You are viewing a single comment's thread from:

RE: "আরও একবার পুরোনো পরিস্থিতির মুখোমুখি "

in Incredible Indialast year (edited)

@sampabiswas যেকোনো পরিস্থিতি আমাদের জীবনে আসে অনেক কিছু শিক্ষা প্রদানের জন্য, তারমধ্যে কিছু আমরা সাদরে গ্রহণ করি, আর কিছু বিষয়কে আমরা কখনোই চাই না আমাদের জীবনে কখনোই আসুক!

কারণ, সেগুলো এতটাই কঠিন পরীক্ষা যে, সেগুলো পার করলেও তার স্মৃতি অক্ষুন্ন হয়ে রয়ে যায় সর্বদা।

আমার সর্বান্তকরণে প্রার্থনা উনি তাড়াতাড়ি সুস্থ্য হয়ে নিজের পরিবারের কাছে ফিরে যান।
এর পাশাপশি আরেকটি বিষয়কে সাধুবাদ না দিয়ে নিজের মন্তব্যে ইতি টানতে পারলাম না, আর সেটা হলো যদি কারোর মানবিকতা এবং মানুষ শব্দের প্রকৃত সংজ্ঞা শিখতে হয়, একদিনের জন্য হলেও তোর পাঠশালায় পড়ার প্রয়োজন আছে।

খেয়ে মুখ মুছে ফেলতে হামেশাই দেখি, কিন্তু এখন এমন মানুষ সত্যি বিরল, যারা খেয়ে মুখ মুছে ফেলা মানুষগুলো বিপদে পড়লে নিজেদের ধরে রাখতে পারে না, আবারও ছুটে যায় বিপদের সময় পাশে থাকতে।

মুশকিল হলো, তারা বোঝে না, যারা পাশে থাকে তারা যেমন তাদের ধর্ম পালন করছে, মুখ মুছে কিছু মানুষ তাদের কর্মের খেরো খাতা ভরছে।

কাজেই, আমার বিশ্বাস(মানে তোর উপাধির ন্যায়) শেষ হাসি তারাই হাসে, যারা ধর্ম তথা কর্ম সঠিক রাখতে পারে।

কিছু গুণাবলী তোর মধ্যে যেনো সদাই বিরাজ করে, তবে অবশ্যই কিছু পরিবর্তনের প্রয়োজন আছে বৈকি, কারণ বর্তমান সমাজে নরম মাটিতে পা গেড়ে বসে বেশিরভাগ মানুষ।

আমি চাইনা তুই এতটাও কোমল হবি, সময় মতো লক্ষিরুপী, আর প্রয়োজনে চন্ডি রূপ ধারণ করতে হবে!
তবে হেরে যাওয়া অথবা কখনোই ভেঙে পড়া যাবে না, লড়াইটা চালিয়ে যাবার ক্ষমতা সৃষ্টিকর্তা তোকে প্রদান করুক এই কামনা করি।

1000039059.jpg

Sort:  
 last year 

সেটা হলো যদি কারোর মানবিকতা এবং মানুষ শব্দের প্রকৃত সংজ্ঞা শিখতে হয়, একদিনের জন্য হলেও তোর পাঠশালায় পড়ার প্রয়োজন আছে।

  • তোমাকে ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্যে। তবে একটা কথা আমি তোমায় বলতে চাই, উপরের লাইনে তুমি লিখেছ বটে, তবে আমার থেকে শেখার সত্যিই কিছু নেই। বরং আমি তোমার কাছ থেকে প্রতিদিন শিখি। আমার পুরোনো আমির থেকে আজকের আমির মধ্যে যতটা পার্থক্য সবটুকু তোমার জন্যে। না হলে আজও আমি ২০১৯ সালেই পরে থাকতাম। তবে এটাই সত্যি কিছু জিনিস আজও পরিবর্তন করতে পারিনি। কতটুকু পারি জানিনা তবে চেষ্টা করি সঠিক কর্ম করার। তবে ফলের আশায় নয়, আমি এমনই। আমার মানুষ হিসেবে যা করা উচিত মনে হয় তাই করি, ঠিক তোমার মতো।

ripon0630.jpg
Congratulations!!! because your comment has been upvoted by Team 7 using steemcurator09. Curated By <@ripon0630>

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.037
BTC 103309.22
ETH 3473.09
USDT 1.00
SBD 0.56