Khichdi recipe made with dalia(broken wheat).
![]() |
---|
It's been more than years since I didn't share any recipes!
Whereas many of you know that I started my journey on this platform;
as a food blogger.
In my earlier journal post, I promised that I would share the recipe for my dinner that I made with broken wheat.
Here I am with the recipe of
In India, khichdi is mostly formulated with rice and various lentils.
But today, I am here to share the khichdi recipe;
that I made with broken wheat, yellow lentils, and some seasonal vegetables.
Well! Before I move forward, how can I forget to share the history behind the recipe?
Khichdi is an epic delicacy.
In mythology(Mahabharata and Gita), we can find the name of the food.
During the Mughal dynasty, emperor Jahangir also relished the food;
Besides him, Aurangzeb was also fond of this delicacy.
But did you know! Friends, the word khichdi the word comes from the Sanskrit word
Queen Victoria also adores having khichdi.
In Bengali, we pronounce it "Khichuri."
However, the recipe is known by various names in different parts of India and outside of India.
I would say khichdi is an ancient food that has been modified with the time;
but still, people love to enjoy it, especially during the rainy season.
The delicacy is not only tasty but healthy;
because nowadays, people love to follow a diet and evade carbs.
|
---|
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
সত্যিই ঐদিন আপনার পোস্টে খিচুড়ির ফটোগ্রাফি টা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল। তাই আপনাকে অনুরোধ করেছিলাম খিচুড়ির রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে খিচুড়ির রেসিপি পেয়ে আমি অনেক বেশি আনন্দিত।
অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার খিচুড়ির রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই আমি আপনার রেসিপি ফলো করে এই খিচুড়ি রান্না করার চেষ্টা করব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
আপনার username দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আপনি একজন ফুড ব্লগার। এই প্রথমবার আপনার একটা রেসিপি আমার পড়ার এবং দেখার সৌভাগ্য হলো। তার সাথে আপনি খিচুড়ির ইতিহাসও শেয়ার করেছেন যেটা আমার একদমই অজানা ছিল।
ডালিয়ার খিচুড়ি আমার মারও অত্যন্ত পছন্দের একটা পদ।আমিও খিচুড়ি খেতে মোটামুটি ভালোবাসি তবে সেটা শুধুমাত্র লাঞ্চে এবং ডিনারে। ব্রেকফাস্টে বা সন্ধ্যেবেলা কেউ আমাকে খিচুড়ি দিলে আমি খাবো না। কারণ দিনে আমি এতবার করে চা খাই এবং খিচুড়ি খাওয়ার পর চা খেয়ে আমি দেখেছি যে আমার অম্বল হয়।
আপনি একদমই সঠিক বলেছেন, বর্ষাকালে বেশিরভাগ মানুষ খিচুড়ি খেতে পছন্দ করে। এই শীতের মধ্যে কোথায় মাংসের একটা ভালো রেসিপি শেয়ার করবেন! বলিহারি বটে।
আমি অনেকদিন হলো খিচুড়ি রান্না করি না ।আপনার এত সুন্দর খিচুড়ি রান্নার রেসিপিটি দেখে লোপা সরাতে পারছি না ।ইচ্ছে করছে যেন কালকে রান্না করি ।রান্নার প্রতিটি উপকরণ আপনি খুব সুন্দর লিখে এবং ফটোগ্রাফির মাধ্যমে তা আমাদের সাথে শেয়ার করেছেন ।সত্যি দিদি আপনি এত সুন্দর রান্না করতে পারেন ।
পরবর্তী সময়ে যখন আমি কলকাতায় যাব অবশ্যই আপনার হাতে খিচুড়ি রান্না খাবো। আপনার কাছে অগ্রিম নিমন্ত্রণ চেয়ে রাখলাম ।বাংলাদেশী এই অতিথি আসলে অবশ্যই এই খিচুড়ি রান্না করে খাওয়াবেন ।পরবর্তী আকর্ষণের রেসিপি পড়ার অপেক্ষায় রইলাম ।
আপনি যে একজন ফুড ব্লগার এটা আপনি অনেকবারই বলেছেন। এছাড়া আপনার ইউজার নেইম দেখলেও যেকেউ বুঝতে পারবে।
ডালিয়া নামটার সাথে আমি অনেক আগে থেকেই পরিচিত। বিশেষ করে আগে একটা ইন্ডিয়ান ম্যাগাজিন আমাদের বাসায় কিনতো আমার ভাই ,যার নাম ছিল সানন্দা। সেখানে অনেক ধরণের রান্নার রেসিপি থাকতো। সেখান থেকেই পরিচিত।
কিন্তু আমাদের দেশে কেউ খায় কিনা আমার জানা নেই। অনেক বার ভেবেছি গমই তো , এটাকে কোনো ভাবে হাফ ভেঙে খাবো। কিন্তু কেমন লাগবে ভেবে সাহস পাই নাই কখনো।
আজকে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে ভালোই হবে খেতে। আর সাহস করে রান্না করাই যায়।
ধন্যবাদ এই রেসিপি শেয়ার করার জন্য।
ভালো থাকবেন সবসময়।