সহযোগিতা। (co-operation)

in Incredible India5 months ago
1000027559.png

আজকে একটি শব্দ বেছে নিয়েছি নিজের লেখার শীর্ষক হিসেবে।
শব্দ একটি

"সহযোগিতা"
কিন্তু যদি একটু তলিয়ে ভাবা যায়, এই শব্দের পিছনের গূঢ় অর্থ গভীর!

শুরু থেকে শুরু করা যাক। এখন যদি শুরু থেকে শুরুর কথা বলতে হয় ফিরে যেতে হবে সেই শৈশবে।

কারণ?

  • সহযোগিতার সূত্রপাত তো সেই শৈশব থেকেই।
    দেখুন যদি মা বাবা সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন তাহলে কি আমরা হাঁটতে শিখতাম?

  • এরপর যদি স্কুলে ভর্তি না করে দিতেন, আর শিক্ষক শিক্ষিকা এগিয়ে এসে আমাদের আক্ষরিক জ্ঞান অর্জন করতে সহযোগিতা না করতেন, আমরা কি নিজেদের শিক্ষিত মানুষের মধ্যে গণ্য করতে পারতাম?

আরে আরে! আরো আছে, সবে তো শুরু করে স্কুল পর্যন্ত পৌঁছলাম, এর মধ্যেই জ্ঞান দিচ্ছি ভেবে এড়িয়ে গেলে হবে!

পড়াশোনা শেখার সময় যখন কখনও ক্লাস বাদ যেতো তখন এগিয়ে এসে সহপাঠীদের সহযোগিতা না পেতাম তাহলে কি হতো?

ক্লাসে নিজের দুষ্টুমি আড়াল করার জন্য বাকি বন্ধুদের মাথা পেতে শাস্তি মেনে নেওয়া বিনা দোষ করেই, সেটাও তো সহযোগিতা, নয় কি?

এইবার আসবো কর্ম জীবনের কথায়, বাস্তব জীবনের কথায় কারণ এই ক্ষেত্রেও আমরা কিন্তু সহযোগিতার উপরে নির্ভরশীল।

একটু বড় হয়ে যখন কর্ম জীবনে পদার্পণ করা হয়, অথবা সংসার জীবনে সব ক্ষেত্রেই সহযোগিতা শব্দটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে।

সহযোগিতা না পেলে যেমন কিছু শেখা সম্ভব নয়, তেমনি জীবনের পথে এগিয়ে চলা প্রায় অসম্ভব।
তার বেশ কিছু উদাহরণ পূর্বেই উল্লেখিত।

যখন আমরা বুঝেতে শিখে যাই, আর নিজেদের কাজ নিজেরা করতে সক্ষম হয় যাই, কারোর সহযোগিতা আর প্রয়োজন নেই এমনটা মনে হওয়া ঠিক তখন থেকেই অনুভব করতে শুরু হয়ে যায়।

কারণ, আমাদের উপার্জন আছে, পেটে বিদ্যার অহঙ্কার আছে, আমদের এখন আর পরনির্ভরশীল হয়ে বাঁচতে হয় না, অফিসে অথবা ব্যবসায় এখন আমি সিদ্ধহস্ত, ইত্যাদি ইত্যাদি।

কাজেই, কথায় কথায় মেজাজ হারানো, কটাক্ষপাত, আমাদের সহজাত হয়ে যায়। নতুন কেউ অফিসে আসলে, একটু বাঁকা হেসে পাশের পুরোনো সহকর্মীর সাথে সমালোচনা এটাও জানেনা!
কি দেখে কাজে নিয়েছে কে জানে?

আবার বিপরীত দিকে আরেক পক্ষ মানুষকেও দেখা যায় যারা আগাগোড়া সহযোগিতায় বিশ্বাসী ছিলেন এবং শেষ পর্যন্ত একই রকম থাকেন।

আচ্ছা, এই বৈষম্যের পার্থক্য কি?
কারণ, গোড়ার শিক্ষা যেটা সেই শৈশবে শেখানো হয়েছিল, ভাগ করলে ভালোবাসা বাড়ে!
আজকে তুমি পাশে নিস্বার্থ ভাবে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে, নিজের বিপদে কারোর সহযোগিতা পাবে না!

1000019559.jpg
(পরিচিত হোক অথবা অপরিচিত চলার পথে সকলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানবিকতা)

আজকে যা অন্যের কাল সেটা তোমার সাথেও ঘটতে পারে, কাজেই নিজের সাধ্যের সবটুকু দিয়ে পাশে দাঁড়াতে হয়।

এই কথাগুলো আমার মা এর কাছ থেকে ছোটবেলায় অনেক শুনেছি, তখন কিছুই বুঝতাম না, কারণ আমার মা দেখতাম, আত্মীয় স্বজন হোক বা পড়শী কারোর ক্ষেত্রেই নিজের সহযোগিতায় কার্পণ্য করতেন না।

তখন আমি স্কুলে ভর্তি হয়নি, আমার দিদি স্কুলে যাওয়া সবে শুরু করেছে, অবাক হবেন না, অনেকেই আমার স্মৃতিশক্তি সম্পর্কে ওয়াকিবহাল।

1000006366.jpg

সেই সময় আমার মা বসে করে একরাশ পুজোর বাসন বাসে করে বয়ে নিয়ে যেতো আমার মেজো মাসীর বাড়ির ঝুলন উৎসবের জন্য।

সাথে আমরা দুই বোন, আমার আবার বসে উঠলে বমি হতো! বাবা, অবশ্য এক্ ধরনের ব্যাগ সঙ্গে দিয়ে দিতেন, যেগুলো ফ্লাইটে ব্যবহৃত করা হয় একই কাজের জন্য।

এরপর আমার মেসো মশাই হাসপাতালে ভর্তি, আমার মাসতুতো দাদার হাসপাতালে ভর্তি এই সময়গুলোতে মায়ের পরিশ্রমের কথা আমি আজও ভুলিনি।

সময়ের সাথে অসময় মানুষটি চলে যাবার আগে বলে গেছিলো, আমি না থাকলে তোদের কেউ দেখবে না, মানে ওই সহযোগিতা আর কি!

1000017835.jpg
(ভীড় ট্রেনে, বাসে বয়স্কদের সহযোগিতা কাম্য)

একেবারেই অক্ষরে অক্ষরে ফলে গেছিলো কথাগুলো, তবে তার মানে এই নয়, তাঁর শিক্ষা ভুলে, অসহযোগী মানুষদের পাশে দাঁড়াই নি!

আমার কথার আজকের বিষয়বস্তু হলো, এটা ভাবার কোনো কারণ নেই, আমার কাউকে প্রয়োজন নেই আমার সব আছে!

কাল আমাদের জন্য কি বয়ে আনবে সেটা কিন্তু আমরা কেউ জানিনা! কাকে, কার কোন কারণে প্রয়োজন হবে সেটাও আমাদের জানা নেই!

বছর দুয়েক আগেই এরকম একটা ব্যাক্তিগত বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি নিজেই গেছি।

1000018504.jpg
1000006172.jpg
1000018501.jpg
(তোমাদের শিক্ষা আজও আমার পাথেয়)

মায়ের চলে যাবার পরে মুখ ঘুরিয়ে নেওয়া আত্মীয়র আমার সহযোগিতার প্রয়োজন পড়েছিল, আমি কিন্তু পুরোনো অপমান মনে না রেখে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে ছিলাম।

তবে, কাজ সমাধা হয়ে গেলে মনেও করিয়ে দিয়েছিলাম, তাদের ব্যবহার, যাতে ভবিষ্যতে অন্যের সাথে এই ধরনের আচরণ করবার আগে দু'বার ভাবে।

আগে, আমি না বলতে পারতাম না, আর এখন এই একলা জীবনে আমি অবলীলায় না বলতে সক্ষম বিশেষ করে একাধিক বার যারা আমার বিশ্বাস, আমার ভালবাসা আর ভরসাকে অপমানিত করতে কুণ্ঠা বোধ করেন নি।

আমি আগের দিন এই প্ল্যাটফর্মের সহকর্মীকে বলছিলাম, এখানে দু'রকমের বন্ধুত্ব দেখতে পাওয়া যায়।

প্রথম :- যারা সামনে বন্ধুত্ব দেখলেও পিছনে সবচাইতে বড় শত্রু।
দ্বিতীয়টি :- একেবারে সত্যি আনকোরা বন্ধুত্ব।

আমার প্রথম কিউরেশনে যারা ছিলেন তাদের মধ্যে দুজন উল্লেখযোগ্য সহকর্মী ছিলেন, যাদের অবদান এবং সহযোগিতা অনস্বীকার্য!

তাদের সহযোগিতা ছাড়া হয়তো আমি অনেক কাজ শিখতেই পারতাম না, এরপর আরো আছে, যেমন পদোন্নতির সাথে সাথে বেশকিছু বিষয়বস্তু শেখার প্রয়োজন পড়ে।

সেগুলোর ক্ষেত্রে আমার কালঘাম ছুটে গেছে, কিছু মানুষের ভাবভঙ্গি দেখে এবং শাসন এর মধ্যে দিয়ে গিয়ে।
তবে, ওই যে কথায় আছে, যার কেউ নেই তার ভগবান আছে, আমার ক্ষেত্রেও সেই রূপে বেশ কিছু মানুষের দেখা আমি পেয়েছি, যারা কোনো স্বার্থ ছাড়াই সহযোগিতার হাত বাড়িয়ে অনেক কিছু শিখিয়েছেন।

পরিশেষে, একটাই বার্তা দেবার প্রয়াস করবো, আজকে যা আমার, কালকে সেটা আপনারও হতে পারে, কাজেই সহযোগিতার অভ্যেস জীবনের শেষ দিন পর্যন্ত নিঃস্বার্থ ভাবে করে করে যান।

1000010907.gif

1000010906.gif

Sort:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 5 months ago (edited)

Helo respected Ma’am @sduttaskitchen
I feel that when the creator of an Incredible community writes on co-operation, then it will undoubtedly be Incredible. Respected Ma’am you extracted the entire storehouse of knowledge on this subject and has threaded the cooperation from the beginning of human life to adulthood in one thread. Your saying that what is mine today will be someone else's tomorrow shows your inner greatness. No one becomes great just like that without this thinking . you have made others accept your greatness by your thoughts, actions and ideals.
I fully support all your words and I am confident that now no one will be able to stop me from learning new things by you.

Loading...
 5 months ago 

সহযোগিতা শব্দটা ছোট হলেও এর ভেতরে অর্থ অনেক গভীর। আসলে ছোটবেলা থেকে যতটুকু দেখেছি। বাবা-মা আত্মীয়-স্বজন সবাই যদি আমাদেরকে সাহায্য না করতো। তাহলে হয়তো বা বড় হতাম। কিন্তু মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানতাম না।

সহযোগিতার সূত্রপাত তো সেই শৈশব থেকেই।
দেখুন যদি মা বাবা সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন তাহলে কি আমরা হাঁটতে শিখতাম?

আপনার কথার সাথে আমি ১০০ ভাগ সহমত পোষণ করছি। সৃষ্টিকর্তা অনেকটা দয়া করেই আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বাবা-মা তাদের সহযোগিতার মাধ্যমে আমাদেরকে হাঁটতে শিখিয়েছেন। খাবার খেতে শিখিয়েছেন, এবং তাদের সহযোগিতায় আমরা স্কুলে গিয়ে ভর্তি হয়ে শিক্ষা লাভ করেছি।

সহযোগিতা পাওয়া এবং সহযোগিতা করা, এই ধরনের মন মানসিকতা নিয়ে বর্তমান সময়ে মানুষ তেমন একটা চলাফেরা করে না। বর্তমান সময়ের মানুষের সবচাইতে বড় চিন্তা হচ্ছে, কিভাবে অন্যকে ঠকিয়ে নিচে উপরে ওঠা যায়। কিন্তু আমার কাছে মনে হয়। একজন মানুষকে সহযোগিতা করেও উপরে ওঠা সম্ভব।

আজকে আমি যদি একজন মানুষকে সাহায্য সহযোগিতা করি। পরবর্তী সময়ে আমি যদি কখনো বিপদে পড়ি। সেই মানুষটার সাথে দেখা হলে সে অবশ্যই আমাকে সাহায্য করবে, এটা আমি বিশ্বাস করি। আপনার বাবা-মা এই পৃথিবীতে নেই। তাদের শিক্ষা নিয়ে আপনি এখনো পথ পাড়ি দিচ্ছেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আপনার এই পথ চলা আরো অনেক সুদূরপ্রসারী হোক।

আপনার কাছ থেকে আমি নিজেও অনেক সহযোগিতা পেয়েছি এবং নিজের কাজ করার ক্ষেত্রে, সে বিষয়গুলো প্রয়োগ করেছি। ইনশাআল্লাহ যতটুকু আপনি সাহায্য করেছেন, তার মধ্যে আমি সফল হয়েছি। আমি ঠিক জানিনা আপনার পোস্ট অনুসারে আমি সঠিক মন্তব্য করতে পেরেছি কিনা? যদি ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69212.15
ETH 2511.68
USDT 1.00
SBD 2.57