You are viewing a single comment's thread from:

RE: "অর্থের কাছে মানবিকতা বিক্রিত না হোক, এইটুকুই চাওয়া"

in Incredible India3 months ago

দিন দিন মানুষের ভেতর থেকে মানবতা উঠে যাচ্ছে। সবকিছুই কমার্শিয়ালভাবে দেখছে মানুষ। হাতে গোনা কয়েকটি জায়গা বাদ দিয়ে সবাই চিন্তা করে কীভাবে টাকা কামাবে। এমনও অনেক ডাক্তার আছে শুধুমাত্র কমিশন পাওয়ার লোভে টেস্ট করতে দেয় কিন্তু রোগীর রোগের সাথে সেই টেস্টের কোন সম্পর্কই নেই। পোস্টের ঘটনাটা পড়ে বাচ্চাটার জন্য খুব খারাপই লাগলো। যতটুকু বোঝা গেল হাসপাতালের কর্মীরা চাইলে বাচ্চাটার চিকিৎসা করতেই পারতো। শুধুমাত্র টাকার জন্যই ফিরিয়ে দিলো। সাধারণ মানুষ এখন সব জায়গায় জিম্মি হয়ে গেছে। অর্থের কাছে বিবেক বিক্রি করে অসৎ মানুষগুলো হয়তো কিছু বেশী উপার্জন করতে পারবে কিন্তু এক সময় ঠিকই প্রকৃতি এর বদলা নিবে। তাই আমাদের এসব থেকে বেরিয়ে এসে মানবিক দিকগুলোও বিবেচনা করা উচিত।

Sort:  
 3 months ago 

একদমই, চাইলেই ওনরা বাচ্চাটির চিকিৎসা করাতে পারতেন। এমনকি ওনরা ট্রিটমেন্ট শুরু করার পর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারতেন। কিন্তু টাকা ইনকাম করা যাদের মুল লক্ষ্য, মানবিকতার মূল্যায়ন তারা জানে না। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ার জন্য ও এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 59051.02
ETH 2508.42
USDT 1.00
SBD 2.44