You are viewing a single comment's thread from:

RE: Better Life with Steem|| The Diary Game||06 September 2024

in Incredible India21 days ago

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি দিনলিপি আমাদের সাথে শেয়ার করেছেন বলে। ভাই প্রচন্ড রোদ আমাদের এদিকেও যেটা সহ্য করার মতো নয়। বৃষ্টির দিন তো ভালই যায় এই গরমে কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না ভাই। শুক্রবার মানে গরিবের হজের দিন । আপনাকে পাঞ্জাবি ও টুপি পরা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। শুক্রবার সবার সাথে সালাত আদায় করার আনন্দ টা আর বলে বোঝানো দরকার হবে না। ধন্যবাদ এত সুন্দর একটি দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 20 days ago 

অতিরিক্ত গরম মানুষকে অতিষ্ট করে দেয় তারপরও আমাদের সবকিছু মেনেই চলতে হয় কারণ সবকিছু সৃষ্টিকর্তার মাধ্যমেই ঘটে থাকে।। একদম ভাই শুক্রবার মানেই হজের দিন শুনে ভালো লাগলো পাঞ্জাবিটা আমাকে ভালো লাগছে।।

 20 days ago 

সৃষ্টিকর্তার সবকিছুই আমাদের ভালো ও উপকারের জন্য তৈরি। বৃষ্টিও যেমন প্রয়োজন তেমন রুদ্র প্রয়োজন। সবকিছু মিলেই আমাদের জীবন যাপন করতে হয়। জি ভাই সত্যিই পাঞ্জাবি ও টুপিতে আপনাকে দেখতে ভালই লাগে। মনে হয় বিয়ের জন্য পাত্র প্রস্তুত কিন্তু বিয়ের পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না।

 20 days ago 

একদম সঠিক বলেছেন ভাই সব সময় যে বৃষ্টি হবে আর সব সময় রোদ উঠবে এরকমটা না।। সবকিছুর প্রয়োজন আছে আর রোদ উঠলে বৃষ্টির অভাব বুঝতে পারি আর বৃষ্টি হলে রোদের অভাব বুঝতে পারে।।

 20 days ago 

জি ভাই এটা একদম ঠিক বলেছেন। যখন যেটা না থাকে তখন সেটার অভাব বোঝা যায়। ওই যে বাংলায় প্রচলিত একটা কথা আছে না। যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনা। এমনটাই হয়েছে আমাদের বাঙ্গালীদের সাথে। যখন বৃষ্টি হয় তখন বলি এত বৃষ্টি দরকার নেই আর যখন রোদ্র হয় তখন বলি এত রোদ্র ও দরকার নেই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65809.66
ETH 2680.91
USDT 1.00
SBD 2.95