দাদার ভূমি পুজোয় উপস্থিতির কিছু ছবি।

in Incredible India2 years ago
png_20221203_195920_0000.png

প্রিয় বন্ধুরা,
আপনাদের সকলকে সপ্তাহ শেষের দিনগুলো ভালোভাবে কাটার শুভেচ্ছা জানিয়ে, আমার লেখায় স্বাগত জানাচ্ছি।

দেখতে দেখতে একটা গোটা বছর শেষ হতে চলেছে, সময় কিভাবে কেটে যাচ্ছে চোখের পলকে সেটা বোঝা দায়।

আমার তো মনে হয় এই তো সেদিন বছর শুরু হলো, একটা করে বছর আসে আর যাবার সময় দিয়ে যায় ভালোর পাশাপশি অনেক দুঃখের মুহূর্ত।

ভূমি পুজোর কিছু মুহুর্ত:-

IMG-20221201-WA0010.jpg

IMG-20221201-WA0009.jpg

IMG-20221201-WA0007.jpg

IMG-20221201-WA0006.jpg

IMG-20221201-WA0005.jpg

কত চেনা, পরিচিতি মানুষ প্রতি বছর চিরতরে হারিয়ে যায় প্রতিবছর, নিজের জীবনের উত্থান পতনের কত অভিজ্ঞতা জম হয় বছর শেষে।

কত নতুন সম্পর্ক সৃষ্টির পাশাপশি ভেঙে যায় কত কাছের সম্পর্ক, এটাই হয়তো জীবন এবং জীবনের শিক্ষা।

এই সপ্তাহটা বেশ ব্যস্ততায় কেটেছে আমার, নিজের কাজের থেকেও নিজের মানুষের পাশে থাকার জন্য।

সেরকমই একটি কারণে আমাকে এই সপ্তাহে হাজির হতে হয়েছিল আমার দাদার ভূমি পুজোয়।

আমরা ধর্ম ভীরু মানুষ তাই যেকোনো কাজের ক্ষেত্রেই পরমেশ্বরের আশীর্বাদ নিয়ে কাজ করাতে বিশ্বাসী।

সেইরকমই আমার দাদা শপিং কমপ্লেক্স তৈরির পূর্বে জমিতে ভূমি পুজোর আয়োজন করেছিল, এবং আমিও নিমন্ত্রিত ছিলাম অন্যান্য অনেক মানুষের মতো।

মাটিও আমাদের মা,তাই সে পূজিত:-

IMG-20221201-WA0012.jpg

IMG-20221201-WA0013.jpg

IMG-20221201-WA0014.jpg

IMG-20221201-WA0015.jpg

IMG-20221201-WA0016.jpg

IMG-20221201-WA0017.jpg

IMG-20221201-WA0018.jpg

IMG-20221201-WA0019.jpg

IMG-20221201-WA0020.jpg

পুজো ভালোভাবেই সুসম্পন্ন হয়েছিল, কিন্তু আমার ভালো লাগার বিষয় ছিল, সেখানে উপস্থিত এমন অনেক মানুষের জন্য যারা আমাকে একেবারে ছোট দেখেছেন;
আর এই পুজোর মাধম্যে পুনরায় তাদের সান্নিধ্যের সুযোগ পাওয়া এটা আমার কাছে অনেক বড় ব্যাপার।

আশীর্বাদ এমন একটি জিনিষ যা চোখে দেখা যায় না বটে কিন্তু তার শক্তি এতোটাই যে, আমাদের জীবনের চলার পথে বড়দের এই আশীর্বাদ আমাদের অনেকদূর পৌঁছতে সাহায্য করে।

সবচাইতে বড় বিষয়, যাদের আমি কন্যা সম তারা আজ আমার থেকে পরামর্শ নিচ্ছিলেন কিছু বিষয়, এটা আমাকে খানিকটা অবাক করেছে!

সেদিন আমি বুঝলাম আমি বড়ো হয়েছি, যেখানে বড়দের সম্মানের সাথে নিজের অভিমত প্রকাশের অনুমতি তারা আমাকে দিচ্ছেন, এটার মানে এই নয় নিজেকে আমি তাদের উর্ধ্বে মনে করবো, এটার মানে সম্মান দিলেই সম্মান পাওয়া যায়।

বহু সন্মানিত ব্যাক্তিত্বের সান্নিধ্যে:-

IMG-20221201-WA0008.jpg

IMG-20221201-WA0004.jpg

আমরা অনেক সময় কথাটি ভুলে যাই, কিন্তু আমার শিক্ষা আমকে আজও সেটা ভুলতে দেয় নি, তাই সকল আলোচনায় আজ ছোটো হয়েও, আমার কথার হয়তো গুরুত্ব দেওয়া হয়।

এই বছরটি আপনাদের কেমন কেটেছে জানিনা, তবে আমাকে অনেক চ্যালেঞ্জের সন্মুখীন হতে হয়েছে, এখানে যারা আমাকে ব্যক্তিগত ভাবে চেনেন তারা বিষয়গুলি জানেন।

তবে পরিশেষে বলবো, এটাই হয় জীবন, যেখানে পাওয়া এবং না পাওয়াকে পাথেয় করে এগিয়ে চলতে হয় অবিরাম।

আমিও সেই চেষ্টায় সামিল বহু বছর ধরে, সবারই কিছু না কিছু লড়াইয়ের গল্পো আছে, আমি কেবলমাত্র একা নয় যে, জীবনযুদ্ধে সামিল।

তবে অনেকেই ধৈর্য্য হারিয়ে মাঝ রাস্তায় থেমে যান, আর আমি এখনও পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছি এই হয়তো পার্থক্য।

আজ এখানেই সমাপ্তি ঘটিয়ে বিদায় নিলাম, তবে আশায় থাকলাম আপনাদের উপস্থিতি, সমর্থন এবং মন্তব্যের।

ভালো থাকুন, আর নিজের ভালো ছড়িয়ে দিন সমাজের প্রতিটি মানুষের মাঝে।

top.fw.png
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

Sort:  

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

Loading...
 2 years ago 

আপনার পরিবারের সকলের ছবি দেখে ভালো লাগলো দিদি।আশাকরি আপনি সকলের সাথে ভালো সময় কাটায়েছেন। সত্যিই যখন বড়োরা আমাদের থেকে পরামর্শ চান, তখন একটু অবাক লাগে বৈ কি।

 2 years ago 

ভালো কিনা জানিনা তবে পুরনো অনেক স্মৃতি আব্র চোখের সামনে জীবন্ত হয়ে গেছিলো মুহূর্তের মধ্যে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63220.55
ETH 2560.85
USDT 1.00
SBD 2.80