You are viewing a single comment's thread from:

RE: ছোটো গল্প #২ – মদনবাবুর কিপ্টেমি

in Incredible India9 months ago

লোকমুখে শোনা যায় বিয়ের রাতে উনি ওনার প্রথম পক্ষের স্ত্রীকে যে আংটিটা পড়িয়েছিলেন সেটা লোহার তার বা গুণার উপর সোনার জল করা ছিল।

প্রথম গল্পটা পড়ে, এটাকে বাদ দিতে পারলাম না। 🤣
কৃপণতার চরম উদাহরণ।

তার চা খাওয়ার ধরন আর ১টাকা কম দেওয়ার যে ব্যবস্থা করেছিলেন না হেসে পারলাম না!
তবে মানুষটির কৃপণতার সাথে বিবেক আছে সেটা লেখার শেষ পর্যায় বোঝা গেলো।

শেষ ভালো যার, সব ভালো। এই মানুষটির কাহিনী বোধহয় এই বার্তাই দেয় আমাদের।
জীবনের বিভিন্ন পর্যায় দিয়ে আমাদের যেতে হয়, তবে সেই পর্যায় দিয়ে যেতে গিয়ে যে শিক্ষা আমরা পাই, সেটাকে সঠিকভাবে কাজে যারা ব্যবহার করতে পারেন তারাই আসল মানুষ।

ভালো লাগলো লেখাটা পড়ে। কৌতুক এর পাশাপশি একটা বড়ো শিক্ষা লুকিয়ে আছে গল্পটির আড়ালে।

Sort:  

মদনবাবুর বিবেকবোধ গল্পের শেষে এসে জাগ্রত হলো মেয়ে-জামাইয়ের পাওয়া উপহার পাওয়ার পর, না হলে তিনি হয়তো আজীবন হাড় কিপটেই থেকে যেতেন। এই গল্পের প্রধান চরিত্র যাকে কেন্দ্র করে লেখা সেই একই নাম এবং চরিত্রের ব্যক্তি আমার কয়েকটা বাড়ি পরেই থাকে। ধন্যবাদ আমার পোস্ট পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61875.77
ETH 2403.11
USDT 1.00
SBD 2.64