সাবধানতা অবলম্বন করি, পরিবারকে সুরক্ষিত রাখি
আসসালামু-আলাইকুম সবাইকে, আমি @sumon247
আছি 🇧🇩 #Bangladesh এর রাজধানী ঢাকা থেকে।
আজ সোমবার
১২ই আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ
২৬ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ
এখন বর্ষাকাল
আমার ব্লগিং-এ সবাইকে স্বাগতম! শুরু করা যাক..
বাবা হওয়ার পর থেকে সন্তানের ব্যথা যেনো উপলব্ধি করতে শিখে গেছি আমি। যাইহোক, গত কয়েকদিন ধরে নিয়মিত পোস্ট চালিয়ে যেতে পারছি না কারণ জীবনের খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। একের পর এক সমস্যা যেনো পিছু ছাড়ছে না আমার। কোনোভাবে সামনের দিকে ঠিকভাবে আগাতে পারছি না।
গত ২২শে জুন আমার মেয়ে মুনতাহা অগ্নি দগ্ধ হয়েছে এবং তাঁর শরীরের বেশকিছু অংশ পুরে গেছে। চোখের সামনে নিজের মেয়ের ব্যথা-যন্ত্রণা সহ্য করায় আমার পক্ষে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। পিতামাতার কাছে তাদের সন্তান পরশপাথরের চেয়ে কোনো অংশে কম নয়। মুনতাহার কান্না বাবা হিসেবে আমাকে একদমই দূর্বল করে তুলেছে। শত চেষ্টা করেও কিছু যেনো ভালো লাগছে না আমার এবং আমার প্রিয়তমা স্ত্রীর।
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ফুটন্ত গরম চায়ের মাধ্যমে আমার মেয়েটা ক্ষতিগ্রস্ত এবং এখন সে বাজে সময় পার করছে।
প্রাথমিকভাবে তাকে কাছাকাছি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে এবং অবস্থার উন্নতি না হওয়াতে পরবর্তিতে তাকে শেখ হাসিনা ন্যাশনাল অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেয়া হয়েছিল। বেশকিছু মেডিসিন লিখেছেন ডাক্তার তবে এখন অবধি অবস্থার উন্নতি হয়নি। হাসপাতাল গেলে বোঝা যায় মানুষের আর্তনাদ। যাইহোক, সৃষ্টিকর্তার কাছে দ্রুত আমার মেয়ে মুনতাহার শেফা কামনা করছি।
পরিশেষে সকলের উদ্দেশ্যে বলতে চাই, সন্তানের ব্যথা শুধুমাত্র পিতামাতা ভালো বোঝেন। সবাইকে আমি অনুরোধ করবো, আপনার সন্তানকে ক্ষনিকের জন্যেও চোঁখের আঁড়াল হতে দিবেন না। চোখের সামনে সন্তানের ব্যথা সহ্য করার শক্তি আমাদের অনেকেরই নেই। ছোট্ট একটু অসাবধানতার কারণে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
প্রিয় ভাই, অনেক অনেক দুঃখ প্রকাশ করতেছি আপনার ও আপনার মেয়ের এই পরিস্থিতির জন্য। আসলে একটি দূর্ঘটনা আমাদের সকলের জন্য বেদনার কারণ হয়ে দাঁড়ায়। যাইহোক আপনার মেয়ের জন্য প্রাণ খুলে দোয়া করি যাতে তারাতারি সে সুস্থ হয় এবং আপনার জন্যও দোয়া করি যাতে আল্লাহ আপনাকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।
আল্লাহ আপনার মঙ্গল করুক! দূর্ঘটনা এড়াতে আমাদের আরোও বেশি নজর রাখতে হবে। সকলের পরিবার ভালো থাকুক সেই প্রত্যাশা করি।
সন্তান একটু অসুস্থ হলে,, যেমন বাবা-মা অনেক বেশি কষ্ট পায়! ঠিক তেমনি সন্তানের কষ্ট বাবা মা ছাড়া,,,, অন্য কেউ উপলব্ধি করতে পারে না।
আপনার মেয়ে ফুটন্ত চায়ের মধ্যে পড়েছে! যার কারণে তার শরীরের বেশ খানিকটা অংশ পুড়ে গেছে! আসলে দেখে বেশ খারাপ লাগলো।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি! সৃষ্টিকর্তা যেন আপনার মেয়েকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়! কারণ এই ছোট্ট বয়সে তারা এত যন্ত্রণা সহ্য করতে পারে না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, এত অসুবিধার মধ্যেও থেকে একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ বোন! পরিবার নিয়ে সর্বদা হাসিখুশি থাকুন দোয়া রইলো!
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.