You are viewing a single comment's thread from:

RE: Catastrophic impact of Remal cyclone in Dhaka city.

in Incredible India4 months ago

ঘুর্ণিঝড় রেমালের দাপট হয়ত দেশের অধিকাংশ মানুষই টের পেয়েছে। ঘুর্ণিঝড় আগমনের কথা জানলে সবার মনই ভয়ে কেপে ওঠে। আপনার জীবনের সব থেকে ভয়াবহ রাত হলো সিডরের রাত।হ্যা ওটা রেমালের থেকেও অনেক বেশি ভয়ংকর ছিলো।

ঝড়ের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করাটা অনেক বেশি কঠিন ও ঝুকিপূর্ণ আর এসময় ছাতা কোনো কাজেই আসে না। একটু বৃষ্টি হলেও শহরের রাস্তায় জল ভরে যায় যেটার কারনে যাতায়াত করা কষ্টসাধ্য একটা কাজ। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।

Sort:  
 4 months ago 

সত্যি বলতে আমরা ঘূর্ণিঝড় এর প্রভাব টের পেলেও আপনাদের এলাকার মানুষদের মতো করে কখনোই টের পাই না আর পাবোও না কারন ঝড়ের মূল চোটপাট দক্ষিনাঞ্চল এর উপরই পরে।
তবে শহরের মূল সমস্যা হয় জলাবদ্ধতা। কোথাও কোথাও গাছ পরে যাওয়া, কারেন্ট এর তার ছেড়া এর মাঝে যোগ হয়।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ভালোই থাকবেন সবসময়।

 4 months ago 

ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের উপর দিয়ে গিয়েছে বেশির ভাগ। আর তাছাড়া বাসার ভিতরে দরজা জানালা বন্দ করে রাখলে ঝড়ের প্রভাব বোঝা যায় না তবে গ্রামে ঝড়কে খুব কাছ থেকে দেকা যায় তাই এর প্রভাবও হাড়ে হাড়ে টের পাওয়া যায়। হয়া গাছ পড়ে অনেক মানুষের ক্ষতি হয়, ঘর বাড়ি পর্যন্ত ভেঙে যায়। ধন্যবাদ আপনাকে আমার মতামতের উওর দেওয়ার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60192.33
ETH 2321.67
USDT 1.00
SBD 2.50