You are viewing a single comment's thread from:

RE: রাতারগুল জলার বন ,যেন বাংলাদেশের ভেতর এক টুকরো আ্যমাজন ফরেস্ট ।

in Incredible India29 days ago

সিলেটে একটি মিঠা পানির বন রয়েছে। নাম শুনেছি অনেক আগেই কিন্তু যাওয়ার সৌভাগ্য হয়নি। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম এই বনে বর্ষার সময় ঘুরতে গেলে নৌকায় ঘুরতে হবে।
আবার শীতের সময় গেলে পায়ে হেঁটে ঘুরতে হবে। মানে দুই সময়ে গেলে দুই রকম প্রকৃতি দেখতে পারবো।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল।
বাংলাদেশের এই ছোট্ট অ্যামাজন বনের রহস্যজনক কথা নিয়ে পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 29 days ago 

আসলে আমাদের অনেক জায়গার নাম জানা থাকলেও খুব একটা যাওয়া হয় না বিভিন্ন রকমের সমস্যার কারনে। আর এই কারনের মাঝে সবচেয়ে বড় কারন হলো ইচ্ছে। তারপরে বাকী আর সব কারন।
এই বনে বর্ষায় গেলে নৌক ছাড়া অন্য কোন উপায় নেই বেড়ানোর।আর শীতে বনের ভেতর দিয়ে সরু সরু পায়ে চলা রাস্তা দিয়ে হাটা যায়।
আমরাতো রাত হয়ে যাচ্ছিল বলে দ্রুত বন থেকে বের হয়ে এসেছিলাম
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।
ভালো থাকবেন সব সময়।
শুভ কামলা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 63721.78
ETH 3503.08
USDT 1.00
SBD 2.54