প্রথমেই ক্ষমাপ্রার্থী ৬ দিনের মাথায় আপনার এই লেখা পড়ার সময় এবং সুযোগ পেলাম। রাত এখন ২ টো বেজে ১৮ মিনিট। এই কিছুক্ষণ আগেই নিজের লেখা পোস্ট করলাম। সত্যি বলছি আপনার রাশি, নক্ষত্র আর বাস্তু আমার কাছে বড্ডো একঘেয়েমি লেখা হয়ে গেছিলো, তাই স্বীকার করতে বাধা নেই আমি বেশ কিছুদিন আপনার লেখা পড়িনি।
গল্প লিখেছেন দেখে এত রাতে নিজেকে সামলাতে না পেরে পড়লাম, এবং আমার চোখে এখন জল! মনটা ভরে গেলো লেখাটা পড়ে।
জানিনা এটা বাস্তব ঘটনা কি না! তবে তাতে আমার বিশেষ কিছু যায় আসে না, কারণ বার্তাটা ছিল অমূল্য। এক কথায় অসাধারণ।
বেশ কিছু ছোটো ছো্টো বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এ গল্পটি লেখা। আধুনিক যুগে এই কাজল চরিত্রের মতো লোকের বড্ডই অভাব। তবে এরকম লোক আজও আছে সংখ্যায় কম হলেও আর তারা আছেন বলেই আমরা এখনো মানুষ। ৬ দিন কেন ৬০ দিন পরেও আপনি মন্তব্য করলে সেটা আমার কাছে একই রকম মূল্যবান থাকবে।