You are viewing a single comment's thread from:

RE: আমাদের বেকারত্বের কারন।

in Incredible Indialast year

বাংলাদেশ ছোট্ট একটি দেশ ,কিন্তু জনসংখ্যা অনেক। সে তুলনায় চাকরির বাজার কোথায়? আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া ।আর বাংলাদেশের জনসংখ্যায় রাশিয়ার চাইতেও বেশি। বাংলাদেশের ইকোনোমি ধীরে ধীরে উন্নত হচ্ছে কিন্তু একই সাথে বেকারত্বের হার ও ধীরে ধীরে বাড়ছে। তার কারণ ঘরে ঘরে এখন অনার্স-মাস্টার্স উৎপাদন হচ্ছে। সবাই সাধারণ শিক্ষামুখী। দেশে পর্যাপ্ত কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নেই ।এছাড়াও রয়েছে সরকারের সদিচ্ছার অভাব ।তরুণদের নিয়ে উচ্চ মহলে তেমন কোনো ভাবনা পরিলক্ষিত হচ্ছে না ।নেই তেমন কোনো উৎপাদনশীল শিল্প প্রতিষ্ঠানও। এরকম অবস্থা নিয়ে বেকারত্ব বাড়বে না কমবে, তা সহজেই বোঝা যায়। তাই ছোট ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবে
#miwcc

Sort:  
 last year 

জি ভাই আপনি আসলে সঠিক কথাটি বলেছেন জনসংখ্যার দিক এবং আয়তনের দিক দিয়ে আমাদের দেশ অত্যন্ত ছোট একটি দেশ।

এদেশে শিক্ষিত হচ্ছে মানুষ বটে কিন্তু সুশিক্ষা শিক্ষিত হচ্ছে কজন। আমাদের বেকারত্বের অভিশাপ আমরা নিজেরাই বয়ে নিয়ে এসেছি অনেক আগে থেকেই। যখন থেকে পড়াশোনা কে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে পরিচালনা করে আছে উপর মহলের লোকজন।

আমাদের বেকারত্বের পেছনে আমাদের শিক্ষাব্যবস্থা প্লাস আমাদের সমাজ আমাদের রাষ্ট্রের অনেক দায়ি, কারণ হিসেবে বলতে গেলে আমাদের বেকারত্ব আমাদের উপর মহলের এ বিষয়গুলো নিয়ে তাদের ভাবনা চিন্তায় একেবারে নেই বললেই চলে ।

শুধু শিক্ষা ব্যবস্থা উন্নত করলে হবেনা দেশের ভিতরে কর্মসংস্থানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে,, তবেই দেশ ও জাতি উন্নত শিকড়ে পৌঁছাবে এবং বেকারত্ব দেশ থেকে দূর হবে,,,,

আপনাকে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।
#miwcc

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66524.25
ETH 3616.53
USDT 1.00
SBD 2.81