সময়ের সঠিক ব্যবহার।Journal - Appropriate usage of time!

in Incredible India2 months ago (edited)
1000027225.png

আমার মত সকলের জন্যই ২৪ ঘণ্টা নির্ধারিত।
কথাটা আজকাল কেনো জানিনা নিজের অজান্তেই মুখে চলে আসে।

আপনাদের সাথে ভাগ করে নেবার পাশাপশি;
গতকালের দিনটি কিভাবে অতিবাহিত করেছি সেটাই নথিভুক্ত করে রাখছি আজকের লেখায়।

একটি সূর্যাস্ত নিয়ে গেছে জীবন থেকে একটা দিন, অনেকগুলো বছর যেমন লড়াই করতে করতে কখন যেনো পার করে ফেলেছি!
তাই মাঝে মধ্যে দু'একটা দিনকে এরকম ভাবে লিপিবদ্ধ করে রাখতে চাই।

জানিনা, কোন সূর্যাস্ত শেষ রেখা টেনে দিয়ে যাবে জীবনের পথে!
আমার মত অবশ্য কারোরই জানা নেই।
এটাই ভালো জানেন, কিছু বিষয় অজানা থাকা।
সবটা জেনে ফেললে হয়তো, ভীতি সহ অর্থহীন হয়ে যেতো জীবনের মুহূর্তগুলো;
ঠিক যেমন রহস্য গল্পে আগে থেকে খুনীর পরিচয় জানতে পেরে গেলে হয়।

চলুন অনেক কথা বলে ফেললাম, এবার গতকালের দিনটিকে লিপিবদ্ধ করতে করতে আপনাদের সাথে ভাগ করে নেওয়া যাক।
গতকাল আমার দিন শুরু হয়ে গেছিলো রাত বারোটার পর থেকে কারণ কাল আমার কিউরেশন ছিল।

সফলতা একলা আসে না, সঙ্গে নিয়ে আসে দায়িত্ব, আর সেই দায়িত্ব নিজের সবটুকু দিয়ে সমাধা হচ্ছে কিনা, সেটাও সে পরীক্ষা করে দেখে! কি বিশ্বাস হলো না?

মাঝে মধ্যেই যখন স্টিমিট এ ভোট দিলে দেখা যায় না, কমেন্ট করলে দেখা যায় না, সেই সময় চলে আমাদের মত দায়িত্বে থাকা মানুষের পরীক্ষার পালা।

এরপর সকাল ৯টা থেকে পুনরায় ভোট দেবার পর্ব শুরু করেছিলাম।
তার আগে অবশ্য সকলের চায়ের আমেজ নিয়ে নিয়েছিলাম।

আর সেই চা খেতে খেতে তৈরি করে ফেলেছিলাম, কোন কাজের পর কোনটা করবো।

ঠিক যখন ঘড়ির কাঁটা জানান দিয়েছিল দুপুর ১২ টা বেজে গেছে, তখন কিউরেশন ছেড়ে ঘরের কাজে হাত দিয়েছিলাম।
সেই কাজ শেষ করে স্নান করে উঠে ঘড়িতে দেখলাম প্রায় সাড়ে তিনটে বাজতে যায়।

1000026991.jpg
1000026990.jpg
1000026993.jpg
1000026992.jpg
(আমগুলো শৈশবে ফিরিয়ে নিয়ে গিয়েছিল, যখন নিজেই গাছ থেকে পেড়ে খেতাম)

যেই সবে পুজো দিয়ে উঠেছি, দেখি মাসতুতো দাদার ফোন জানালো দোকানের এক্ কর্মচারীকে দিয়ে বেশ কতক গাছ পাকা হিমসাগর আম পাঠিয়েছে, পাঁচ মিনিটেই পৌঁছে যাবে!
যেমনি কথা তেমনি কাজ! ঠিক তাই হলো,মিনিট পাঁচেক লাগেনি, সেই কর্মচারীর ফোন এসে গেছে জানিয়ে, উপরে আসতে বললাম।

তারপর, ট্রেনের সময় দেখে বলল দাঁড়াবে না, একটু বাদেই নাকি ট্রেন আছে;
আমি ট্রেনের সময় এবং ট্রেন সম্পর্কে যাবতীয় বিষয় সম্পর্কে ভীষণ আনাড়ি!

ছেলেটি চলে যাবার পর, আমগুলোকে ব্যাগ থেকে বের করলাম, কারণ হিমসাগর আম বাইরে থেকে দেখতে সবুজ হলেও ভিতর পেকে যায়।

এতটা রাস্তা রোদ্দুরে ছিল, সাথে গাছ পাকা আমের গায়ে প্রচণ্ড কষ লেগে থাকে।
অনেক গুছিয়ে পাঠিয়েছিল, সব বের করে টেবিলে খোলা জায়গায় বের করে রেখেছিলাম।
আর দুটো আম জলে ভিজিয়ে রেখেছিলাম রাত্রের জন্য।

এইসব সেরে ফোন করলাম ফ্ল্যাটের একজনকে।
কারণ গতকাল ফ্ল্যাটের মিটিং হবার কথা ছিল তবে সময় নিয়ে একটু টানাপোড়েন চলছিল।

শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো, রাত ৮ টায় মিটিং হবে, এমাসে ফ্ল্যাটের ইলেকট্রিক বিল সহ, লোক দিয়ে সিঁড়ি পরিষ্কার করানোর দায়িত্ব আমার।
সাথে সারা মাসের টাকার হিসেব রাখা।
এক্ মাস করে ৪ জনের মধ্যে খাতা ঘোরে, এবারে আমার পালা।

ফোনে কথা শেষ করে বেশ কিছু পোস্ট পড়লাম, কারণ যাতে দ্বিতীয়ার্ধে কোনো অসুবিধা না হয়।
যেহেতু এই মুহূর্তে আমাদের এখানে ভোট গণনা চলছে, তাই শব্দ দূষণের জ্বালায় ঘরে টেকা দায়।

এরপর সাপ্তাহিক কিউরেশন রিপোর্ট কমিউনিটি একাউন্ট থেকে পাবলিশ করলাম, যেটি সকালে লিখেছিলাম, কিউরেশনের ফাঁকে।

এরপর, মনে মনে ঠিক করে নিলাম, কিছু জিনিষ কিনে নিয়ে আসবো, মিটিং শুরু হবার আগে, তাতে এক্ কাজে দুই কাজ হয়ে যাবে।

সাতটায় তৈরি হয়ে বেরিয়ে গেছিলাম, বেশি কিছু কেনার ছিল এমনটা নয়, মাঝেমধ্যে আমি নতুন নতুন রাস্তা দিয়ে আজকাল মার্কেটে যাই।

ভালো লাগে, চিনে রাখি জানিনা কখন কোন পথ কবে বন্ধ হয়ে যাবে, কাজেই নতুন পথ জেনে রাখা ভালো।

1000027217.jpg
  • গতকাল যেসকল জিনিষ কিনে এনেছিলাম।👇
দ্রব্যের ছবি
দ্রব্য মূল্য(ভারতীয় দর)
১.ঠাকুরের ধুপকাঠি(২প্যাকেট)
1000027210.jpg
৫৫ টাকা(২.৪৩স্টিম)
২. মুড়ি (১প্যাকেট)
1000027226.jpg
২৩টাকা(১.০২ স্টিম)
৩. বাসন মজার সাবান(৬০০গ্রাম)
1000027223.jpg
৫০টাকা(২.২১ স্টিম)
৪. আমূল এর গুঁড়ো দুধ(২০০গ্রাম)
1000027227.jpg
৯২টাকা(৪.০৭স্টিম)
৫. চা পাতা( ১০০ গ্রাম)
1000027228.jpg
৪২ টাকা(১.৮৬ স্টিম)
৬.সর্ষের তেল (১লিটার)
1000027229.jpg
১৪২ টাকা(৬.২৮ স্টিম)
সর্বমোট খরচ
৪০৪ টাকা (১৭.৮৮ স্টিম)

এই চা পাতা আমাকে রাখতে হয় অতিথি আপ্যায়নের জন্য। তাদের কে তো গ্রীন টি খেতে বলতে পারি না, আর বলে দেখেছি সরাসরি নাকচ করে দিয়েছে সবাই,
উল্টে প্রশ্ন আমি কি করে খাই!

ফ্ল্যাটের সিঁড়িতে পা দিয়েছি দেখলাম ৮ বেজে ৫ মিনিট।
আমার কাছে একজন জানতে চাইলো কোথায় মিটিং হবে, আমি জানিনা বলে দিলাম।
সেই সময় আমাকে দেখার মতো পরিস্থিতি, জামা ভিজে একাকার।

1000027213.jpg
1000027214.jpg
(সর্ষের তেলের সাথে গরম মশলা ফ্রী পেয়েছি তাই দাম লিখিনি🤭)

জিনিসগুলোকে রেখে, ঘর খুলে তাদের টেবিলের উপরে রেখে ফোন করলাম।
তারপর ছাদে যেই উঠেছি, গায়ে বৃষ্টির জলের ফোঁটা পড়লো, কি যে প্রশান্তি ভাষায় প্রকাশ করার নেই।
তবে বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে আধা ঘণ্টা অতিবাহিত হয়ে গেলো।
এরপর নিচে নেমে, টাকা আর খাতা নিয়ে যখন ঘরে পৌঁছলাম দেখি সাড়ে নয়টা বেজে গেছে।

কি আর করা? আগে জামা কাপড় পরিবর্তন করে, জল খেলাম। শরীর ভালো লাগছিল না তাই পাঁচ মিনিট বসে, মাসের যে যেটুকু টাকা দিয়েছে, খাতায় তুলে ওহাটসঅ্যাপ গ্রুপে ও লিখে দিলাম।
কারণ, ফ্ল্যাট কিনে রাখলেও ফ্ল্যাটে সবাই থাকেন না।

এরপর, আবার বসে গেলাম কাজ নিয়ে।
কাজ যখন শেষ হলো ঘড়িতে দেখলাম প্রায় রাত দেড়টা।
একটা দিন শেষ হয়ে গেলো এভাবেই, অবশ্য ভিজিয়ে রাখা আম দুটো খেতে ভুলিনি।

1000010907.gif

1000010906.gif

Sort:  
 2 months ago 

আপনার অতিবাহিত পুরো দিনের কার্যকলাপ আমি খুব মনোযোগ সহকারেইপড়েছি।আসলে একজন মানুষের কাধে কতোটা দায়িত্ববোধ থাকলে এতোটা কর্মব্যস্তদিন অতিবাহিত করতে পারে তা আমার জানা নেই।তবে আপনার ব্যাস্ততা নিঃসন্দেহে আমাদের সকলের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।যে সময় আমরা ঘুমে বিভর থাকি সেই সময় থেকে আপনি কাজ শুরু করেছেন।এরপর বাসার কাজ সামলিয়েছেন।কমিউনিটির কাজ সামলিয়েছেন।বাসার মিটিং, আবার বাজারে যাওয়া।অনেক চিন্তাভাবনা করে বাজারসজাই নিয়ে আসা।প্রতিটি কাজই ছিলো দীর্ঘ সময়ের কাজ।আসলেই আপনাকে স্যালুট জানাতেই হবে।একজন মানুষ যিনি কিনা ঘরের কাজ সামলানোর পরে এর বাইরে অনেক কাজ করে থাকেন।আপনি অনেক শক্তিশালী মনের অধিকারী একজন মানুষ। ভালো থাকবেন।আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন এটাই প্রার্থনা করি।

TEAM 7

Congratulations! Your comment has been upvoted through steemcurator09.

Curated by : @sduttaskitchen
Loading...

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 2 months ago 
  • আপনার লেখা শীর্ষকটির মধ্যে দিয়ে বহুমূল্যবান একটি বার্তা দিয়েছেন আপনি। সত্যিই সময়ের সঠিক ব্যবহার আমাদের প্রত্যেকের জানা উচিত। শুধুমাত্র তখনই সময়কে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হয় এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে সমস্ত দায়িত্ব পালন করা যায়।

  • আমাদের সকলের জন্যই নির্ধারিত সময় এক। তবে সময়ের সঠিক ব্যবহার না জানার কারণে অনেক সময় আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি নিজেও তাদের দলেই, যারা সময়কে সঠিক ভাবে পরিচালনা করতে পারে না, যার ফলে সামান্য দায়িত্বও কখনো কখনো ক্লান্ত করে তোলে।

  • তবে আপনার কার্যক্রম পড়ে বুঝতে পারি আপনি একা হাতে সমস্ত দিক শুধুমাত্র এই কারণেই সামলাতে পারেন কারণ, সময়ের সঠিক ব্যবহার আপনি করে থাকেন। এই মাসে ফ্ল্যাটের আরও একটি নতুন দায়িত্ব আপনার কাছে এসেছে এবং জীবনের বাকি সকল দায়িত্বের মতন, এই দায়িত্বটিও আপনি অনেক ভালোভাবে পালন করবেন, এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত।

  • সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য, পাশাপাশি প্রতিটি জিনিসের দ্রব্যমূল্য এতো সুন্দরভাবে উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সর্বদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61129.70
ETH 2660.38
USDT 1.00
SBD 2.55