আজকের কবিতা - প্রশ্ন। (poetry-questions)

in Incredible India6 months ago
1000019698.png

শেষ কবে ভালোবাসার দিবসে সরস্বতী পুজো পড়েছে মনে নেই। তবে এই বছর ইংরিজিতে পালিত ভ্যালেন্টাইনস ডে তেই বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা অনুষ্ঠিত হতে চলেছে।

এখন এই ভালোবাসা আর একজন নারীকে দেবী রূপে পূজিত হতে আমরা বছরের বিভিন্ন সময় দেখে থাকি।

সেটা দূর্গা পূজা হোক অথবা কালী পূজো, সেটা লক্ষ্মী পুজো হোক অথবা সরস্বতী পুজো!
ভারত মাতা বলে দেশকে সম্মোধন করে থাকলেও একটু তলিয়ে দেখলে প্রতিটি দেশের আনাচে কানাচে নারীর প্রকৃত অবস্থান অনুধাবন করা বিশেষ কঠিন বিষয় হবে না।

আজ সময়ের সাথে সাথে নারী অনেকাংশে প্রতিবাদী হয়েছে বটে তবে শতকরা হার এখনও নগণ্য।

1000019545.jpg
1000019548.jpg

তাই আজ কিছু প্রশ্ন কবিতার ছলে নিয়ে হাজির হয়েছি, যেখানে অনেক প্রশ্নের সাথে বোধহয় অনেক নারীর মনের কথা সামিল।

তাই কবিতার নাম দিয়েছি -

প্রশ্ন

হারানোর কষ্ট
একলা বয়ে বেড়িয়েছেন কখনো?
সর্বোচ্চ ক্ষতির
সম্মুখীন হয়েছেন কখনো?
ক্ষতির প্রকৃত সংজ্ঞা
তলিয়ে দেখেছেন কখনো?

সপ্নের মধ্যে দিয়ে বারংবার
কষ্টের পুনরাবৃত্তি অনুভব করেছেন কখনো?

মানসিক যন্ত্রণা
প্রতিদিন বয়ে বেড়িয়েছেন কখনো?

সপ্নের মধ্যে হারিয়ে যাওয়া
প্রিয়জনকে ধরবার প্রয়াস,
করেছেন কখনো?

চিৎকার করে নিঃশব্দে কেঁদেছেন কখনো?
শব্দ বিহীন কান্নার যন্ত্রণা
অনুভব করেছেন কখনো?

মৃত্যুর চাইতেও বেঁচে থাকার যন্ত্রণা অধিক
মেপে দেখেছেন কখনো?
প্রতিদিন বেঁচে থাকার পিছনের কারণ
এর সদুত্তর পেয়েছেন কখনো?

হাসির আড়ালে চোখের জল ঢেকে
এক্ গাল হেসে ভালো আছি বলেছেন কখনো?
সব অসুবিধা মানিয়ে নিয়ে
কোনো অসুবিধা হচ্ছে না বলেছেন কখনো?

নিজের সব ভালোলাগা গুলোকে
বিসর্জন দিয়েছেন কখনো?
নিজের ভালো মন্দ থাকার খবর
না রাখার মধ্যে দিয়ে গেছেন কখনো?

বার বার আশা করে
আশাহত হয়েছেন কখনো?
সবচাইতে বেশি বিশ্বাস করা যায়,
এমন মানুষদের থেকে
বিশ্বাস ভঙ্গের অনুভূতি দিয়ে গিয়েছেন কখনো?

মাঝপথে হাত ছেড়ে চলে যাবার
ব্যাথা অনুভব করেছেন কখনো?
আচ্ছা! সেই চলে যাবার পিছনের
প্রকৃত কারণ কি খুঁজে পেয়েছেন কখনো?

অনুভূতির আঘাতের মূল্য না দেবার
কষ্ট অনুভব করেছেন কখনো?
মুখ বুজে সব সইতে গিয়ে, আস্তে আস্তে
মনকে মৃত ঘোষণা করেছেন কখনো?

অঘোষিত প্রতিবাদ
লক্ষ বার মনে মনে করেছেন কখনো?
অপছন্দের সাথে সহবাস করেছেন কখনো?
একসাথে থেকেও বনবাসের জীবন
অতিবাহিত করেছেন কখনো?

কলঙ্কের সাথে আজও কেবল নারীর
নাম জড়িয়ে আছে ভেবে দেখেছেন কখনো?
প্রতিবাদ করতে গিয়ে
বাঁকা দৃষ্টির সম্মুখীন হয়েছেন কখনো?

সত্যি বলে অপ্রিয় হয়েছেন কখনো?
ধূলো ঝেড়ে শতবার উঠে দাঁড়িয়েছে কখনো?

- সুনীতা দত্ত।
1000019554.jpg

যদি আপনার জীবনের খাতায় সবগুলো প্রশ্নের মধ্যে দিয়ে আপনি গিয়ে থাকেন, তাহলে জানবেন আপনি একজন বীরাঙ্গনা নারী।

সমাজে নারীকে সম্মানের মধ্যে দিয়ে সামাজিক পরিবর্তন তথা দেবীর আশীষ পাওয়া বোধহয় স্বয়ং দেবীর ও কাম্য।

একলা ঘরে বসে রাত দুটো বেজে ৩৭ মিনিটে নিজের মনের কিছু কথা ছন্দ নয় প্রশ্নের মধ্যে দিয়ে তুলে ধরবার প্রয়াস করলাম, সহমতের আশা নিয়ে নয় মানসিক উন্নতির সদিচ্ছা নিয়ে।

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

!upvote 20


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ Participate in the "Seven Network" Community2️⃣0️⃣2️⃣4️⃣ ⚜💯.
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven). Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

TEAM BURN

Your post has been successfully curated by @msharif at 35%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

Team Burn (1).png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.

আপনার কবিতার প্রত্যেকটি লাইনের সাথেই আমি নিজেকে রিলেট করতে পারছি। আমি একদমই কবিতা লিখতে পারি না, নইলে হয়তো এই কথাগুলোই কিছুটা অন্যরূপে লিখতাম। যদিও আপনি বলেছেন,

যেখানে অনেক প্রশ্নের সাথে বোধহয় অনেক নারীর মনের কথা সামিল।

কিন্তু আমি পুরুষ হলেও আপনার কবিতার প্রায় প্রত্যেকটি কথার মধ্যে আমার জীবনের সাদৃশ্য খুঁজে পাচ্ছি। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনার কবিতার অর্থ হয়তো আমার সবটা বোধগম্য নয়। তবে এই কবিতার প্রতিটি শব্দ যেন আপনার মধ্যে জমে থাকা হৃদয় বিদারক অনুভূতির এক একটি নিঃশব্দ আর্তনাদের বহিঃপ্রকাশ।

আমাদের সমাজে মনে এখনো একজন নারীর অনুভূতি হয়তো মূল্যহীন। তবে এটার সত্যিই পরিবর্তন প্রয়োজন। পাশাপাশি, আরো বলবো যে ছেড়ে চলে যাওয়া মানুষ গুলো হয়তো আপনার যোগ্যই ছিল না। ঈশ্বর সর্বদাই আপনার সাথে রয়েছেন দিদি। আপনার সুস্বাস্থ্য প্রার্থনা করি ঈশ্বরের কাছে।🙏

 6 months ago 

কবিতা টা পড়ছিলাম এবং মনে হয় নিজের অজান্তেই হারিয়ে গিয়েছিলাম তবে পড়তে পড়তে, কিছু লাইন গুলো একদম আমার জীবনের সাথে মিলে গেল ।

হাসির আড়ালে চোখের জল ঢেকে
এক্ গাল হেসে ভালো আছি বলেছেন কখনো?

একবার নয়, বহুবার,,বুকের ভিতর জমে রাখা কষ্টগুলো আড়ালে এক্ গাল হাসি দিয়ে ,বলেছি আমি ভালো আছি।

মৃত্যুর চাইতেও বেঁচে থাকার যন্ত্রণা অধিক
মেপে দেখেছেন কখনো?

মাঝেমধ্যে মনে হয় এই তীব্র যন্ত্রণা,, মৃত্যুর চাইতেও অনেক বেশি যন্ত্রণা দায়ক, ধন্যবাদ ম্যাম খুব সুন্দর একটি কবিতা ভাগ করে নেওয়ার জন্য বেশ ভালো লেগেছে।

 6 months ago 

সপ্নের মাঝে হারিয়ে যাওয়ার অনুভুতিটা খুব ভয়ংকর হয়ে থাকে।ঘুম ভেঙে যাওয়ার পরেও রেশ থেকে যায়। আপনার লেখা প্রতিটা লাইনের সাথেই কমবেশি পরিচয় আছে।
সবকিছু হারানোর মাঝে প্রিয় মানুষ হারিয়ে ফেলার মতো বোধকরি আর কিছুই হয় না।তাই যারা আছে তাদেরকে ধরে রাখার আপ্রান চেষ্টা করে যাচ্ছি।এর জন্য ছাড় দিতে হচ্ছে অবশ্য অনেক।কারন খুব ভালো করেই জানি ছাড় না দিলে স্বার্থে লাগবে।আর স্বার্থে লাগলে মানুষ হিংস্র হয়ে ওঠে। তাই ছাড় দিয়েই যাচ্ছি এটা ভেবে যে, তবু তারা থাকুক।
আপনার কবিতা হয়তো প্রতিটি মানুষেরই জীবনেরই প্রতিচ্ছবি।
ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59207.83
ETH 2464.61
USDT 1.00
SBD 2.43