You are viewing a single comment's thread from:

RE: ভ্রমণের জন্য পছন্দের দর্শনীয় স্থান।

in Incredible India2 years ago

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি,,,আপনি
বাংলাদেশের পার্বত্য এলাকা হলো বান্দরবান জেলা ,,, এখানে যেমনটা প্রকৃতির সৌন্দর্য দিয়ে ভরপুর রয়েছে,,, ততটাই বিপদের পরিমাণও রয়েছে,, একে তো এখানে পাহাড়ি এলাকা এবং ওই এলাকার বেস কিছু আদিবাসী নানা সময় দেশের ওপর এবং ওই এলাকার লোকের উপর আক্রমণ করে বসেন,,,

যা আমরা টিভি চ্যানেলে দেখে থাকি,,,, বান্দরবান শহর থেকে চিম্বুক পাহাড়,, বেশ অনেকটাই দূরে কারণ আমি আগে এখানে কয়েকবার গিয়েছি। আমার কাছে মনে হয় বান্দরবান ভ্রমণের জন্য অত্যন্ত উপযোগী একটি এলাকা,,, যদি সে ব্যক্তি ভ্রমণ পিপাসিত হয়।

received_915283146401942.jpeg

received_1273665369925103.jpeg

received_9211960558874465.jpeg

প্রকৃতির সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়,,, মেঘগুলো যেন চারপাশ দিয়ে বয়ে বেড়াচ্ছে এরকমটা অনুভূতি হয়।

received_133510296387365.jpeg

আসলে প্রকৃতির সৌন্দর্য দেখলে মন প্রানটা জুড়িয়ে যায়,,, এই স্থানগুলোতে যেতে আমাদের বেশ কষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু যখনই প্রকৃতির সৌন্দর্যগুলো দেখতে পেলাম তখন সব কষ্ট দূর হয়ে গেল,,,,, আমি সময় পেলে আবারো পার্বত্য এলাকা বান্দরবান ঘুরতে যাব ইনশাল্লাহ,,

Sort:  
 2 years ago 

ভাই আপনি যে দৃশ্যগুলো উপস্থাপন করেছেন, এগুলো সত্যিই মনোমুগ্ধকর। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য প্রদান করার জন্য।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 102333.04
ETH 3448.75
USDT 1.00
SBD 0.55