Better Life With Steem || The Diary game || 18th April 2025
![]() |
---|
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো যথা সময়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম কারন্ট নেই এদিকে মোবাইলে চার্জও নেই।
প্রতিদিন সকালে ফোন চার্জে দেই তবে আজ কারেন্ট না থাকায় সেটা হলো না। ফোন রেখে বই নিয়ে পড়তে বসলাম। কয়েকদিন আগে জল তোলার মোটর কিনে এনেছিলো বাবা তবে সেটা এখনো কলে লাগানো হয় নি।
কলের মিস্ত্রিকে ডেকে এসেছে আজ তার আসা কথা। যাই হোক, সকালে সময় মতো ভাত খেয়ে নিলাম। তারপর ঔষধ খেয়ে নিলাম কারন অনেক দিন যাবত শরীর দুর্বল লাগে খুব তাই ভিটামিন জাতীয় ঔষধ নিয়ে এসেছি।
ভেবেছিলাম কলের মিস্ত্রি হয়ত দুপুরে আসবে কিন্তু আসে নি। সময় মতো স্নান সেরে নিলাম। বিগত দিন পুকুর থেকে বেশি করে মাছ ধরা হয়েছিলো তাই আজ আর না ধরলেও চলবে।
দিনের ভিতর কত বার যে লোডশেডিং হচ্ছে তার ঠিক নেই। গরমে ঘরে থাকতে না পেরে রাস্তায় গিয়ে কিছু দাঁড়িয়ে ছিলাম কারন ওখানে বেশ বাতাস বইছিলো।
দুপুরে একটু ঘুমাতে যাবো ঠিক তখনই কলের মিস্ত্রি এসে হাজির, সেই সাথে আমার ঘুমটাও নষ্ট হলো। তার কাজে আমাকে একটু সাহায্য করতে হবে কারন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এগিয়ে দিলেও কাজটা তাড়াতাড়ি শেষ হবে।
সকল জিনিসপত্র আগে থেকেই যোগাড় করা ছিলো তাই উনি এসেই কাজ শুরু করে দিলেন। ভেবেছিলাম দ্রুত কাজ শেষ হয়ে যাবে তবে এত দেরি হবে বুঝতে পারিনি। নিখুঁতভাবে যেকোনো কাজ করতে গেলে সময় একটু বেশি লাগে।
কাজের মধ্যে আরেকজন এসে হাজির হলো। তার সাথে ছিলো নিজের থেকেও বড় একটা কলসি। কলসিতে করে নাকি সে জল নিবে কিন্তু কলসির ভারেই সে অন্য দিকে হেলে যাচ্ছে!
যাই হোক, সারা দিন ওর এমন কর্মকাণ্ড চলতেই থাকে যেটা বললে শেষ হবে না। ওর পাকা পাকা কথা শুনতে বেশ ভালোই লাগে। সব কাজ শেষ করে মটোর দিয়ে জল উঠছে কিনা সেটা চেক করলাম। সঠিক ভাবে কাজ হলে মনের মধ্যে অন্য রকম একটা আনন্দ কাজ করে।
শেষ বেলায় হঠাৎ করে বৃষ্টি নামলো সাথে বেশ ঝড়ো হাওয়া ছিলো। আবহাওয়া দেখে বুঝতে পারিনি যে বৃষ্টি নামবে, সব কিছু কেমন জানি হঠাৎ করেই হলো। তবে এতে ভালোই হয়েছে, গরমটা অনেক কমে গেলো। যাই হোক, এভাবেই আমি আমার কার্যক্রম শেষ করলাম। সকলে ভালো থাকবেন।
@tipu curate
Upvoted 👌 (Mana: 1/8) Get profit votes with @tipU :)
কারেন্ট না থাকলে আসলে আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন কাজের মধ্যে কিছু ব্যাঘাত ঘটে আপনার খেতেও ঠিক তাই হয়েছে দুপুরবেলা যখন ঘুমাতে যাবেন ঠিক তখনই আপনাদের কল লাগানোর মিস্ত্রি এসে হাজির তারপর আবার আরেকজন এসেছে নিজের থেকেও অনেক বড় একটা কলস নিয়ে সেটাতে করে পানি নিয়ে যাবে এটাতে করে পানি নিয়ে গেলে সে তো নিজেই আগে পথের মধ্যে অজ্ঞান হয়ে যাবে যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম তুলে ধরার জন্য ভালো থাকবেন।