দেজা ভ্যু কী এবং কেন?

in Incredible India5 months ago

pexels-castorly-stock-3693257.jpg
Source

শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব মজার একটি বিষয় নিয়ে আলোচনা করবো। সরাসরি পোস্টে চলে যাওয়া যাক।

দেজা ভ্যু কী?

আমাদের অনেকের সাথেই এই জিনিসটি প্রায়ই ঘটে যে, ধরুণ আপনি একটি ঘটনা নতুন কিংবা প্রথমবার দেখছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ঘটনাটি আগেও দেখেছেন। এরকম মনে হওয়াকে দেজা ভ্যু বলে। যাকে বাংলায় আমরা বলতে পারি ইতিপূর্বে দেখা। সহজভাবে বলতে গেলে কোন ঘটনাকে প্রথমবার দেখে পরিচিত মনে হওয়াকেই দেজা ভ্যু বলে যেখানে ঘটনাটি পরিচিত হওয়ার কোন সম্ভাবনাই নেই।

pexels-paul-basel-1816740.jpg
Source

দেজা ভ্যু হওয়ার কারণ


এমন হওয়ার অনেক ধরনের কারণ হতে পারে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কিছু কারণগুলো হলোঃ

স্বপ্নের খেলা


প্রথমেই যে বিষয়টি দেজা ভ্যু এর জন্য বহুল আলোচিত তা হচ্ছে স্বপ্নে দেখা। কেউ কেউ বিশ্বাস করে মানুষ কোন বিষয় নিয়ে যদি চিন্তা করে তাহলে সেই বিষয় সম্পর্কেই স্বপ্নে দেখে। আমরা সব স্বপ্ন মনে রাখতে পারি না কিন্তু অবচেতন মনের কোন কোণে সেটি ঠিকই থেকে যায়। যখন বাস্তব জীবনে অনুরূপ কিছু ঘটে তখন অবচেতন মন সেটি মনে করিয়ে দেয় যে এই ঘটনা তোমার সাথে আগেও ঘটেছে। এই তত্ত্বের সাথে অনেকে দ্বিমতও পোষণ করেন কারণ এমন এমন ঘটনার ক্ষেত্রেও দেজা ভ্যু ঘটে যা স্বপ্নে দেখারও কথা না।

pexels-matheus-bertelli-573253.jpg
Source

স্মৃতির অন্তরালে


এ ব্যাখ্যায় বলা হয়ে থাকে যে, মানুষ হয়তো ঐ একই ঘটনা পূর্বেও দেখে থাকতে পারে কিন্তু অনেক দিন আগে দেখার কারণে তা স্মৃতি তে স্পষ্ট থাকে না। যখন পুনরায় সেটি দেখা হয় তখন অবচেতন মন থেকে ঘটনাটি আবার সামনে আসে তাই দেজা ভ্যু অনুভূত হয়। এ ব্যাখ্যাটি ভালো হলেও খুব বেশী জোরদার নয় কারণ অনেকেই দাবী করেন যে, যে ঘটনায় তাদের সাথে দেজা ভ্যু হয়েছে তা পূর্বে ঘটার সম্ভাবনা ০%।

pexels-katrin-bolovtsova-6192337.jpg
Source

সব দোষ মস্তিষ্কের


বিজ্ঞানীদের এবার ব্যাখ্যাটা পূর্বের দুটির চেয়ে ভিন্ন। অনেক বিজ্ঞানী দেজা ভ্যু কে মানসিক রোগের সাথে মিলিয়ে দিয়েছেন। মানব মস্তিষ্ক এমনিতেও অনেক রহস্যের ভান্ডার। মস্তিষ্কের পেছনের অংশটি আমাদের কোন কিছু দেখার সাথে সম্পর্কিত। কোন কিছু দেখে সেটি ব্যাখ্যা করতে মস্তিষ্কের এই অংশটির খুবই কম সময় লাগে। কিন্তু যদি চোখে দেখা এবং সেটি মস্তিষ্ক দ্বারা ব্যাখ্যা করার সময়ের মাঝে কোন কারণে আমাদের মন সামান্য সময়ের জন্য বিক্ষিপ্ত হয়ে যায় তাহলেই সংগঠিত হয় দেজা ভ্যু। এর কারণ হচ্ছে একবার চোখ একটি ঘটনা দেখে তারপর মন বিক্ষিপ্ত হয়ে যায় কিছু সময়ের জন্য পরে যখন চোখ আবার সেই ঘটনাটিই দেখে আমাদের কাছে মনে হয় যে ঘটনাটি পূর্বেও আমাদের সাথে ঘটেছে। কিন্তু সেই আগে বলতে যে কয়েক মুহুর্ত আগে সেটি মাথায় আসে না। ফলে মনে হয় অনেক আগের ঘটনা। এ ব্যাখ্যাটি মোটামোটি চলনসই বলে ধরে নেওয়া হয়।
এছাড়াও অনেকে অনেকভাবে দেজা ভ্যু কে বর্ণনা করেছেন। অনেকের মতে এটি আবার অতিপ্রাকৃত একটি বিষয়।

আমার সাথে বহুবার এই দেজা ভ্যু হয়েছে। আপনার সাথে কখনও এমনটি ঘটেছে কী?

Thank You

Sort:  
Loading...
 5 months ago 

অনেক দিন বাদে একটি ভিন্নধর্মী ও ভালো লেখা পড়ার সুযোগ হলো। এমনটা আমার সাথে প্রায়শই ঘটে। নতুন কোনো জায়গায় ঘুরতে গিয়ে আবার বহু বার এমন মনে হয়েছে, পূর্বেও আমি সেখানে গিয়েছি। তবে বাস্তবে তার কোনো সম্ভাবনা নেই। মনের ভুল ভেবে বিষয়টিকে কখনো তেমন ভাবে পাত্তাও দিইনি। তবে আজকে আপনার লেখা পড়ার পরে বিষয়টি নিয়ে সত্যিই একটু ভাবছি। অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি বিষয়কে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন। আপনার পরবর্তী আকর্ষণীয় লেখা পড়ার আশায় রইলাম।

 5 months ago 

দেজা ভ্যু কী সেটার সম্পর্কে কোন ধারনা নেই বললেই চলে ৷ আজকে এই নাম প্রথম শুনলাম ৷ যাই হোক আপনার পোস্ট টি পড়ে দেজা ভ্যু সম্পর্কে বেশ কিছু ধারনা লাভ করতে পারলাম ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

সত্যি কথা বলতে দেজা ভ্যু কথাটা আজকে প্রথম শুনলাম। এর আগে এই সম্পর্কে কোন ধারণা ছিল না। যাক আপনার পোস্ট পড়ে কিছুটা হলেও ধারণা পেলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

দেজা ভ্যু আমার পরিচিত একটি শব্দ। এই সম্পর্কে আমার আগ্রহ অনেক। আগে youtube এ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য মূলক ভিডিও দেখেছি। দেজা ভ্যু ব্যাপারটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তবে আমার সাথে কখনো এরকমটা হয়েছে বলে মনে হয় না।

 5 months ago 

সম্পূর্ণ রকমের অন্যরকম একটা পোস্ট শেয়ার করেছেন তবে আমার কাছে ভালো লেগেছে কারণ দেজা ভ্যু কথাটা আমি আগে কখনো শুনিনি এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরে বেশ ভালো লাগলো।।
আমাদের এখনো যে এই পৃথিবীতে কত কিছু জানার দেখার শোনার বাকি আছে। ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32