পরীক্ষা কেবমাত্র শিক্ষস্থলেই আবদ্ধ নয়।

in Incredible Indialast year (edited)
20230529_233602_0000.png

এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে ভারতীয় সময় রাত বারোটা বেজে চব্বিশ মিনিট। এই মিনিট পাঁচ, সাতেক হয়েছে ন্যানো মহারাজকে ঘুম পাড়িয়ে লেখা শুরু করলাম।

আজকের লেখাটা বাংলায় লেখার পিছনে আমাদের একজন মেম্বারের হাত আছে।
যদিও তার সাথে কথার পূর্বে আমি নিজেই জানতাম না, যে আজকে কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।

আর আমি বেশিরভাগ সময় ইংরিজিতে লিখে থাকি তবে আজকে বাংলা ভাষা নির্বাচনের পিছনেও যথেষ্ট কারণ আছে।

এই মুহূর্তে অন্য সময়ের তুলনায় সত্যি আমি একটু বেশি ব্যস্ত, হয়তো কমিউনিটির ডিস্কর্ড এ ঠিক সেই কারণে আমার উপস্থিতি কমে যাচ্ছে।
তবে যদি তুলনা করা যায় বর্তমানে আমার ডিস্কোর্ড উপস্থিতির হার বেশি অন্যত্র।

এবার এই কথাগুলো বলবার কারণ কি?

আজকে যখন অন্যত্র জায়গায় কাজের প্রয়োজনে কথা বলছিলাম ফেরার পথে নিজের পরিবারের সদস্যদের সম্পর্কে জানতে গিয়ে নজরে পড়লো আমাদের মধ্যে একজন সদস্য একটি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করছেন, অন্য আরেকজন সদস্যের সাথে।

আমিও মাঝ পথে ঢুকে পড়ি সেই আলোচনায় কারণ আমাদের এখানে একা কারোর সাথে কথা বলার অনুমতি নেই ভয়েসে।

সেখান থেকে যে বিষয় জানতে পারলাম তার নিরিখে আমার আজকের এই শীর্ষক নির্বাচন।

IMG20230308105745.jpg

শিক্ষা কি?

সাধারণত শিক্ষা বলতে আমরা বুঝি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাকিছু শেখানো হয় তাকেই আমরা শিক্ষায় গণ্য করে থাকি।

কিন্তু এর বাইরে আসলে আরো একটি শিক্ষা আছে যার নাম জীবন।

আর এই জীবনের শিক্ষাই কিন্তু আসল যেটা দৈনন্দিন জীবনে আমাদেরকে সঠিক মানুষ হতে সাহায্য করে।

কিভাবে?

জীবনের প্রতিকূলতা, জীবনের প্রতিবন্ধকতা সেই শিক্ষার মূল বিষয়বস্তু।
আমি আগেও বলেছি সময় খারাপ বা ভালো হয় না।
পরিস্থিতি ভালো বা মন্দ হয়।

বেশিরভাগ সময় আমরা ভালো সময় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, সেটা কখনো আবেগের বশে আবার কখনো পরিস্থিতি থেকে উদ্ধার পেতে। সময় আমাদের সামনে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের পরীক্ষা নিয়ে থাকে।

আর ঠিক এই পরিস্থিতিতে আমরা যেসকল ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি সেটাই পরবর্তীকালে মন্দ সময়কে আহ্বান জানায়।

আসলে অধিক ক্ষেত্রেই আমরা কোনো কাজ করার সময় বুঝেই উঠতে পারিনা কোন সিদ্ধান্ত সঠিক আর কোনটা ভুল।

বুঝতে পারি যখন ফলাফল হাতে পাই। অনেকেই মনে করেন খারাপ সময় আমরা বেশি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, এটা কিয়দাংশ সত্যি, কারণ সেই সময়কে তাড়াতাড়ি পার করতে গিয়ে আরো বেশি ভুল করে ফেলি।

IMG20230308105334_BURST000_COVER.jpg

তবে যদি খুব ঠাণ্ডা মাথায় ভাবতে বসি, তাহলে দেখা যাবে ভালো সময়কে সঠিকভাবে পরিচালনার অভাব, খারাপ পরিস্থিতিকে ডেকে আনে।

আজকে তাই এই কমিউনিটির একজনের সমস্যার কথা শুনলাম, তাকে নিজের কিছু অভিজ্ঞতার মাধ্যমে খারাপ পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্পর্কে অবগত করবার প্রচেষ্টা করেছিলাম।

পেরেছি কিংবা পারিনি সেটা বড়ো বিষয় নয়, তবে এটা সঠিক যেকোনো মানসিক চাপকে খানিক প্রতিহত করতে মস্তিষ্ককে ব্যস্ত রাখা সবচাইতে বেশি প্রয়োজন সেটাও সৃজনশীল কাজের দ্বারা।

এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের সবরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়নি, সেটা যতবড় সফল ব্যক্তিত্ব হয়ে থাকুন না কেনো।

পার্থক্য একটাই আর সেটা হলো, তারা সমস্যাকে প্রাধান্য না দিয়ে সমাধানকে সবসময় প্রাধান্য দিয়ে থাকেন।

IMG20230503174635.jpg

সৃষ্টিকর্তা আমাদের বুদ্ধি, বিচক্ষণতা, ধৈর্য্য এবং সততার পরীক্ষা নিতে কিছু সময় কঠিন পরিস্থিতির মুখে, আমাদের ঠেলে দিয়ে থাকেন।

কাজেই সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই জানবেন আপনি জীবনের পরীক্ষায় পাশ করেছেন।

অন্ততপক্ষে আমার জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা তাই বলে।

দুঃখ না থাকলে আমরা সুখের কদর কোনোদিন করতে শিখতাম না, ঠিক তেমনি খারাপ পরিস্থিতি আসে বলেই আমরা ঠিক ও ভুলের পার্থক্য করতে শিখি, সেটা মানুষ হোক বা সিদ্ধান্ত।

কাজেই পরীক্ষা কেবমাত্র শিক্ষস্থলেই আবদ্ধ নয়, জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারাটাই আসল সফলতা।

হেরে যাওয়া সহজ কাজ, কিন্তু হারকে জিতে পরিবর্তন করতে পারাটাই দক্ষতা।

একবার নিজের জীবন দিয়ে এবং অভিজ্ঞতা দিয়ে কথাগুলো ভেবে দেখবেন। আজ এই পর্যন্তই এসে বিদায় নিলাম। ভালো থাকুন সবাই সবসময়।

I9Ws6mn5yoT8JYcTf1.gif
Sort:  
Loading...

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

 last year 

ভালো সময়কে সঠিকভাবে পরিচালনার অভাব, খারাপ পরিস্থিতিকে ডেকে আনে।

দিদি,আপনার এই লেখায় লাইনগুলোর মধ্যে উপরিউক্ত লাইনটি আমার কাছে চুম্বক লাইন মনে হয়েছে।
আপনি ঠিকই বলেছেন দিদি,সময়ের সঠিক ব্যবহার না করতে পারলে পরবর্তীতে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবেই হবে।

অতি সুন্দর বচন বোন! শুধু পরীক্ষা নয়, শিক্ষাও শুধুমাত্র প্রাতিষ্ঠানিক নয় আমরা প্রতিনিয়ত শিখছি কেউ হোচট খেয়ে আর কেউ কেউ অন্যের হোচট খাওয়া দেখে, শিক্ষার যেন শেষ নেই!

 last year 

দিদি আমাদের জীবন আমরা যতটা সহজ ভাবে দেখি ততটা কিন্তু সহজ নয়। অনেক চরাই উতরাই পার করে এই জীবনযুদ্ধে আমাদের টিকে থাকতে হয়। তাই যেকোন ভুল সিদ্ধান্ত আমাদের ব্যক্তিগত জীবনে ব্যপক প্রভাব ফেলে। তাই সময়কে গুরুত্ব দিয়ে ও নিজের সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে যেকোন কাজ আমাদের প্রত্যেকেই করা উচিত।
আপনার লেখনি পড়ে সত্যি আজ আমি অনুপ্রানিত হলাম। বিশেষ করে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টা আমার মনে বেশ নাড়া দিয়েছে। আমি ব্যক্তিগত ভাবে কখনো এসব ভেবে দেখি নি। আপনার লিখা আমাকে আবার নতুন করে ভাবাতে বাধ্য করলো।
যাই হোক ভালো থাকবেন সবসময় দিদি।

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator08. We support quality posts , good comments anywhere and any tags.


Curated by : @ridwant

Screenshot_20221130-164846_Canva.jpg

শিক্ষাকে কোন স্থান বা বয়সের মধ্যে আবদ্ধ করা যায় না। মানুষ দোলনা থেকে কবরের পর্যন্ত শিক্ষ গ্রহণ করতে থাকে। জীবনের প্রতিটা মুহূর্ত থেকে এই কোন না কোন শিক্ষা নেওয়া যেতে পারে।

এভাবে যদি শিক্ষাকে চিন্তা করা যায় তাহলে জীবনকে একটি বিদ্যালয়ের সাথে তুলনা করা যেতে পারে। এখানে পরীক্ষা রয়েছে এবং প্রশ্নপত্র রয়েছে। তবে আমাদের প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা। আর জীবন হঠাৎ করেই আমাদের সামনে অদ্ভুত পরীক্ষা নিয়ে হাজির হয়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65697.93
ETH 3342.39
USDT 1.00
SBD 2.63