শুভাকাঙ্ক্ষী শব্দের সংজ্ঞা আমার দৃষ্টিভঙ্গিতে।
প্রিয় বন্ধুরা,
আজকের লেখা শুরু করছি শনিবারের ভর দুপুরে বসে, তবে আপনাদের সাথে লেখাটি যখন ভাগ করে নেবো তখন একটি দিন অতিবাহিত হয়ে নতুন দিনের সূচনা হয়ে যাবে।
শনিবার ভারত সহ সেই সকল দেশের মানুষের আকাঙ্খিত দিন যাদের রবিবার ছুটির দিন হিসেবে ঘোষিত।
তবে আমার লেখার বিষয় ছুটির দিন নিয়ে নয়, বিষয়টি অন্য কিছু। আমরা অনেক মানুষকে সংজ্ঞায়িত করবার সময় বেশকিছু বিশেষণ ব্যবহার করে থাকি, যার মধ্যে শুভাকাঙ্ক্ষী ও অন্যতম।
আজকে আমার আপনাদের মাঝে আসা এই বিশেষণটি নিয়ে আলোচনা করার জন্য, তবে অবশ্যই নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে।
কাজেই শুরুতেই জানিয়ে রাখি সহমত পোষণের আশা না রেখেই লেখাটা তুলে ধরছি আপনাদের মাঝে।
উল্লেখিত ভাবনাটা একান্তই নিজস্ব অনুভূতি এবং অভিজ্ঞতা দ্বারা অর্জিত।
- শুভাকাঙ্ক্ষী শব্দের সংজ্ঞা কি?
আমার নজরে শুভাকাঙ্ক্ষী শব্দকে বিশ্লেষণ করলে পাওয়া যায় শুভ যুক্ত আকাঙ্খা।
কাজেই সেই মানুষগুলো (চেনা, অচেনা) যারা ব্যাক্তিগত অথবা কর্মজীবনে হিতৈষী বা মঙ্গলকামী।
- আচ্ছা, তাহলে শুভাকাঙ্খীরা কি কেবলমাত্র তারাই যারা পিঠ চাপড়ে আমাদের সর্বক্ষণ প্রসংশা করে থাকেন?
সেখানে যেমন প্রসংশা আছে, তার পাশাপাশি থাকে আমাদের ভুলগুলোকে সঠিক করিয়ে দেবার প্রয়াস।
অর্থাৎ আমাদের মঙ্গল বা শুভ হোক সেই কামনার্থে বা আকাঙ্খা নিয়ে এগিয়ে আসা মানুষগুলো।
কাজেই প্রকৃত শুভাকাঙ্ক্ষী তারাই যারা সেচ্ছায় এগিয়ে এসে আমাদের সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যান কোনোরকম আত্মস্বার্থ ছাড়াই।
এই উদাহরনের ক্ষেত্রে যেমন অন্তর্ভুক্ত আমাদের মাতা- পিতারা, তেমনি পড়েন শিক্ষক শিক্ষিকারা।
বড়ো হবার সাথে সাথে সেই দলে সামিল হন প্রকৃত বন্ধুরা, আর কাজের জায়গায় কিছু ভালো মনের মানুষরা।
সেদিন টিউটোরিয়াল ক্লাসের জন্য আমি একটি বাংলা লেখায় সত্ব মুক্ত ছবির বেশ কিছু স্থানের নাম উল্লেখ করবো ঠিক করলাম।
সেইমত লেখাও শুরু করে দিলাম, কিন্তু সেইদিন কমিউনিটির টিউটোরিয়াল ক্লাস ছিল, তাই অর্ধেক পথে আমাকে যুক্ত হতে হলো টিউটোরিয়াল ক্লাসে।
এবার সেখানে এই পরিবারের একজন সদস্য মার্কডাউন নিয়ে একটি প্রশ্ন করে বসলেন, উত্তর জানা থাকলেও মাথার পিছনে কাজ করছিলো আমার ফেলে আসা অর্ধেক কাজ।
সেই কাজেও বেশকিছু মার্কডাউন এর প্রয়োজন পড়ে, আমিও সেটাই গর্ গর্ করে বলতে শুরু করলাম;
কিন্তু সেখানে উপস্থিত বাকি সকলে নিরব থাকলেও একজন সদস্য @mamun123456 আমাকে কথার মাঝে জানায়, সে কিভাবে ওই মার্কডাউন ব্যবহার করেন।
সঙ্গে সঙ্গে নিজের সম্বিত ফিরে পেলাম, এবং ধন্যবাদ জানালাম আমার বেঠিক বার্তা ধরিয়ে দেবার জন্য।
আমি কিন্তু বেশ খুশি হয়েছিলাম ওইদিন কারণ এটাই তো শুভাকাঙ্ক্ষী শব্দের প্রকৃত সংজ্ঞা আমার দৃষ্টিভঙ্গিতে।
আমরা ভুল বিশেষ দুটি ক্ষেত্রে করে থাকি,
অসাবধানতার কারণে।
অজ্ঞতার কারণে।
প্রথম ক্ষেত্রে নিজের ভুল সংশোধনের সুযোগ সহজ, যদি নিজেরা সচেতন হবার চেষ্টা করি।
তবে দ্বিতীয় ক্ষেত্রে দেখা যায় অন্যের জ্ঞানকে নকল করে, অন্যের সাথে অপ্রয়োজনীয় প্রতিযোগিতায় নেমে, যে বিষয় নিজের জ্ঞান নেই সেটি নিয়ে যখন কোনো কাজ আমরা করে থাকি;
সেক্ষেত্রে সেটা অজ্ঞতায় সামিল এবং এই ভুল ততক্ষণ পর্যন্ত শুধরানো সম্ভব নয় যতক্ষন আমরা নিজেরা এটা মানতে নারাজ যে বিষয়টি আমাদের জ্ঞান বহির্ভূত।
কোনো মানুষ যদি উপরিউক্ত বিষয়গুলো আমাদের ধরিয়ে সঠিক পথ দেখাবার প্রয়াস করেন তাহলে তিনিও আমার অভিমতে শুভাকাঙ্ক্ষীর দলেই সামিল।
নিজের জ্ঞানকে বৃদ্ধি করে তবেই কোনো বিষয় নিয়ে মতামত পোষণ করা উচিত, যদি বিষয়টি জানা না থাকে, তবে অকপটে স্বীকার করে নিয়ে নিজেদের ভুল সংশোধন করে নেওয়াই বুদ্ধিমানের পরিচয় বহন করে।
ভুলের উর্ধ্বে কোনো মানুষ নয়। তবে সেটা স্বীকারের সাহসিকতা বা ধরিয়ে দিয়ে শুভাকাঙ্ক্ষীর দলে আজকাল খুব কম মানুষ সামিল হয়ে থাকেন।
এই বিষয় আপনারা কি ভাবেন জানাতে ভুলবেন না, মন্তব্যের দ্বারা।
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
আপনার এই কথার সাথে আমি সহমত পোষণ করছি! কেননা মানুষ মাত্রই ভুল! আর এমন কোন মানুষ নেই! যে তার জীবনে সে কোন ভুল করেনি! তবে আমাদের প্রত্যেকেরই উচিত! নিজেদের জায়গা থেকে যদি,,, কোন ভুল আমরা করে ফেলি।
তাহলে সেটাকে স্বীকার করে নেয়া! এবং নিজের জায়গা থেকে সেটাকে সংশোধন করার চেষ্টা করা। একদমই ঠিক বলেছেন,,, বর্তমান সময়ে ভুল স্বীকার করার মত মানুষের খুব অভাব! কারণ কেউ ভুল স্বীকার করতে চায় না! এমনকি সেটাকে যদি কেউ ধরিয়ে দেয়! তাহলে তারা সেটাকে মেনে নিতে রাজি না।
আমাদের প্রত্যেকেরই উচিত,, অন্যের ভুল যদি হয় তাহলে সেটাকে ধরিয়ে দেয়া! এবং নিজের ভুল হলে অনায়াসে সেটাকে স্বীকার করে নেয়া! তাহলেই আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে,,,, ভালোভাবে চলতে পারবো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, শুভাকাঙ্ক্ষী এই বিষয়টা নিয়ে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে তুলে ধরার জন্য! আপনার পোস্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম! অসংখ্য ধন্যবাদ,, ভাল থাকবেন।
Hola amiga, hoy nos define el l término simpatizante y auspiciante. En mi caso me considero un simpatizante pues me gusta mejorar y para nosotros mejorar debemos tomar en cuenta nuestros errores analizarlos y tomarlo como aprendizaje para proponernos a no cometer estos mismos errores nuevamente. Somos seres humanos y en algún momento nos podemos equivocar. Un buen simpatizante tiene cautela para no repetir los mismos errores mejorando en su vida ya sea en Steemit,
colegio o en nuestra cotidianidad.
Gracias por regalarnos está publicación para reflexionar y mejorar.
Amiga pienso que las personas que cometemos errores y aprendemos de esos errores son personas que se dan cuenta que está haciendo mal las cosas y al final nadie es más que otro todos somos iguales con errores y sin errores. Es verdad son pocos las personas que admiten ser simpatizante.
Yo me considero una persona simpatizante porque no soy perfecta y cada día aprendo de mis errores y trato de corregirlo. Saludos y bendiciones.🤗