আমাদের বেকারত্বের কারন।

in Incredible Indialast year

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

হ্যালো বন্ধুরা আশা করি, সবাই ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে উপস্থিতি হলাম সে বিষয়টি হচ্ছে বেকারত্ব।

received_3464410113807868.jpeg

credit : adobe Illustrator

আমাদের মানব জীবনে প্রায় সবাই এই বেকারত্ব সমস্যার সম্মুখীন হয়েছি। বেকারত্ব এমন একটি বিষয় যা কিনা আমাদের সমাজের ও রাষ্ট্রের বোঝা বলে অনেকেই ব্যাখ্যা দিয়েছেন। কেননা কর্মহীন মানুষ না নিজেকে ভালো রাখতে পারে না তার পরিবার পরিজনকে।

আমাদের দেশে বর্তমানে বেকারত্ব একটি সবচেয়ে বড় অভিশাপ কেননা, এতে রাষ্ট্র ও সমাজ এবং পরিবার তার দ্বারা কিছু উন্নয়ন বা উন্নতি আশা করে না, কারন সে কর্মহীন।

আর আমাদের কর্মহীন থাকার পিছনে অনেক গুলো কারণ রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় কারণ আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষিত সমাজ, আমাদের এই সমাজ আমাদের কর্মহীন করে রেখেছে।

received_2407968179373172.jpeg

credit : adobe Illustrator

অনেকেই বলতে পারেন শিক্ষা ব্যবস্থা বা সমাজ কেন দায়ি হবে,,, তবে আসুন দেখি কেন দায়ি নয়, আমরা যখন পড়াশোনা করি কোন স্কুল কিংবা কলেজ, ভার্সিটি আমাদের অধিকাংশ শুধু পড়াশোনা প্রতি আমাদের ছাত্র-ছাত্রীদের বেশি উৎসাহিত করে থাকি,,,,

তাদের যদি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক কাজ, গবেষণার মূলক কাজের সাথে জরিত রাখা হতো তারা শিক্ষা জীবন শেষ করে,, কর্মের অভাব হতো না,,,কারণ তারা সবাই সু-শিক্ষায় শিক্ষিত,, সু- শিক্ষায় শিক্ষিত কেন বললাম, তাহলো শিক্ষা প্লাজ কাজ একজন ব্যাক্তি তার কর্মক্ষেত্রে যেমন ভূমিকা পালন করতে পারবেন, অন্যদিকে একজন শুধু শিক্ষিত মানুষ ততটুকু দায়িত্ব পালন করতে পারবেন না, কেননা সে শুধু শিক্ষায় শিক্ষিত সু-শিক্ষায় নয়।

আপনাদের আরো একটু সহজ করে বলি,,,আমরা সবাই জানি পানির অপর নাম জীবন,, আসলে কি তাই,, আমি বলবো একদম সঠিক নয়,,কারণ হিসেবে বলতে গেলে সাগরে কিন্তু পানির অভাব নেই,,,,তবুও যারা সাগরে জাহাজ চালায় কিংবা ভ্রমণ করে থাকে,,,, তাদের কিন্তু পানি নিয়ে যেতে হয় শহর কিংবা গ্রাম থেকে।

কারণ সাগরের পানি একদম লবণাক্ত,, এই পানি কেউ পান করলে সে বেসি সময় বেঁচে থাকতে পারবে না,,,কারন অত্যন্ত লবনাক্ত পানি যা মানুষ পান করতে পারে না,,,,সেজন্যই আমি বলি পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির নাম জীবন।

এ কথা গুলে বলার কারন হলো আমরা শিক্ষায় শিক্ষিত সু- শিক্ষায় নয়,,, সেজন্য আমাদের বেকারত্ব পিছু ছাড়ছে না,,আমরা যদি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন গবেষণায়, তাত্ত্বিক ব্যবহারিক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারতাম,, তাহলে আমাদের দেশ, সমাজ ও পরিবার উন্নয়নে আমরা নিজেদের নিয়োজিত রাখতে পারতাম।

আমাদের দেশকে একটি অর্থ নৈতিক উন্নয়নে এবং সু- শিক্ষায় শিক্ষিত জনবল হিসেবে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে পারতাম।

এখন আশি বেকারত্বের জন্য একটি সমাজ কেন দায়ি হতে পারে,,, আমরা সবাই পড়াশোনা করি নিজের জন্য,, নিজে পড়াশোনা করে,, নিজের বুদ্ধিমত্তা খাঁটিয়ে নিজেকে সফল ব্যক্তিত্ব হিসেবে সমাজ ও দেশের কাছে,, পরিচয় করার জন্য মূলত শিক্ষা।

কিন্তু আমাদের দেশ ও সমাজ পড়াশোনা মানে তারা বুঝায় অন্যর গোলামি করা,, অর্থাৎ পড়াশোনা মানেই চাকরি,, পড়াশোনা মানেই সরকারি কোন কর্মকর্তা,, পড়াশোনা মানেই কোন জর্জ ব্যারিস্টার ইত্যাদি।

কিন্ত পক্ষান্তরে আমরা যদি অন্য কোন দেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো,,,পড়াশোনার থেকে ও তাদের কাজে গুরুত্ব অত্যন্ত বেশি,,, সেজন্য তাদের দেশ, তাদের পরিবার ততই উন্নত।

আমরা পড়াশোনা শেষ করে যদি নিজেই নিজের কর্মস্থান জন্য বলি বা সুরু করি তাহলে আমাদের সমাজ আমাদের পরিবার থেকে আগে বাঁধা প্রাপ্ত হই,,,,সেজন্যই আজকে আমাদের বেকারত্ব পিছু ছাড়ছে না।

received_146478584825262.jpeg

credit : adobe Illustrator

আর আমাদের যুব সমাজ ধ্বংসের কারণ হলো তাদের কর্মের ব্যবস্থা না হওয়ায়। বেকারত্বের অভিশাপে অনেক ভাই - বোন অকালে মৃত্যুর মতো ভয়ংকর পথ বেঁছে নেয়।

আর এই মৃত্যুর সংখ্যা দিন দিন আমাদের মাঝে বৃদ্ধি পাচ্ছে। সুধমাত্র বেকারত্বের জন্য।

তো বন্ধুরা আজ আর লিখছি না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

DeviceName
LaptopDell
AdobeIllustrator
LocationBangladesh 🇧🇩
Short by@shahinalam12
Sort:  
 last year 

জ্বী ভাই বেকারত্ব জীবন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ৷ আমাদের বেকাররত্ব থাকার ফলে আমরা পারছি না আমাদের পরিবারকে ভালো রাখতে পারছি না সবার সাথে মিশতে ৷ এই বেকারত্ব জীবন মনে হয় এক অভিশাপ হয়ে আছে ৷ সমাজের চোখে শিক্ষিত হতে হবে বড় বড় চাকরি করতে হবে তাহলেই নাকি তারা অনেক বড় মাপের শিক্ষিত ৷ এটা তাদের ভুল ধারনা নিয়ে তারা সবসময় থাকে ৷ বাংলাদেশে তেমন কোন কর্মসংস্থান এর ব্যবস্থা নেই যে অনেক বেকারত্ব সেখানে গিয়ে একটু ঠাই নেবে ৷

যাই হোক ভাই বেকারত্ব জীবন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন পড়ে খুবই ভালো লাগলো ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই ৷

#miwcc

 last year 

জি ভাইয়া আপনে আপনি বুঝতে পারছেন,, বেকারত্ব এমন একটি অভিশাপ যা কেউ ভালো চোখে দেখতে পারে না,,,,
আমাদের সবাইকে মহান আল্লাহ তাল্লাহ যেন এই বেকারত্বের অভিশাপ থেকে,,,, মুক্তি দেন।

Loading...
 last year 

বেকার জীবন অনেক কষ্টের এবং পাশাপাশি অনেক মানুষের লাতিগতা খেতে হয় ফ্যামিলির দিক থেকে সাপোর্ট না পেলে বেকার জীবন কখনোই সফলতার উদ্দেশ্যে যাবে না।

যাইহোক অসংখ্য ধন্যবাদ ভাই অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

#miwcc

 last year 

আপনাকে ধন্যবাদ, আমাদের ব্যক্তি জীবনে সবারই বেকারত্বের পথ বেয়ে সফলতার দিকে যাওয়া।

আমাদের জীবনের একাংশ আমরা সুধ ভেবেই পার করে দেই,,, আর এই সঠিক সময়ে সিদ্ধান্ত না নেওয়ার কারণে, আমাদের বেকারত্ব ভুগতে হয়।

যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

তাহলো শিক্ষা প্লাজ কাজ একজন ব্যাক্তি তার কর্মক্ষেত্রে যেমন ভূমিকা পালন করতে পারবেন, অন্যদিকে একজন শুধু শিক্ষিত মানুষ ততটুকু দায়িত্ব পালন করতে পারবেন না, কেননা সে শুধু শিক্ষায় শিক্ষিত সু-শিক্ষায় নয়।

আপনার এই কথার সাথে আমি একদমই একমত।কারণ আমাদের পড়াশোনা করার সময় যদি, আমাদের পড়াশোনার পাশাপাশি একটা কর্মব্যবস্থার পথ আমরা পেতাম। তাহলে হয়তোবা আমরা পড়াশোনা শেষ করে, বেকারত্বের জীবনে এই অভিশাপ নিয়ে ঘুরতে হতো না।

শিক্ষিত মানুষ সমাজে অনেক পাওয়া যায়। কিন্তু সুশিক্ষার অধিকারী হওয়া মানুষ, সমাজে খুঁজে পাওয়া যায় অনেক কম।

আমরা পড়াশোনা শেষ করে যদি নিজেই নিজের কর্মস্থান জন্য বলি বা সুরু করি তাহলে আমাদের সমাজ আমাদের পরিবার থেকে আগে বাঁধা প্রাপ্ত হই,,,,সেজন্যই আজকে আমাদের বেকারত্ব পিছু ছাড়ছে না।

আপনার এই কথার সাথে আমি একমত, আপনি ঠিকই বলেছেন, বর্তমান সময়ে আমরা যখন পড়াশোনা শেষ করে আমাদের চাকরির জন্য কোন উদ্যোগ গ্রহণ করি। তখন প্রথম বাধা আমরা আমাদের পরিবারের কাছ থেকে পাই। আর সেজন্যই হয়তোবা আমাদের এই বেকারত্ব আমাদের পিছু ছাড়তে চায় না।

দিনশেষে দেখা যায় আমরা সবার কাছ থেকে অবহেলা পেতে পেতে। এই বেকারত্বের অভিশাপ নিয়ে হতাশায় ভুগতে হয়।

এমন একটা সময় দেখা যায়। কেউ কেউ আবার হতাশায় ভুগতে ভুগতে, নিজেদের জীবনটাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।

আজকে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে এ বিষয় সম্পর্কে অজানা অনেক তথ্যই আপনার পোস্ট থেকে জানতে পারলাম। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

#miwcc

 last year 

আমাদের বেকারত্ব জন্য আমরা নিজেরা ও অনেকটা দায়ি,,কারন হিসেবে আমি বলি লোকে কি বলবে , না বলবে এই ভেবে আমরা কাজ শুরু করতে ভয় পাই।

এর জন্য মূলত আমাদের বেকারত্ব পিছু ছাড়ছে না,,, বেকারত্ব আমাদেরকে একটি অভিশাপে দরে রেখেছে,,,

যাই হোক আপনি পোস্ট পড়ে, সুন্দর সুন্দর মূলবান কথা বলেছেন, আপনার কথা গুলো বেস মূল্যবান, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।

 last year 

বাংলাদেশ ছোট্ট একটি দেশ ,কিন্তু জনসংখ্যা অনেক। সে তুলনায় চাকরির বাজার কোথায়? আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া ।আর বাংলাদেশের জনসংখ্যায় রাশিয়ার চাইতেও বেশি। বাংলাদেশের ইকোনোমি ধীরে ধীরে উন্নত হচ্ছে কিন্তু একই সাথে বেকারত্বের হার ও ধীরে ধীরে বাড়ছে। তার কারণ ঘরে ঘরে এখন অনার্স-মাস্টার্স উৎপাদন হচ্ছে। সবাই সাধারণ শিক্ষামুখী। দেশে পর্যাপ্ত কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নেই ।এছাড়াও রয়েছে সরকারের সদিচ্ছার অভাব ।তরুণদের নিয়ে উচ্চ মহলে তেমন কোনো ভাবনা পরিলক্ষিত হচ্ছে না ।নেই তেমন কোনো উৎপাদনশীল শিল্প প্রতিষ্ঠানও। এরকম অবস্থা নিয়ে বেকারত্ব বাড়বে না কমবে, তা সহজেই বোঝা যায়। তাই ছোট ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবে
#miwcc

 last year 

জি ভাই আপনি আসলে সঠিক কথাটি বলেছেন জনসংখ্যার দিক এবং আয়তনের দিক দিয়ে আমাদের দেশ অত্যন্ত ছোট একটি দেশ।

এদেশে শিক্ষিত হচ্ছে মানুষ বটে কিন্তু সুশিক্ষা শিক্ষিত হচ্ছে কজন। আমাদের বেকারত্বের অভিশাপ আমরা নিজেরাই বয়ে নিয়ে এসেছি অনেক আগে থেকেই। যখন থেকে পড়াশোনা কে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে পরিচালনা করে আছে উপর মহলের লোকজন।

আমাদের বেকারত্বের পেছনে আমাদের শিক্ষাব্যবস্থা প্লাস আমাদের সমাজ আমাদের রাষ্ট্রের অনেক দায়ি, কারণ হিসেবে বলতে গেলে আমাদের বেকারত্ব আমাদের উপর মহলের এ বিষয়গুলো নিয়ে তাদের ভাবনা চিন্তায় একেবারে নেই বললেই চলে ।

শুধু শিক্ষা ব্যবস্থা উন্নত করলে হবেনা দেশের ভিতরে কর্মসংস্থানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে,, তবেই দেশ ও জাতি উন্নত শিকড়ে পৌঁছাবে এবং বেকারত্ব দেশ থেকে দূর হবে,,,,

আপনাকে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।
#miwcc

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68625.09
ETH 3746.53
USDT 1.00
SBD 3.76