You are viewing a single comment's thread from:

RE: ফুটবলের প্রতি ভালোবাসা ও ব্রাজিলের শেষ ম্যাচ সম্পর্কে নিজস্ব মন্তব্য।

in Incredible India4 months ago

আমিও ব্যক্তিগতভাবে ব্রাজিল সাপোর্ট করি। আপনার মতন আমিও এটি আমার বাবার কাছ থেকে পেয়েছি। তিনিও ব্রাজিল সাপোর্ট করতেন। আসলে ফুটবল একটা ভালোবাসার নাম। আর এই জনপ্রিয়তা সারা বিশ্বব্যাপী। যদিও আমি লীগের খেলাগুলো সব দেখি না। কিন্তু জাতীয় দলের খেলা দেখা হয়। খেলা শেষের পর্যায়ে আপনি রাগ করে টিভি বন্ধ করে দিয়েছিলেন। আমিও মাঝে মাঝে এটা করি কিন্তু পছন্দের দলের প্রতি ভালোবাসার জন্য আবার অন করে দেখা শুরু করি। একটু কষ্ট হলেও যে ব্রাজিল জিতেছে সেটাই অনেক। ধন্যবাদ আপনাকে সুন্দর রিভিউ দেয়ার জন্য।

Sort:  
 4 months ago 

জেনে ভালো লাগলো যে আপনিও ব্রাজিলের সাপোর্ট করেন। বর্তমানে আমাদের দলের খেলার যে অবস্থা তাতে মানুষের বলতেও লজ্জা লাগে। ঠিকই বলেছেন ফুটবল ভালোবাসার একটা নাম। ছোটবেলা থেকে ফুটবলের প্রেমে পড়ছি।

বেশিভাগ মানুষই ক্লাব ফুটবলের খেলাটা ওতটা দেখে না তবে জাতীয় দলের খেলা সবাই দেখে। তবে আমি ক্লাব ফুটবলের ম্যাচও দেখি। গোল খেয়েছিলো এজন্য রাগ করে বন্দ করে দিয়েছিলাম খেলা। তবে শেষ পর্যায়ে জিতে গিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 62017.93
ETH 2409.75
USDT 1.00
SBD 2.65