পরিশ্রম

in Incredible India3 months ago

আসসালামু আলাইকুম

আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। নতুন একটা দিন মানেই নতুন কিছুর শুরু। প্রতিটা দিনই আমাদের সবাইকে নতুন কিছুর সম্মুখীন হতে হয়। আর সেখান থেকেই আমরা নতুন কিছু শিখতে পারি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব "পরিশ্রম" কথাটি নিয়ে। তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক :

the-hill-tea-2036567_1280.jpg
Source

পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি। এই পরিশ্রমই জীবনে একজন মানুষকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। তবে এই পরিশ্রম অবশ্যই সৎ পথে হতে হবে। তাই এতোটুকু বলতে পারি, যে মানুষরা এখন পর্যন্ত নিজের জীবনে সফলতা এনেছে, তাদের প্রত্যেকের জীবনের পিছনে রয়েছে পরিশ্রম।

যে ব্যক্তি জীবনে যত বেশি পরিশ্রম করবে, সে তত বেশি সফলতা লাভ করবে। সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে ইবাদত পালন করার জন্য এবং পরিশ্রম করে নিজের সফলতা অর্জন করার জন্য। যে ব্যক্তি সৎ পথে উপার্জন করে সৃষ্টিকর্তাও তাকে পছন্দ করেন। সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে হাত-পা সব কিছুই দিয়েছেন। সেগুলোকে কাজে লাগিয়ে আমরা পরিশ্রম করব।

labor-2178481_1280.jpg
Source

এই পৃথিবীতে এবং সমাজে অনেক মানুষ আছে যারা সৃষ্টিকর্তার নাম ভাঙিয়ে খেতে চায়। তারা বসে থেকেই বলে, সৃষ্টিকর্তা চাইলে আমাদেরও একদিন সবকিছু হবে। কিন্তু তাদের এসব ধারণা পুরোটাই ভুল। সৃষ্টিকর্তা আমাদের বিভিন্ন ভাবে পথ দেখাতে পারে। কিন্তু সেই পথে পরিশ্রম করে উপার্জন করার দায়িত্বটা আমাদের।

কিন্তু অনেক মানুষ আছে ঘরে বসে থেকে অলসতায় জীবন যাপন করে। যে ব্যক্তির মাঝে একবার অলসতা ঢুকে যাবে সে যেকোনো কাজকে ভয় পাবে। আবার আমাদের মাঝে অনেক মানুষকে দেখা যায়, শুধু ঘরে বসে বসে স্বপ্ন দেখে। কিন্তু তারা বুঝে না, জীবনে স্বপ্ন পূরণ করতে গেলে শ্রম, সাধনা ব্যতীত অন্য কোন বিকল্প পথ নেই।

road-construction-4914987_1280.jpg
Source

বর্তমানে অনেক মানুষ আছে অসৎ পথে উপার্জন করে। কিন্তু তারা অসৎ পথে উপার্জন করলে হয়তো, এই পৃথিবীতে অনেক সুখে শান্তিতে দিন পার করবে। কিন্তু মৃত্যুর পর তাদের সবাইকে এসবের হিসাব দিতে হবে। এভাবে অসৎ পথে উপার্জন করার থেকে, সৎ পথে পরিশ্রম করে দুই টাকা উপার্জন করে খাওয়ার মাঝে শান্তি আছে।

সবথেকে বড় কথা হলো, পরিশ্রম সবাই করতে পারে না। যদি সবাই সৎ পথে পরিশ্রম করতে পারতো তাহলে এই পৃথিবীতে কোন মানুষই বেকার থাকত না। আমি নিজেকে দিয়েও বলতে পারি, আমি যে প্রফেশনে কাজ করে যাচ্ছি। সেখানে সৎ পথে উপার্জনের থেকে অনেকে অসৎ পথে বেশি উপার্জন করে।

child-labor-934893_1280.jpg
Source

আমার বয়স এখনো অনেক কম, জানিনা সামনের দিনগুলোতে আমার কি হবে। কিন্তু ইনশাআল্লাহ আমি কখনো এই অসৎ পথে উপার্জন করার চেষ্টা করি না। ইনশাআল্লাহ আগামীতেও করবো না। নিজে সৎ পথে পরিশ্রম করে যেটুকু পাবো, সেটুকু দিয়েই নিজের পরিবারকে খুশি রাখার চেষ্টা করব।

যে ব্যক্তি সৎ পথে দুই টাকা উপার্জন করে, সেই টাকার মধ্যে আমাদের সৃষ্টিকর্তাও রহমত দান করেন। এজন্য আমি বলব, ঘরে বসে না থেকে সবাই সৎ পথে পরিশ্রম করার চেষ্টা করব।

ইনশাআল্লাহ সৎ পথে পরিশ্রম করলে আমাদের একদিন না একদিন সফলতা আসবেই। আমাদের প্রত্যেকেরই একটা কথা ভুলে গেলে চলবে না, পরিশ্রমই হলো সফলতার চাবিকাঠি।

ধন্যবাদ

Sort:  
Loading...
 3 months ago 

পরিশ্রম সফলতার চাবিকাঠি এই কথাটি আমরা কথায় কথায় উচ্চারণ করলেও নিজেরা ফাঁকিবাজী করে কিভাবে শর্টকাটে অসৎ পথে উপার্জন করা যায় সেই চেষ্টা করি।

ঠিকই বলেছেন আপনি, একদল আছে আল্লাহ আমাদেরকে দিবে বলে ঘরে বসে থাকে, আরেকদল অসৎ পথে উপার্জনের ধান্দা করে।
কিন্তু ইনকাম কিছুটা কম হলেও সৎ পথে চললে নিজের মনের কাছে পরিস্কার থাকা যায়।
আমার ভাইকে বলতে শুনেছি যে, আমার কেউ আড়ালে চোর বলে না, আমি রাতে শান্তিতে ঘুমাই আর কি চাই।
চমৎকার একটা বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 months ago 

আমাদের প্রত্যেকেরই কখনো একটা কথা ভুলে গেলে চলবে না। পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি। আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে কারো ঘরে বসে থেকেই স্বপ্ন দেখে। কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। জীবনে সফলতার লক্ষ্যে পৌঁছাতে গেলে পরিশ্রম ছাড়া আর অন্য কোন বিকল্প পথ নেই।

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

পরিশ্রম করলে সফলতা অবশ্যই একদিন পাওয়া যায়, সৎ পথে পরিশ্রম করে যেতে হবে, রাতারাতি কখনো কেউ সফলতা অর্জন করতে পারে না, আজকে যে মানুষগুলো আমাদের মাঝে সফলতা পেয়েছে তারা অবশ্যই পরিশ্রম করে সফলতা পেয়েছে। আমরা যদি সৎ পথে পরিশ্রম করে যায় অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারব। খুবই সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 months ago 

জীবনে নিজের পায়ে দাঁড়াতে এবং সফলতা অর্জন করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। তবে হ্যাঁ সেটা অবশ্যই সৎ পথে। আপনি ঠিকই বলেছেন এই সমাজে অনেকেই আছে যারা অসৎ পথে রাতা রাতি অনেক টাকা উপার্জন করে। আমাদের এই ছোট্ট জীবনে পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি। এই কথাটি আমাদেরকে ভুলে গেলে চলবে না।

আপনার মন্তব্য পরে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

 3 months ago 

পরিশ্রম ব্যতিত কেউ জীবনে সফল হতে পারে না। যেকোনে কাজে সফল হতে গেলে পরিশ্রম করতেই হবে। আপনি ঠিকই বলেছেন পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি।

অসৎ পথ অবলম্বন করে টাকা রোজগারের মধ্যে কোনো সুখ নেই তবে কষ্ট ও পরিশ্রম কর ইনকাম করলে সেটা মানসিক সুখ পাওয়া যায়। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।

 3 months ago 

আমরা প্রত্যেকে জানি পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি। কিন্তু অনেকেই এটা মানি আবার কেউ মানি না। যদি এই কথাটি সবাই মানতো তাহলেই পৃথিবীতে বেকার বলতে কোন মানুষ থাকত না।
তবে জীবনে সফলতা অর্জন করতে গেলে অবশ্যই সৎ পথে উপার্জন করতে হবে। অনেকেই আছে খুব তাড়াতাড়ি অসৎ পথে উপার্জন করে। কিন্তু সেই উপার্জনের মধ্যে আল্লাহতালা বরকত দেন না। অসৎ পথে উপার্জন করার থেকে সৎ পথে দুই টাকা উপার্জন করার মাঝে মানসিক শান্তি আছে।

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 3 months ago 

আপনার সাথে আমি একদম সহমত, যে পরিশ্রম ছাড়া কেউ সফলতার মুখ দেখতে পারে না। যেকোনো কাজে সফল হতে গেলে পরিশ্রম করতেই হবে। যদি সকলেই পরিশ্রম করতো তাহলে বেকার বলে কেউ থাকতো না।

অসৎ পথে লাখ টাকা আয় করলেও তাতে মানসিক শান্তি পাওয়া যায় না। একটু কষ্ট হলেও সৎ পথে থেকে রোজগার করা উচিত। ধন্যবাদ আপনাকে আমার মতামতের উওর দেওয়ার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

বর্তমান সময়ে অনেক মানুষের ক্ষেত্রেই দেখেছি পরিশ্রম করতে চায় না। শুধুমাত্র সৃষ্টিকর্তার নাম ব্যবহার করে কিভাবে টাকা ও উপার্জন করা যায় সেই চিন্তা নিয়েই ব্যস্ত থাকে। তবে এটা করা আমার মনে হয় না ঠিক। বিভিন্ন ধরনের ফাউন্ডেশন বলেন ব্যাংক বলেন। তাদের মধ্যে দেখা যায় এই বিষয়গুলো। বর্তমান সময়ে অনলাইন জগতে এসেও দেখেছি অনেকের ক্ষেত্রেই সৃষ্টিকর্তার নাম ভাঙ্গিয়ে কিভাবে টাকা উপার্জন করা যায়। সেই বিষয়টার উপর খুব জোর দেয়া হচ্ছে।

পরিশ্রম এমন একটা জিনিস যেটা আপনাকে হয়তো বা একটু একটু করে অর্জন করতে হবে। আপনার সফলতা কিন্তু পরিশ্রম করা কখনো বন্ধ করা যাবে না। পরিশ্রম করতে করতে আপনি যখন একটা সময়ে আপনার লক্ষ্যে গিয়ে পৌঁছাবেন। তখন হয়তোবা আপনার যে আনন্দ হবে। সেটা অন্য কেউ ভালোভাবে উপভোগ করতে পারবেনা। কিন্তু আপনি তার স্বাদ ভালোভাবে গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ পরিশ্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

আমরা ছোট থেকে বড় প্রত্যেককে জানি পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি। আমাদের জীবনের সবথেকে বড় শত্রু হলো অলসতা। যে মানুষ অলসতা কাটিয়ে পরিশ্রম করতে পারবে সে সফলতার মুখ দেখতে পারবে।
আমার কাছে মনে হয়, যারা ঘরে বসে বসে শুধু স্বপ্ন দেখে তারা জীবনে কখনো উন্নতি করতে পারবে না। জীবনে উন্নতি করতে গেলে পরিশ্রম করতেই হবে।

আমার পোস্ট পরিদর্শন করে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

অনেকেই বলেন পরিশ্রম ছাড়াও নাকি অনেকেই অনেক দূর এগিয়ে যেতে পারে। একটা কথা কি জানেন তো আপনার জীবনে যেমন ২৪ টা ঘন্টা। আমার জীবনেও ২৪ টা ঘন্টা। তাহলে আপনি যদি আপনার সময়টাকে কাজে লাগাতে পারেন। আমি কেন নয়। আমি কেন দিন শেষে আপনার সফলতা দেখলে নিজের ভেতরে জলে পুড়ে ছারখার হবে। এই ধারণা গুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে কারো ক্ষতি না করে, উপরে ওঠার চেষ্টা করবেন পরিশ্রম দিয়ে, উপরে ওঠাটা অনেকটা ভালো ।দিন শেষে আপনি প্রশান্তি অনুভব করতে পারবেন।

 2 months ago 

আসলেই ঠিক বলেছেন।এমন অনেক মানুষ আছে যারা সৃষ্টিকর্তার নাম ভাঙিয়ে খেতে চায়।বলে যে আল্লাহ ভাগ্যে যাই রাখতে তাই হবে।আসলে এটা অলসতা ছাড়া কিছুই নয়।সফল হতে চাইলে অবশ্যই পরিশ্রমী হতে হবে।পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি। ধন্যবাদ আপনার মুল্যবান আলোচনার জন্য।

 2 months ago 

আমরা প্রত্যেকে জানি, পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি। যে ব্যক্তি সৎ পথে যত বেশি পরিশ্রম করবে সে খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারবে। হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন সমাজে এমন কিছু ব্যক্তি এসে তারা ঘরে বসে থেকেই সৃষ্টিকর্তার নাম ভাঙিয়ে খায়। অলসতা হলো প্রতিটি মানুষের জীবনের সবথেকে বড় শত্রু।

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59073.90
ETH 2519.51
USDT 1.00
SBD 2.48