Better Life with Steem|| The Diary Game||06 September 2024

in Incredible India21 days ago
Picsart_24-09-07_19-18-41-269.jpg

সকালে উঠেই যখন রোদের মুখ দেখি তখনই মনটা একটু খারাপ হয়। কয়েকদিন হয় এত বেশি রোদ পড়েছে যেটা সহ্য করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। রোদের সাথে সাথে অতিরিক্ত গরম, যার ফলে মানুষের অসুস্থতা বেড়েই চলেছে। কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে একটু আবহাওয়া ঠান্ডা থাকলেও এখন তার বিপরীত হয়ে গেছে।

IMG_20240906_185852.jpg
IMG_20240906_185915.jpg

গতকাল ছিল শুক্রবার যেটা মুসলমানদের জন্য অনেক আনন্দের একটি দিন কারণ আমাদের ধর্মে রয়েছে শুক্রবার হচ্ছে গরিবের হজের দিন। তাই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে বসে ছিলাম। এমন সময় আমার চাচাতো ভাই ডাকতে আছে মূলত বাড়ির কাছেই তারা জমিতে পানি দিবে তাই আমাকে বলছিল যেতে। তাই আমি তার কথামতো সেখানে যাই এবং তাদেরকে সাহায্য করি পানি উঠানোর। আর পানি উঠানোর পর আমি সেখানে বসে থেকে তাদের সাথে গল্প করতে থাকি।

IMG_20240906_185949.jpg

শুক্রবার সাধারণত আযান একটু আগেই হয়, তাই সেখানে বেশি দেরি না করে বাসায় চলে আসি আর বাসায় এসে কিছু কাজ করি। তার একটু পরেই আযানের ধ্বনি শুনতে পাই তাই দেরি না করে গোসল করে রেডি হয়ে নেই মসজিদ যাওয়ার জন্য। আর যথা সময়ে চলে যায় মসজিদে, প্রতিটি মানুষ আগে থেকেই প্রস্তুত থাকে শুক্রবারের নামাজটা সকলে একত্রিত হয়ে আদায় করবে। যাই হোক মসজিদে যাওয়ার পর চার রাকাত নামাজ পড়ে আমাদের ইমাম সাহেবের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনি। আর আলোচনা শুনার পর নামাজ আদায় করে বাসায় চলে আসি।

IMG_20240906_190033.jpg

বাসায় আস্তে আস্তে প্রায় দুটা বেজে যায় এদিকে ক্ষুধা লেগে গেছে। তাই দেরী না করে বাসায় এসে সর্বপ্রথম দুপুরের খাবার খেয়ে নেই। আর খাবার পাওয়ার পর বাইরে যেয়ে কিছু সময় বসে থাকি। চেয়েছিলাম রুমে যাব কিন্তু অতিরিক্ত গরম থাকায় রুমে আর যাই না। তার কিছু সময় পরে রুমে এসে শুয়ে থেকে অনলাইনে কিছু কাজ করি।

সারাদিন যাই কিছু করি না কেন অনলাইনে কাজটা সঠিক সময় করার চেষ্টা করি। আর কিছু সময় অনলাইনে কাজ করার পর একটু ঘুমিয়ে যাই। আর ঘুম থেকে পাঁচটার দিকে উঠে বাসায় কিছু কাজ করি। তারপরে বাইরে বের হয় হাঁটাহাঁটি করার জন্য। বেশ কিছু সময় হাঁটাহাঁটি করার পর একটু বাজারের দিকে রওনা হই।

IMG_20240906_190112.jpg

বাসা থেকে দুই মিনিট হাঁটলেই বাজার, আর হ্যাঁ এই বাজারটা খুব বেশি বড় না তারপরও মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। আমি বাজারে যাওয়ার পর একটা আঙ্কেলের সাথে দেখা হয় পরে তার সাথে কিছুক্ষণ গল্প করি। পরে সে আমাকে সিঙ্গারা খাওয়ায় আর সিঙ্গারা খাওয়ার পর আমি বাসায় চলে আসি ইতিমধ্যে সন্ধ্যা পার হয়ে যায়। আর বাসায় আসার পর শুয়ে থেকে প্রতিদিনের মতই ফোন ব্যবহার করতে থাকি।।

আর এই ভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।

Sort:  

এই গরমে বাইরে থেকে যখন ঘরে আসা হয় তখন বউ একটা গামছা নিয়ে আসে তখন সেই গামছা দিয়ে শরীর মুছে একটু আরাম পাওয়া যায়। আর যদি ঐ সময় বিদ্যুৎ না থাকে তাহলে বউ তালপাতার পাখা দিয়ে বাতাস করলে মনের ভিতর একটা প্রশান্তি আসে। আসলে এই গরমে যার বউ নাই সে বোঝে গরমের কি জ্বালা।

 20 days ago 

আপনি তো বিয়ে করার পিনিক তুলে দিলেন ভাই 🤣🤣 এই আর সহ্য হচ্ছে না বিয়ে মনে হয় তাহলে করতেই হবে তালপাতার বাতাস খাওয়ার জন্য বা গামছা ভিজে শরীর মছে নেওয়ার জন্য।

 21 days ago 

যখন প্রচন্ড গরম পড়ে তখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, গরম সহ্য করতে খুব কষ্ট হয়, শুক্রবারে অন্যান্য কাজের মধ্যে প্রধান একটা কাজ হল জুমার নামাজের জন্য মসজিদে যাওয়া, আপনার সারাদিনে কাজে কোন দিকে খুব ভালো লাগলো ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 21 days ago 

একদম ভাই অতিরিক্ত গরমে আমরা সবাই অতিষ্ঠ হয়ে যায় তারপরও কিছু করার নেই সৃষ্টিকর্তার মাধ্যমেই সবকিছু ঘটছে।। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

 21 days ago 

সত্যি, এখন যা গরম পড়ছে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। প্রত্যেক শুক্রবারে মসজিদে গিয়ে নামাজ পড়তে হয় এটা আমিও জানি। খুব সুন্দর ধানের ক্ষেত আর ধানের জমিতে জল দিচ্ছে। এরকম দৃশ্য দেখতে আমার তো খুব ভালো লাগে। আপনার সারাদিনের কাজকর্ম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 21 days ago 

আমার মনে হচ্ছে বর্তমান সময় প্রতিটি জায়গায় এরকম গরম পড়েছে যার ফলে মানুষের একটু ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।। শুনে ভালো লাগলো জমিতে এভাবে পানি দেওয়ার দৃশ্য দেখতে আপনার ভালো লাগে।। ধন্যবাদ ব্যক্তিগত মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

Loading...

টানা কিছুদিন বৃষ্টি হওয়ার পরে যখন রৌদ্র ওঠে তখন তাপমাত্র একটু বেশি মনে হয়। তাছাড়া ভাদ্র মাসে একটু বেশি তাপমাত্র থাকে।

 20 days ago 

এটা একদম সঠিক বলেছেন বৃষ্টি হওয়ার পরে রোদের তাপমাত্রা একটু বেশি থাকে তাছাড়া ভাদ্র মাসে প্রতিবারই গরম একটু বেশি পরে।

 21 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি দিনলিপি আমাদের সাথে শেয়ার করেছেন বলে। ভাই প্রচন্ড রোদ আমাদের এদিকেও যেটা সহ্য করার মতো নয়। বৃষ্টির দিন তো ভালই যায় এই গরমে কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না ভাই। শুক্রবার মানে গরিবের হজের দিন । আপনাকে পাঞ্জাবি ও টুপি পরা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। শুক্রবার সবার সাথে সালাত আদায় করার আনন্দ টা আর বলে বোঝানো দরকার হবে না। ধন্যবাদ এত সুন্দর একটি দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 20 days ago 

অতিরিক্ত গরম মানুষকে অতিষ্ট করে দেয় তারপরও আমাদের সবকিছু মেনেই চলতে হয় কারণ সবকিছু সৃষ্টিকর্তার মাধ্যমেই ঘটে থাকে।। একদম ভাই শুক্রবার মানেই হজের দিন শুনে ভালো লাগলো পাঞ্জাবিটা আমাকে ভালো লাগছে।।

 20 days ago 

সৃষ্টিকর্তার সবকিছুই আমাদের ভালো ও উপকারের জন্য তৈরি। বৃষ্টিও যেমন প্রয়োজন তেমন রুদ্র প্রয়োজন। সবকিছু মিলেই আমাদের জীবন যাপন করতে হয়। জি ভাই সত্যিই পাঞ্জাবি ও টুপিতে আপনাকে দেখতে ভালই লাগে। মনে হয় বিয়ের জন্য পাত্র প্রস্তুত কিন্তু বিয়ের পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না।

 20 days ago 

একদম সঠিক বলেছেন ভাই সব সময় যে বৃষ্টি হবে আর সব সময় রোদ উঠবে এরকমটা না।। সবকিছুর প্রয়োজন আছে আর রোদ উঠলে বৃষ্টির অভাব বুঝতে পারি আর বৃষ্টি হলে রোদের অভাব বুঝতে পারে।।

 20 days ago 

জি ভাই এটা একদম ঠিক বলেছেন। যখন যেটা না থাকে তখন সেটার অভাব বোঝা যায়। ওই যে বাংলায় প্রচলিত একটা কথা আছে না। যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনা। এমনটাই হয়েছে আমাদের বাঙ্গালীদের সাথে। যখন বৃষ্টি হয় তখন বলি এত বৃষ্টি দরকার নেই আর যখন রোদ্র হয় তখন বলি এত রোদ্র ও দরকার নেই।

 15 days ago 

রোদের তীব্রতা এবং অতিরিক্ত গরমের প্রভাব বেশ ভালভাবেই অনুভব করে পারছি। চাচাতো ভাইয়ের সাহায্য করা, নামাজে যোগদান করা, এবং সপরিবারে সময় কাটানো—এই সবই আপনার দৈনন্দিন জীবনের সুন্দর অংশ। শুক্রবারের জুম্মার নামাজ এবং ধর্মীয় আলোচনা, সেই সাথে সাধারণ কাজকর্ম, জীবনকে আরও সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ করে তোলে। আপনার দিনটি সুন্দর এবং সঠিকভাবে কাটানোর জন্য অনেক শুভকামনা!

 14 days ago 

সবাই মিলে একত্রিত হয়ে নামাজ পড়ার মধ্যে আলাদা একটা আনন্দ থাকে।। আর পারিবারিক বন্ধ সবসময় আনন্দর হয়ে থাকে।। ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89