রসবোধ এবং রসিকতার মধ্যে বিস্তর পার্থক্য আছে।

in Incredible Indialast year (edited)
png_20230324_005723_0000.png

প্রিয় বন্ধুরা,
আজ বেশ অনেকদিন বাদে ইচ্ছে হলো নিজের লেখাটা মাতৃ ভাষায় আপনাদের সাথে ভাগ করে নিতে।

এমনিতেই বেশ রাত হয়েছে, ভারতীয় সময় অনুযায়ী এখন ঘড়ির কাঁটা বলছে রাত ১২:০৩ মিনিট, সাথে সারাদিনের অক্লান্ত শারিরীক ধকল আর সাথে ওষুধ শরীরকে বলছে বিশ্রাম নিতে।

তবে আপনাদের মাঝে নিজের কিছু কথা ভাগ না করে নেওয়া পর্যন্ত দিনটি অসমাপ্ত বলে মনে হয়।
এটাকে কেউ অভ্যেস বলতে পারেন আবার কেউ বলতে পারেন ভালোবাসা।
সেটা এই কাজের প্রতি, এই কমিউনিটিতে উপস্থিত মানুষগুলোর প্রতি সবটাই মিলিয়ে মিশিয়ে।

আজকে আমাদের কমিউনিটিতে Hangout ছিল, সবসময় ওই একই গান, কবিতা সেটা সবাই করে ভেবে অন্য কিছুর কথা মাথায় রেখে আমরা সেখানে বিভিন্ন খেলা খেলি।

আগের hangout এর দিন যেমন একটি জোকস্ শুনিয়েছিলাম, আজকেও সেটার চেষ্টা করেছি।

এখন আপনারা অনেকেই ভাবতে পারেন আজকে এই লেখাগুলো লেখার কারণ কি? বা কেনো লিখছি? ইত্যাদি ইত্যাদি।

কারণ যারা উপস্থিত ছিলেন তারা তো সকলেই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল!

এর কারণ হলো, দৈনন্দিন জীবনে আমাদের যেসকল মানুষের সাথে পরিচয় হয়, অথবা আমাদের পরিবারের সদস্যদের কথাই যদি ধরা যায়, তাহলে খেয়াল করে দেখবেন অনেকেই হাসতে পারলেও হাসাতে পারেন না।

IMG_20230324_012908.jpg
(প্রতিদিন কাউকে হাসানোর প্রচেষ্টা একটি মহৎ কাজ)
IMG_20230324_012003.jpg

রসবোধ:- আপনি কাউকে হাসির বিষয় উপস্থাপন করলেন এবং যখন তার অন্তর্নিহিত মানে কেউ সঙ্গে সঙ্গে বুঝে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন। তার মানে সেই ব্যাক্তির মধ্যে রসবোধ আছে।

রসিকতা:- যে মানুষ আপনাকে এক মুহূর্তে তার কথার দ্বারা হাসানোর ক্ষমতা রাখেন, আপনার অনুভূতি পরিবর্তনে সক্ষম। তিনি হলেন আসল রসিক ব্যক্তি বা ব্যাক্তিবর্গ।

কাউকে যতটা সহজে কাঁদানো যায়, ততটাই কঠিন একটা মানুষকে হাসানো।
তাই রসবোধ অনেকের মধ্যে থাকলেও, সঠিক মানসম্পন্ন রসিকতা, তাও আবার সঠিক সময় এবং সঠিক জায়গায় সবাই উপস্থাপন করতে পারেন না।

আজকাল স্ট্যান্ড আপ কমেডির নামে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবং সেখানে আমি দেখেছি অনেকেই বেশ নাম ডাক করেছেন।

রসবোধ বোঝাটা কিন্তু একটা বড়ো গুণের বিষয়, যেমন সঠিক সময়, সঠিক কথা এবং রসিকতা বা কৌতুকের মধ্যে দিয়ে অন্য কাউকে হাসানো।

আজকে যেমন বাংরেজি কবিতা শোনালাম সবাইকে, এবং এই কবিতার লেখক প্রশংসার যোগ্য কারণ, কোনো কথাকে সঠিক শব্দ দিয়ে উপস্থাপন করে, তার আসল মানে অপরিবর্তিত রেখে লেখাটা দক্ষতা।

তাই এবার থেকে গান, কবিতাকে পাশে সরিয়ে বেশ কিছু সৃজনশীল বিষয় নিয়ে hangout করবার কথা চিন্তাভাবনা করছি।

করোর চোখের জল নয়, হাসির কারণ হবার প্রচেষ্টা করা উচিত:-

IMG_20230324_012504.jpg

IMG_20230324_012451.jpg

IMG_20230324_012145.jpg

এখনও আমি হলফ করে বলতে পারি আমরা যে খেলাটা শুরু করেছি আজ পর্যন্ত কেউ ভাবতেই পারেনি এরকম খেলাও hangout এ খেলা সম্ভব।

সপ্তাহের একটা দিন বিনোদনের প্রয়োজন আছে, একসাথে কাজ করতে হলে, অনেক দূর পথ একসাথে পার করতে হলে অথবা মন ভালো রাখার জন্য বিনোদন সর্বোচ্চ ভূমিকা পালন করে।

তবে, একটা খারাপ লাগার বিষয়, এইরকম একটি বিনোদনে খুব কম সংখ্যক সহকর্মীদের আমরা পাই।

আমাকে আজকে বেশ কিছু সহকর্মী কিছু পদক্ষেপ নেবার কথা বলেছেন, তবে আমি অনেক সময় চেয়েও পারিনা মানুষের উপার্জনের ক্ষতি করতে।

আজ পর্যন্ত কোনোদিন কারোর উপরে বৃতিষ্ণা জন্মালেও তার ক্ষতি কখনো করিনি, যাইহোক যেহেতু এটি একটি পরিবার, কাজেই সকলের কথা হয়তো আমাকে একটা সময় মেনে নিতেই হবে, কারণ তাদের মতামতের সমান মূল্য আছে আমার কাছে।

তবে অবশেষে এতটুকু বলতে পারি আমাদের hangout হবে একেবারে ভিন্নধর্মী। কারণ অনেক কষ্ট, দুঃখের মাঝে আমি চাই এই পরিবারের সদস্যরা মনখুলে একদিন হাসি নিয়ে ঘুমোতে যান।

পরের সপ্তাহে দেখার আছে, কার রসবোধ আছে আর কারা রসিকতা করতে পারেন, অবশ্যই শালীনতার মোড়কে।

আশাকরি পরের বার আরো অনেক সদস্য যোগদান করবেন আমাদের সাথে। এই আশা নিয়ে আজকের লেখা শেষ করে বিদায় নিলাম।
ভালো থাকবেন সবাই সবসময়। নিজে হাসুন এবং সর্বোপরি অন্যকে হাসানোর চেষ্টা করুন।

h1cixij7HAiSq1otNd (1).gif
Sort:  
 last year 

কাউকে হাসানোটাও একটা গুণ। যেটা সবার মধ্যে থাকে না। এই গুনটি আমি আপনার মধ্যে পরিলক্ষিত করেছি। আমাদের সবসময়ই হাসি খুশি থাকার চেষ্টা করা উচিত।

কালকের হ্যাংআউটে আপনার বলা বাংরেজি কবিতাটি শুনে অনেক হেসেছিলাম। কবিতাটি আসলেই অনেক দারুন ছিল। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।

 last year 

এটা একদম সঠিক কথা বলেছেন, অনেক ধন্যবাদ আমার লেখা পড়ে মন্তব্য করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ দিদি। ভালো থাকবেন।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 last year 

মাঝে মাঝে একটু মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করলে সবারই ভালো লাগে পড়তে। হ্যাং আউট শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। ইতিমধ্যে আপনি পোস্ট লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

এই হ্যাংআউটেও হয়েছে গান কবিতা আপনার সুন্দর ইংরেজি কবিতা এবং জোকস।

এটা একদম সঠিক অনেকেই হাসতে পারলেও হাসতে পারেনা। কেননা সঠিক সময় সঠিক উপস্থাপনা সঠিক জায়গা ধরতে না পারায়। রসিকতা ও রসবোধ তুলে ধরেছেন সত্যিই অসাধারণ।

সপ্তাহের এই একটা দিন সবাই মিলে একটু আনন্দ মজা। দেখা হচ্ছে তাহলে আগামী সপ্তাহে সেই রসবোধ ও রসিকতার সাথে।

 last year 

😂🤣 সঠিক কথাই বলেছেন কিন্তু সমস্যা হলো একজন জেনারেল কমিউনিটির মডারেটর হয়ে যদি শুধু মাতৃ ভাষায় লেখা লিখি তাহলে সবাই ধরে নেবে আমি বাঙালি ছাড়া অন্য দেশের লেখকদের জন্য ইংলিশ এ লিখতে হয়।

 last year 

হ্যাঁ এটা অবশ্য আমি ভেবে দেখিনি। তবে এটা যুক্তিসঙ্গত কথা আপনার।

Loading...
 last year 

আসলে নিজের মাতৃভাষায় নিজের মনের কথাগুলোকে, যেভাবে প্রকাশ করা যায়। অন্য কোন ভাষায় সেভাবে প্রকাশ করাটা, আমার মনে হয় একটু কষ্টসাধ্য হয়ে যায়।

আপনার উদ্যোগটা নেয়ার জন্য, আপনাকে অনেক স্বাগতম জানাই। কারণ আপনার এই উদ্যোগে আমরা একটা দিন অন্তত হাসিখুশি মন নিয়ে ঘুমাতে পারবো।

আসলেই ঠিক বলেছেন আমরা যদি বেশি মানুষ আমাদের সাথে পাই। তখন কিন্তু আমাদের ওই হ্যাংআউটের হাসি খুশির জায়গাটা, অনেকক্ষণ যাবত আমরা একটা কাজ করতে পারি। কিন্তু খুব কম সংখ্যক মানুষ হলে, সে জায়গাটার হাসিখুসের পরিমাণটাও কম হয়।

তাই আমি কমিউনিটির সকল সদস্যকে অনুরোধ করব। অন্তত সপ্তাহে একটা দিন সবাই মিলে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করুন। এবং নিজেদের রসিকতা সবার সাথে তুলে ধরুন।

অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য। অবশ্যই অপেক্ষায় রয়েছি তবে আপনার বাংরেজি কবিতা শুনে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যাই হোক।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সৃষ্টিকর্তার কাছে দোয়া করব। যেন তিনি সবসময় আপনাকে সুস্থ রাখে। এবং এভাবেই সপ্তাহে একদিন আমাদের সাথে এসে মিলিত হওয়ার তৌফিক দান করে, ভালো থাকবেন।

 last year 

একদম সঠিক কথা বলেছেন, সকলে একদিন একজায়গায় কিছু সময় হেসে খেলে কাটালে যেমন আন্তরিকতা বাড়ে, সাথে কাজের ইচ্ছে শক্তিটা অনেকগুণ বেড়ে যায়।

 last year 

আপনার পোস্টটি পড়ে আমার মনটি ভালো হয়ে গেল কারন হিসেবে বলতে পারি অনেক শারীরিক পরিশ্রমিক কর্মসংস্থানে দক্ষল সহ্য করতে হচ্ছে, যার কারনে আমাদের প্রাণপ্রিয় প্লাটফর্মের হ্যাংআউটে উপস্থিত হতে পারিনি।

কিন্তু আপনার পোস্টে পড়ে সবকিছু বুঝতে পারলাম যে এখানে আসলে কথাটা মজা হয়েছে, তা আপনার পোষ্টে স্পষ্ট বোঝা যাচ্ছে।

আর সত্য কথা বলতে আমরা আসলে অনেকেই অনেক কথা বলতে পারলে ও হাসাতে পারে ক' জন। আপনকে অসংখ্য ধন্যবাদ জানাই , আমাদের মাতৃভাষায় এমন একটি পোস্ট করার জন্য।

 last year 

আপনাকেও আশাকরি এবার দেখতে পাবো Hangout এ।

 last year 

যথাযথ লিখেছেন দিদি।

মাতৃভাষায় কথা না বললে কখনোই সম্পন্ন মনের ভাব প্রকাশ করা সম্ভব হয়না।

দিদি আর একটা কথা আমি কিন্তু হাসতে এবং হাসাতে ভীষণ ভালোবাসি।

শুভকামনা রইল দিদি, আপনার জন্য।

 last year 

আমারও অনেক শুভ কামনা রইলো আপনার জন্যে, ভালোভাবে সততার সাথে নিয়ম মেনে কাজ করে যান।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43