জীবনের প্রতিযোগিতামূলক পরীক্ষা

in Incredible India11 months ago
আসসালামু-আলাইকুম সবাইকে, আমি @sumon247
আছি 🇧🇩 #Bangladesh এর রাজধানী ঢাকা থেকে।

আজ - ১৯ই আষাঢ় | ১৪৩০ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল

আমার ব্লগিংয়ের সবাইকে স্বাগতম! আজকের পোস্ট একটু ব্যতিক্রম ভাবে সাজিয়েছি। জীবনে টিকে থাকতে চারপাশ, নিজের সহ নানান ধরনের অভিজ্ঞতা আমরা অর্জন করে থাকি। কিছু মুহূর্ত হয় ভালো এবং কিছু মুহূর্ত বেদনাদায়ক। যাইহোক, শুরু করা যাক


একটি স্বপ্ন! একটি বিশ্বাস! আশা! ভরসা! ক্যারিয়ার! অনেককিছু....


আমি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথাই বলছি।

প্রথমেই বলে রাখি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল দিয়ে কখনোই একজন শিক্ষার্থীর মেধার মূল্যায়ন কখনোই সম্ভব না। তবে হ্যাঁ, এটা সত্যি যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল ক্যারিয়ার গড়ে দেয়।

pexels-andrew-shelley-8454446.jpg

Image Source

যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেয় তারা অবশ্যই আকাশছোঁয়া স্বপ্ন থাকে, কঠোর পরিশ্রম করে, রাতদিন এক করে ফেলে, কত রাত যে না ঘুমিয়ে পড়ার টেবিলে পরে ছিলো এটা শুধু সেই ব্যক্তিই জানে, স্বপ্ন পূরণের জন্য নামাজের পর মোনাজাতে কতদিন চোখের জল ফেলেছে এটা শুধু সেই ব্যক্তিই জানে।

এত কষ্টের পর নানান টেনশন নিয়ে একজন শিক্ষার্থী প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা দেয়, পরীক্ষার ফলাফল দেওয়ার আগ পর্যন্ত টেনশনে নাওয়াখাওয়া ভুলে যায় সেই শিক্ষার্থী, তার উপর পরিবারের একটা চাপ তো আছেই।

pexels-rdne-stock-project-6669884.jpg

Image Source

অতঃপর ফলাফল দেয়...অল্পকিছু শিক্ষার্থী পরীক্ষায় টিকে যায়, বেশিরভাগই টিকতে পারে না, শুরু হয় তাদের উপর মানসিক অত্যাচার মাঝে মাঝে শারীরিক অত্যাচারের ঘটনাও শোনা যায়। অনেকেই এসব অত্যাচার সহ্য করে সামনে এগিয়ে যায়, একসময় সফল হয় আবার অনেকেই নির্যাতন সহ্য করতে না পেরে আত্ম হুতি দেয়।

একজন শিক্ষার্থী যখন পরীক্ষা দেয় তখন স্বপ্ন কিন্তু সেই শিক্ষার্থীই দেখে, স্বপ্ন কিন্তু সেই শিক্ষার্থীই বুনে, আপনি বা আমি না। যখন সেই স্বপ্ন ভেঙে যায় তখন আপনার আমার চেয়ে সেই স্বপ্ন দেখা শিক্ষার্থীই বেশি কষ্ট পায়, কারণ স্বপ্ন ভেঙে যাওয়ার কি কষ্ট এটা শুধু স্বপ্ন দেখা মানুষটাই জানে।

pexels-andrea-piacquadio-3756168.jpg

Image Source

যখন কোনো শিক্ষার্থী পরীক্ষায় খারাপ করে তখন আমরা নানা প্রশ্নবাণে তাকে জর্জরিত করি কিন্তু কেনো? যে স্বপ্ন দেখে তার থেকে কি আপনি বেশি কষ্ট পান না? কখনোই না। তাহলে কেনো পরীক্ষা খারাপ হলো,পড়াশোনা করোনি, বাজে কাজে সময় নষ্ট করেছো, ঐ ছেলে পেরেছে, ঐ পেরেছে তুমি কেনো পারোনি? পরীক্ষায় খারাপ করার পর এসব প্রশ্ন করা থেকে বিরত থাকুন! স্বপ্ন ভাঙার কষ্ট যে দেখে শুধুমাত্র সেই বুঝে। যখন একজন শিক্ষার্থী পরীক্ষায় খারাপ করে অথচ তারই কোনো এক বন্ধু ভালো করে বড় বড় চাকরি করে তখন সেই শিক্ষার্থীর মানসিক অবস্থা কেমন সেটার বোঝার ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমরা ঠিকই আজেবাজে সমালোচনা করতে পারি।

বাবা-মা প্রতিটা সন্তানের আশ্রয়স্থল, ভরসার জায়গা। অথচ, একটা পরীক্ষায় খারাপের জন্য যখন তারাও আজেবাজে কথা বলে তখন সত্যি মনে হয় জীবনটা দূর্বিষহ হয়ে উঠছে, অনেক সময় বেঁচে থাকার ইচ্ছেটাই শেষ হয়ে যায়।

pexels-andrea-piacquadio-3771129.jpg

Image Source

হ্যাঁ, বাবা-মা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আমাদের পড়াশোনার জন্য খরচ করে, একজন শিক্ষার্থীর পাশাপাশি তার বাবা-মা স্বপ্ন দেখে তাদের সন্তান একটা ভালো বিশ্বিবদ্যালয় চান্স পাবে কিংবা বড় একটা সরকারি চাকরি পাবে, যখন পরীক্ষা খারাপ হয় তখন সেই শিক্ষার্থীর সাথে তার বাবা-মায়ের স্বপ্নও শেষ হয়ে যায়। এখানে কষ্ট পাওয়াটা স্বাভাবিক কিন্তু তাই বলে যে সেই শিক্ষার্থীর এখানে দোষ তা কিন্তু না, একজন শিক্ষার্থী একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, অনেকের ভালো হয় অনেকের হয় না, ভাগ্য এখানে বড় একটা বিষয়।

যখন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা একজন শিক্ষার্থী খারাপ করে বা কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না তখন এমনিতেই ঐ শিক্ষার্থী মানসিকতা ভাবে বিপর্যস্ত্র থাকে কিন্তু আমরা কি করি তখন তার পাশে না থেকে, তাকে সাপোর্ট না করে উল্টো মানসিক ভাবে নির্যাতন করি যা সম্পূর্ণ অনুচিত।

সুতরাং, আমাদের উচিত সে সময় তাদের পাশে থাকার কারণ আপনার এ পাশে থাকাই হয়তো তাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে আবার সফল হওয়ার জন্য, আপনার পাশে থাকার কারণেই হয়তো সে আবার নতুন করে স্বপ্ন দেখবে, নতুন করে শুরু করবে, হয়তো সে আবারও সফল হবেই!

আমার পারিপার্শ্বিক অবস্থা তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই পোস্টে। হয়তো, আপনার সাথে ক্ষানিকটা মিলবে।


আমার সম্পর্কে

@sumon247

Logopit_1688060119098.jpg

আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RdLKNMRhTybWCoSPaykw29qAVpb5aZjVxTzqcZ7XGaw2rivnVyoNDNJRJDTwxqyubdG3VcmamhMKz2Mhjfw4XY.png

Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 65513.09
ETH 3404.10
USDT 1.00
SBD 3.16