের সেক্তর গুলো। দিন দিন যদিও এখন বিল্ডিং এর পরিমাণ বাড়ছে তার পরেও এখনো ঢাকার তুলনায় উত্তরা অনেক বেশি সুন্দর।

 2 months ago 

এখন শহরে খেলার মাঠ তেমন দেখা যায় না। সব জায়গার ইট পাথরের বিল্ডিং হয়ে গিয়েছে। তাই কোথাও মাঠ পেলে খেলা প্রেমিক বাচ্চারা খেলায় মেতে ওঠে। হিম সাগর আম খেতে অনেক ভালো।তাই তার দামটাও বেশি হবে এটাই স্বাভাবিক। মোবাইল কেনার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। ইলেকট্রনিক জিনিস কখন কি হয় সেটা কেউ বলতে পারে না। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

শুক্রবার সাধারণত সবকিছু বন্ধ থাকে স্কুল থেকে শুরু করে অফিস সকল কিছুই তাই বাচ্চারা সকলেই খেলা শুরু করে দেয়।। এত সুন্দর ভাবে রান্না করার পরিষ্কার করেছেন দেখে অনেক ভালো লাগছে ভাবী দেখলে অনেক খুশি হবে।। নামাজ শেষে আম নিয়ে বাসায় এসেছে আর সন্ধ্যায় ঢাকার আবহাওয়া মেঘলা তাই দেখতে অনেক সুন্দর লাগছে।।

 2 months ago 

বাসায় যেহেতু একা রয়েছেন তাই অনেকটা ব্যস্ততার মধ্যে নিজের দিনটা পার করেছে।ন শুক্রবার তাই রান্নাঘর পরিষ্কার করার কাজে সময়টা ব্যয় করে বেশ ভালো কাজ করেছেন। তার সাথে আবার আপনি আপনার বোনের বাসায় গিয়েছেন। মোবাইলে সমস্যা দেখা দিলে অনেক বেশি খারাপ লাগে। কেননা আমাদের জীবনের সবচাইতে প্রিয় সঙ্গী বর্তমান সময়ের মোবাইল। আর এটার মধ্যে যদি কোন সমস্যা হয় মনে হয় নিজেদের কোন অঙ্গের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। যাইহোক মোবাইল পরিবর্তন করে বেশ ভালই করেছেন। ঢাকা ওভার ব্রিজের উপর থেকে ঢাকা শহরের আকাশটা বেশ সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58044.48
ETH 2352.63
USDT 1.00
SBD 2.36