RE: Incredible India monthly contest of November #1| Definition of a great leader!
@sampabiswas লেখাটা এক্ বার নয়, দু'বার পড়লাম, এক্ বার ভাবলাম মন্তব্য করি, একবার ভাবলাম না থাক!
লেখা পড়তে পড়তে একটা অভ্যন্তরীণ লড়াই অতিক্রম করেই আমার এই মন্তব্য, এর পিছনের কারণ সেই চাটুকার আখ্যা!
লেখায় উল্লেখিত আমরা ব্যাক্তি হিসেবে পৃথক তাই, অবশ্যই চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি পৃথক হবে এটাই স্বাভাবিক।
মানব জন্ম স্বার্থক হয় যখন এই পৃথিবী থেকে বিদায় নেবার পূর্বে কিছু হৃদয় জয় করতে আমরা সক্ষম হই।
আজকের লেখায় সেটা আমাকে খানিক আবেগপ্লুত করে দিয়েছে, এমনিতেই আজকের দিনটি আমি স্মৃতির ছায়ায় কাটাই, তবে ঈশ্বরের একটা বিষয় আমি আজকাল বেশ ভালো উপলব্ধি করি আর সেটা হলো, যেই মুহুর্তে চারিদিক শূন্য মনে হয়, হঠাৎ করে আমাকে চোখে আঙুল দিয়ে কিছু বিষয় তিনি দেখিয়ে দেন।
এক্ সময় এনজিও গুলোতে কাজের সময় যেমনটি হয়েছিল, তোর সাথে দেখা হওয়াটা ও বোধহয় ভবিতব্য ছিল।
আমি না থাকলে, আমাকে মনে রাখার একজন কে তো পেয়েছি, এই বা কতজন পায়!
আমি জীবনে চলার পথে হোঁচট খেয়ে যেটুকু শিখেছি, সত্যি বলতে আপন, পর ওসব না ভেবেই চেষ্টা করেছি যাতে আমার মত হোঁচট আর কেউ না খায়।
অন্যদিন হলে হয়তো একটু মজা করেই মন্তব্য করতাম, কিন্তু আজকে মানসিক দিক থেকে সেই অবস্থানে নেই আমি।
আমার মধ্যেও অনেক ভুল আছে, আমরা সত্যি কেউ ভুলের উর্ধ্বে নই, তেমনি আমাদের এই সুদীর্ঘ পথ চলার একটাই রসদ, আর সেটা হলো, কারোর ক্ষতি করার মানসিকতা বহন না করা।
তবে, এখানে অকারণে আমরা দুজনেই ক্ষতির শিকার হয়েছি, এবং সেটা আমাদের দমাতে পারেনি কারণ আমরা নিজের নিজের জায়গায় সততা, ধৈর্য্য এবং একনিষ্ঠতাকে অব্যাহত রেখেছি।
আমিও অনেক সময় মানসিক বল পেতে তোর সাহায্য পেয়েছি, সেটাকে অস্বীকারের জায়গা নেই।
চলে যাবার পর যদি একটা মানুষের চোখ থেকে দু ফোঁটা জল পড়ে এবং সেটা সত্যি খারাপ লাগা থেকে, সেটাই আমার কাছে স্বার্থকতা।
ভালো থাকিস সবসময়, আর আমৃত্যু তোর মনোবল সুদৃঢ় হোক এই কামনা করি। @sampabiswas তোর মধ্যে শুরুর দিন থেকেই অনেক গুণের আভাস পেয়েই দিব্যেন্দু কে বলেছিলাম লম্বা রেশের ঘোড়া তুই, মনে আছে নিশ্চই!
তোমাকে নিয়ে লেখা কথাগুলো চাটুকারিতা নয়। এটা তুমি, আমি, আর ঈশ্বর জানে। তবে তোমার মন্তব্য পেয়ে আমার লেখা স্বার্থক। আজকের দিনটি নিয়ে কিছু লেখার যোগ্যতা আমার নেই। তবে সত্যি কথা বলতে আমাকে ভুল বোঝার মানুষের অভাব নেই। আমাকে আমার মতো করে বুঝতে পারে এমন মানুষ মায়ের পর শুধু তুমি। যার কাছে আমার কোনো আড়াল নেই। আমি নিজেও ভাবি, আমি আমার মধ্যে কোনো গুনের আভাস পাই না, সেখানে কি করে যেন তুমি আমার ভিতরের সুপ্ত, ক্ষুদ্র ভালো টুকু প্রথম দেখাতেই বুঝেছিলে। আমাদের দুজনের জীবনের শূন্যস্থান আমরা দুজনেই পূর্ন করার চেষ্টা করি। আর এই চেষ্টাই কখন যেন আমাদের অদৃশ্য, অটুট এক বন্ধনে বেঁধেছে। এ বন্ধন আজীবনের। তোমাকে কতখানি মানবিক বল দিতে পারি জানিনা, তবে এটুকু জানি আমার জীবনের সবথেকে খারাপ দিনে যদি এই পৃথিবীতে কেউ আমার পাশে না থাকে, তবুও একজন থাকবে যে আমাকে কোনো প্রশ্নে জর্জরিত না করে বুকে জড়িয়ে বলবে আমি আছি। আমার জীবনে তোমার উপস্থিতি সত্যিই আর্শীবাদ, না হলে আরও গভীরে তলিয়ে যেতাম অনেক আগেই। তুমি সুস্থ থেকো। আমি আছি তোমার সাথে।