RE: আজকের কবিতা- প্রীতি।, Poetry- Love
আরেক ধরনের মানুষ আছে, যারা লোক সমক্ষে নিচু সুরে কথা বলে বোকা সেজে থাকে, কিন্তু এরা প্রকৃত অর্থে ধূর্ত স্বভাবের হয়।অজ্ঞতার ভানের আড়ালে অন্যের বিশ্বাস অর্জন করে, পিঠে ছুরি চালাতে সিদ্ধহস্ত।
বর্তমান সময়ে এই মুখোশধারী লোকগুলো বেশি দেখা যায় যারা ।যারা সরল সেজে মিষ্টি মিষ্টি কথা বলে অন্তরে ঢুকে সমস্ত কথাগুলো নিয়ে যায় এবং তারাই আবার আপনার বড় ক্ষতি করতে পারে। এইসব সরল হয়ে থাকা মানুষগুলো অন্তরে জিলাপির প্যাঁচ কসে থাকে।
বাস্তব জীবন থেকেই চলচ্চিত্র গুলো নির্মিত হয়। চলচ্চিত্র গুলোর বিভিন্ন চরিত্র যেভাবে থাকে আমাদের বাস্তব জীবনেও এই বিভিন্ন চরিত্রের মানুষ দেখা যায় ।আমিও আপনার মত মনে করি এভাবে সুবিধাবাদী আত্মীয়-স্বজন থেকে দূরে থাকাই ভালো ।
এই লেখাগুলোর সাথে সাথে আপনার কবিতা অসাধারণ ছিল ।দিদি সত্যি একা হাঁটা যে কতটা কঠিন তা শুধু সে বুঝতে পারে। কাছের মানুষের সাথে থাকা সুখের স্মৃতিগুলো সঙ্গে নিয়ে বাকিটা জীবন একা পার করা অনেক কষ্টকর।
আমাদের বাস্তব জীবন আসলেই অনেক কঠিন এবং সুন্দর। আপনার জন্য রইল শুভকামনা এবং নতুন কবিতা পড়ার অপেক্ষায় রইলাম ।