You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of November #1| Definition of a great leader!

in Incredible India10 months ago

তোমাকে নিয়ে লেখা কথাগুলো চাটুকারিতা নয়। এটা তুমি, আমি, আর ঈশ্বর জানে। তবে তোমার মন্তব্য পেয়ে আমার লেখা স্বার্থক। আজকের দিনটি নিয়ে কিছু লেখার যোগ্যতা আমার নেই। তবে সত্যি কথা বলতে আমাকে ভুল বোঝার মানুষের অভাব নেই। আমাকে আমার মতো করে বুঝতে পারে এমন মানুষ মায়ের পর শুধু তুমি। যার কাছে আমার কোনো আড়াল নেই। আমি নিজেও ভাবি, আমি আমার মধ্যে কোনো গুনের আভাস পাই না, সেখানে কি করে যেন তুমি আমার ভিতরের সুপ্ত, ক্ষুদ্র ভালো টুকু প্রথম দেখাতেই বুঝেছিলে। আমাদের দুজনের জীবনের শূন্যস্থান আমরা দুজনেই পূর্ন করার চেষ্টা করি। আর এই চেষ্টাই কখন যেন আমাদের অদৃশ্য, অটুট এক বন্ধনে বেঁধেছে। এ বন্ধন আজীবনের। তোমাকে কতখানি মানবিক বল দিতে পারি জানিনা, তবে এটুকু জানি আমার জীবনের সবথেকে খারাপ দিনে যদি এই পৃথিবীতে কেউ আমার পাশে না থাকে, তবুও একজন থাকবে যে আমাকে কোনো প্রশ্নে জর্জরিত না করে বুকে জড়িয়ে বলবে আমি আছি। আমার জীবনে তোমার উপস্থিতি সত্যিই আর্শীবাদ, না হলে আরও গভীরে তলিয়ে যেতাম অনেক আগেই। তুমি সুস্থ থেকো। আমি আছি তোমার সাথে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110789.77
ETH 4302.91
USDT 1.00
SBD 0.83