আজকের কবিতা- প্রীতি।, Poetry- Love

in Incredible India8 months ago
1000024196.png

অনেক সময় কোনো ছায়াছবি অথবা ধারাবাহিকের ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু অভিনেতা অভিনেত্রীর অভিনয় দাগ কেটে রেখে যায়।

সেটা মুল চরিত্রের অভিনয় হতে পারে, আবার হতে পারে পার্শ্ব চরিত্রে অভিনয় করা কোনো চরিত্র।

এখন এই কথাগুলো দিয়ে আজকের লেখা কেনো শুরু করছি?
কারণ অভিনেতারা হয়তো আমাদের মনোরঞ্জনের জন্য অভিনয় করে থাকেন, কিন্তু বাস্তব জীবনে আমরা এমন অনেক মানুষের সংস্পর্শে আসি, যারা আত্মস্বার্থ চরিতার্থ করতে নিখুঁত অভিনয় করে থাকেন।

1000003222.jpg
1000004286.jpg
1000007229.jpg

মুশকিল হলো, অনেকেই এই বাস্তবিক নিখুঁত অভিনয় চিনতে পারেন না! কারণ বেশিরভাগ মানুষ, প্রশংসা, তোষামোদ এর গোলাম।

ফলস্বরূপ, মিষ্টি কথায় অতি সহজেই চিড়ে ভিজিয়ে ফেলতে সক্ষম হয় এক্ শ্রেণীর বাস্তব অভিনেতা অভিনেত্রীরা।

এটা যেমন বস্তবিকতার একটা দিক, তেমনি ব্যতিক্রমী মানুষ;
যাদের এই মিষ্টি কথা আর নকল প্রশংসা দিয়ে ভোলানো সম্ভব নয়, তাদের উপস্থিতি কম হলেও এই সমাজে আছে।
তারা নকল প্রীতির থেকে দূরত্ব বজায় রাখেন।

আর ঠিক সেই কারণে পৃথিবীতে খানিক ভারসাম্য এখনও বজায় আছে।
ক্যামেরার সামনে অভিনয় করা মানুষের চাইতেও দক্ষ অভিনয় বাস্তব জীবনে হামেশাই দেখতে পাওয়া যায়।

1000001733.jpg
1000001845.jpg
1000002214.jpg

সামনে প্রশংসা, সম্মান আর আড়ালে তাদের কদর্য চেহারা বহুবার দেখেছি!
একটা বিষয় জেনে রাখবেন, যে সকল মানুষ পরিস্থিতি সামলাতে ছলনার সাহায্য নেয়, তাদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবেন।

আজ যা অন্যের সাথে করছে, কাল আপনার সাথেও করবে না, এমনটা ভাবা নির্বুদ্ধিতার পরিচয় বহন করে।
বাস্তব জীবনের লড়াইটা একলা লড়তে গিয়ে এই সাপেদের আমি বেশ ভালো করে চিনেছি।
যারা নিজেদের প্রয়োজন অনুসারে খোলস বদলায়।

আমার কাছে সেই মানুষগুলো অনেক বেশি প্রিয় যারা আগে তিতা আর পিছে মিঠা এই প্রবাদে বিশ্বাসী।

ক্ষমতা বুঝে, যোগ্যতা অনুযায়ী যারা অন্যদের সম্মান দেয় তারা আসল জীবনে কখনোই ভালো মানুষের সংজ্ঞা বহন করে না।
কারণ, সম্মানটা তারা মানুষকে নয়, ক্ষমতাকে করে, যেদিন উপরিউক্ত বিষয়গুলো হাতছাড়া হবে, এদের চারপাশে খুঁজে পাওয়া যাবে না।

1000007058.jpg

আরেক ধরনের মানুষ আছে, যারা লোক সমক্ষে নিচু সুরে কথা বলে বোকা সেজে থাকে, কিন্তু এরা প্রকৃত অর্থে ধূর্ত স্বভাবের হয়।
অজ্ঞতার ভানের আড়ালে অন্যের বিশ্বাস অর্জন করে, পিঠে ছুরি চালাতে সিদ্ধহস্ত।

বর্তমান পরিস্থিতিতে নিজেকে এইসকল বাস্তবিক জীবনের অভিনয় থেকে দূরত্ব বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছি।
একটি অনু কবিতার মাধ্যমে নিজের মনের কথা তুলে ধরার প্রয়াস করলাম পরিশেষে।

1000002334.jpg

প্রীতি

একাকী পার করছি জীবনের পথ,
বয়ে অতীতের সুখস্মৃতির রথ।
এই তো সেদিনের কথা
যখন সবকিছুই ছিল বেশ;
আজও কাটেনি যার রেশ।

নির্ধারিত সময়ের হাত ধরে
আমার এই পথ চলা;
হারানো সম্পর্কের সাথে
একমাত্র মনের কথা বলা!

এক্ পা এগোই, দু'পা পিছই
স্মৃতির হাত ধরে;
একটু ধুলোর আভাস পেলেই
বসি নড়েচড়ে।

নতুন দিন, নতুন মানুষ
নতুন অনেককিছু;
নতুন মায়া, নতুন কায়া
প্রীতির আড়ালে, কালো ছায়া!

স্বার্থের খাতিরে যত মেলামেশা;
মনে মনে কেবল অঙ্ক কষা!
মেকি হাসি, মেকি সবকিছু;
অভিনয়ের আড়ালে, স্বার্থ চলে পিছু।

ছলনা আজ চিনতে পারি তাই;
নাটক দেখলেই দূরে সরে যাই।
বেঁচে থাক আমার অমলিন স্মৃতি;
চাইনা নতুন, নকল কোনো প্রীতি।

সুনীতা দত্ত।

1000010907.gif

1000010906.gif

Sort:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...

कविता में आपके शब्द बेहद प्रेरणादायक हैं। आपकी लेखनी से मन छू जाता है। अभिनय और वास्तविकता की बात बहुत ही सुंदर ढंग से कही गई है। धन्यवाद।

 8 months ago (edited)

I noticed your 2 line comments almost under each post, but let me tell you if that is your stategy to become a winner then you will be disappointed! Please read our last announcement post carefully @danish578

Okay thanks alot I'm going to read i will be careful next time if there is any mistake

 8 months ago 

1000024249.jpg

1000024250.jpg

1000024251.jpg

1000024252.jpg

1000024253.jpg

1000024254.jpg

1000024255.jpg

1000024256.jpg

1000024257.jpg

1000024258.jpg

Don't make fun with SEC.
I can highlight this to Steemit team and sc01 but I thought better to give you a chance to improve.

Thank you very much, ma'am.

But ma'am, I have read the announcement post. If the post quality is good with average engagement, then the winner is selected. However, if there is more than average engagement with good quality, is there any issue with that? Please clarify.

If my post quality is good and engagement is also the highest, then is there any issue in this? Or is the length of the comments too short? I have time in the morning scheduled for comments, so that's why I comment step by step on new posts in the morning.

 8 months ago (edited)

While sitting in the examination hall do you ask the same questions to your teachers;
SEC gives the opportunity to enhance writing skills, votes are not guaranteed as well as we can't assure anything regarding winners.

Try to focus on your writing and habituate yourself to read quality posts to enhance your writing skills.

We also count so many other things. All your comment are invalid because you rephrased your words.

Thank you very much, Ma'am. I think I understood a lot with just one example. Thank you very, very much. It won't happen like this next time

I don’t think you are doing good engagement at all:

IMG_2677.png

IMG_2678.png

IMG_2679.png

IMG_2680.png

IMG_2681.png

IMG_2682.png

"Your post its good" "its nice what you have done" and much more

You are just repeating and saying it’s nice without adding anything new.

Cc @sduttaskitchen, @steemcurator01

 8 months ago 

You did a fantastic job, my friend, I couldn't sleep the entire night because I found nowadays users raising unnecessary questions related to SEC and choosing winners which I think spamming.
Because they know if they win they will get support from sc01
However, some have started generating comments through AI!
I noticed those who have the highest comments, their post quality is not up to the mark!

I hope the Steemit team will keep faith in us and allow us to nominate winners.
The bad part is the person who started and raised this question is not at all a good human being and I have evidence against his behavior.
He used slang language for one of our moderators.
These people only try to gain the attention of sc01 by doing all these things and nothing else.

I have already said that I won't be like this next time. I will try to improve day by day.

But I also explain the post after saying all this, just as you can see in this comment.

If this is not better, then there is no problem, I will further improve it.

See this comment. Your idea is right about aggregating maturity based on mental abilities and the creativity to apply them.

 8 months ago 

দিদি আমরা সকলেই তো টেলিভিশনে যারা অভিনয় করেন তাদের ভালো করেই চিনি। কিন্তু বাস্তব জীবনে এমন কিছু অভিনেতা আছেন যাদের অভিনয় ধরতে না পারলে মহা মুশকিল। কারন এতে বিপদের সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়। যারা বস্তব জীবনে ছলনা করে, অভিনয় করে তাদের আসলে সম্মান নেই বলতে চলে।

যাইহোক দিদি আপনার কবিতা লিখার হাত খুব ভালো। জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে আপনার কবিতায়। ভালো লাগলো পুরো লিখনি পড়ে। ভালো থাকবেন। শুভকামনা রইলো।

 8 months ago 

আরেক ধরনের মানুষ আছে, যারা লোক সমক্ষে নিচু সুরে কথা বলে বোকা সেজে থাকে, কিন্তু এরা প্রকৃত অর্থে ধূর্ত স্বভাবের হয়।অজ্ঞতার ভানের আড়ালে অন্যের বিশ্বাস অর্জন করে, পিঠে ছুরি চালাতে সিদ্ধহস্ত।

বর্তমান সময়ে এই মুখোশধারী লোকগুলো বেশি দেখা যায় যারা ।যারা সরল সেজে মিষ্টি মিষ্টি কথা বলে অন্তরে ঢুকে সমস্ত কথাগুলো নিয়ে যায় এবং তারাই আবার আপনার বড় ক্ষতি করতে পারে। এইসব সরল হয়ে থাকা মানুষগুলো অন্তরে জিলাপির প্যাঁচ কসে থাকে।

বাস্তব জীবন থেকেই চলচ্চিত্র গুলো নির্মিত হয়। চলচ্চিত্র গুলোর বিভিন্ন চরিত্র যেভাবে থাকে আমাদের বাস্তব জীবনেও এই বিভিন্ন চরিত্রের মানুষ দেখা যায় ।আমিও আপনার মত মনে করি এভাবে সুবিধাবাদী আত্মীয়-স্বজন থেকে দূরে থাকাই ভালো ।

এই লেখাগুলোর সাথে সাথে আপনার কবিতা অসাধারণ ছিল ।দিদি সত্যি একা হাঁটা যে কতটা কঠিন তা শুধু সে বুঝতে পারে। কাছের মানুষের সাথে থাকা সুখের স্মৃতিগুলো সঙ্গে নিয়ে বাকিটা জীবন একা পার করা অনেক কষ্টকর।

আমাদের বাস্তব জীবন আসলেই অনেক কঠিন এবং সুন্দর। আপনার জন্য রইল শুভকামনা এবং নতুন কবিতা পড়ার অপেক্ষায় রইলাম ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.038
BTC 95135.46
ETH 3281.35
USDT 1.00
SBD 3.37