You are viewing a single comment's thread from:
RE: Better life with steem || The Diary Game || 3rd June, 2024 ||
আপনার মত আমারও এখনো ঠিক ছোটবেলার কথা মনে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আরবি বই হাতে নিয়ে মসজিদে যেতাম হুজুরের কাছে পড়ার জন্য। তবে এখন আর মসজিদে আরবী পড়ার তেমন একটা প্রচলন নেই। তবে এখনো কিছু কিছু মসজিদে এই আরবি পড়ার প্রচলনটা আছে।
ঠিকই বলেছেন, সপ্তাহের শেষ দিন এবং মাসের শেষ দিনে কাজের চাপ একটু বেশিই থাকে।
বাহ! আপনার বাসার পাশেই দেখি অনেক বড় একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। অফিস থেকে বাসায় এসে আপনার মেয়েকে নিয়ে সেখানে খেলা দেখতে গিয়েছেন।
সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
ছোটবেলায় এই মসজিদ গুলো আমাদের যা আরবি শিখিয়েছে, সেই জ্ঞান নিয়েই এখনো চলছি, কিন্তু এখনয়াকার বাচ্চারা বেশির ভাগ আরবিত জানে না। তারা নাচ, গান ও অন্যান্য বিষয়ের চরচা নিয়ে ব্যস্ত। আসলে এটাই আমাদের এখন বড় আফসোস যে এই মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আর আগের মত সচল নেই।