Celebrating Fruits Festival With Colleagues
আসসালামু-আলাইকুম সবাইকে, আমি @sumon247
আছি 🇧🇩 #Bangladesh এর রাজধানী ঢাকা থেকে।
আজ - ২১ই আষাঢ় | ১৪৩০ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল
আমার ব্লগিং-এ সবাইকে স্বাগতম! আমি সর্বদা চেষ্টা করি আমার ব্লগে নিত্যদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো আমার মতো করে গুছিয়ে পোস্ট আকারে লিখতে এবং সেই অনুযায়ী আমার আজকের আয়োজন। যেহেতু, আমার মাতৃভাষা বাংলা তাই বাংলায় মনের ভাব মিশিয়ে লিখা সম্ভব হয় সেজন্য আমার অধিকাংশ পোস্ট বাংলা ভাষায় থাকে। যাইহোক, শুরু করা যাক।
আমাদের প্রতিষ্ঠান প্রতি বছরই গ্রীষ্মে ফ্রুটস ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে। মূলত, সব প্রতিষ্ঠানগুলো চেষ্টা করে থাকে এই মৌসুমে এই আয়োজন করার।
প্রখর খরতাপের এই গ্রীষ্মে জনজীবনে আনন্দের উপলক্ষ্য নিয়ে আসে রসালো ফলের সমারোহ। মধুমাসের এই আনন্দকে পেপারফ্লাই প্রাইভেট লিমিটেড পরিবারের মাঝে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় সামার ফ্রুটস ফেস্টিভ্যাল। পেপারফ্লাই প্রাইভেট লিমিটেড - এর মহাখালী করপোরেট হেড অফিসে এক আনন্দঘন পরিবেশে এ উৎসব অনুষ্ঠিত হয়।
আমাদের প্রতিষ্ঠানের ঢাকাস্থ সকল ডিপার্টমেন্টের কর্মকর্তা-কর্মচারীগণ এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন। যদিও ইহা গতবছরের সামার ফ্রুটস ফেস্টিভ্যালের আয়োজন।
এই ফেস্টিভ্যালে আম (৪-৫ জাতের), জাম, কাঁঠাল, কলা, লিচু, আনারস, পেয়ারা, লটকন সহ বিভিন্ন রঙের ও স্বাদের রসালো ফলের উপস্থিতি ছিল।
আমরা ফটো সেশনে পর্বে প্রতিটি ডিপার্টমেন্ট আলাদাভাবে তাদের টিম মেম্বারদের নিয়ে ফটোশুট করেছি। এরপর হালকা সাজানো প্লেট নিয়ে নির্ধারিত টেবিল থেকে ফল সংগ্রহ করেছি খাওয়ার জন্য। প্রায় দুই ঘন্টা একটানা ওপেন ছিলো সকলের জন্য, ইচ্ছেমতো খাওয়ার সুযোগ ছিলো।
আমি প্রতিটি ফল খেয়েছি পরিমাণ মতো। আমি কখনোই খাবার নষ্ট করার সাথে একমত নই। উৎসব ব্যতীত একসাথে একই সময়ে এতগুলো ফল খাইনি আমি।
যাইহোক আমার মতে, রেগুলার এই ধরনের এক্টিভিটি প্রতিষ্ঠানগুলোতে থাকতে কর্মীদের সন্তুষ্টি এবং মনোবল বাড়ে। কাজের ফাঁকে বিভিন্ন গেমস, কালচারাল এক্টিভিটি থাকা জরুরি।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Thank you so much my friend.
সেই রকম একটি দারুণ অনুভূতি আপনি শেয়ার করলেন। আপনাদের কোম্পানিতে প্রতিবছর এই ফুড ফেস্টিবল রাখা হয়, আর যেখানে নিত্য নতুন নানান ধরনের রসালো সব ফলের সমারহ দেখা যায়। এটা আসলে দেখে অনেক ভালো লাগলো।
আমাদের দেশের নামিদামি সব ফলই দেখি এখানে আছে। আপনার কলিগদের সাথে আপনারা খুব ভালো সময় কাটিয়েছেন এই ফুড ফেস্টি। সেটা আপনার পোষ্টের মাধ্যমে আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
এবং যে ফলগুলোর ছবি আপনি ক্যাপচার করেছেন আপনার ক্যামেরায়। সেগুলো অসাধারণ ছিল এক কথায় বলা যায়।
অনেক ধন্যবাদ ভাই @mamun123456, আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য। সবগুলো Redmi Note 7 Pro মোবাইল ক্যামেরা দ্বারা ক্যাপচার করা হয়েছে। জেনে ভালো লাগলো, যে আপনার কাছে আমার এই পোস্ট ভালো লেগেছে। বর্তমান মৌসুমের সব ফলের সমারোহ ছিলো এখানে।