RE: "কিছু কিছু ভালোলাগা আজীবন সাথে থাকে, ভিন্ন সময়ে ভিন্ন রূপে"
@sampabiswas, আপনার লেখা পড়ে নিজের মন্তব্য ভাগ করে নেওয়ার প্রচেষ্টা করলাম, তবে নিজের দৃষ্টিভঙ্গি না বদলালে বোঝার মানুষ পাওয়া দুষ্কর, ডাইরি বেচে থাক মনের জমা রাখা অনুভূতির খেরো খাতা হিসেবে।
ডায়রী মানে জমা রাখা,
মনের সকল অনুভূতি...
ডায়রী মানে লিপিবদ্ধ...
সেই সকল অব্যাক্ত স্মৃতি।
ডায়েরি যা জমা রাখে...
মনের সকল কথা।
ডাইরি মানে মুখের কথায়..
না বোঝা মনের সকল ব্যথা।
ডাইরি ধরে রাখতে সক্ষম শৈশব..
ডাইরি ধরে রাখে,
যাকিছু হারিয়ে গেছে সেইসব।
এমনিতেই আমাদের জীবনে ভালো সময়ের থেকে খারাপ সময় অনেক বেশি।
আমার দৃষ্টিভঙ্গি ডায়রী সম্পর্কে এটাই, রইলো বাকি লেখায় উল্লেখিত বাক্যটি, এখানে আমার অভিমত, জীবনের একমুহুর্তের ভালো লাগা সময়কে মূল্য দিয়ে ধরে রাখা, খারাপের চাইতেও।
কারণ একটা হাসির কথা বার বার শোনালে যদি হাসি না পায়;
তাহলে একই দুঃখের কথা বারংবার নিজেকে মনে করিয়ে দুঃখের ভার বাড়িয়ে লাভ কি?