দক্ষিণ ভারতের মালাবার উপকূলে অবস্থিত কেরালার বেশ কিছু ছবি রইলো আপনাদের মাঝে।

in Incredible Indialast year (edited)
20230523_212657_0000.png

প্রিয় বন্ধুরা,
আপনাদের মাঝে বেশিরভাগ সময় আমার আজকাল আসা হয় রিপোর্ট আর নয়তো জীবনের নানান অভিজ্ঞতা ভাগ করে নিতে।

তাই আজ মনে হলো নিজের ছবির ভাড়ার থেকে কিছু ছবি সহ, সেই স্থানের কিছু তথ্য ভাগ করে নি আপনাদের সাথে।

সেই বিষয় যাবার পূর্বে আপনাদের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক, কেমন আছেন আপনারা সকলে? আশাকরি সকলের দিন ভালো ভাবেই অতিবাহিত হচ্ছে।

প্রতিবার এই নানা অ্যাপ্লিকেশন জমা করবার পরের দিনগুলো আমার ভীষণভাবে মানসিক চাপের মধ্যে দিয়ে যায়, ওই যে পরীক্ষা দেবার পরে ফলাফলের অপেক্ষায় থাকার মুহূর্তে যেমনটি হয় আর কি!

যাক সে সব, ছবি নিয়ে কথা বলে মনের দুশ্চিন্তা খানিক লাঘবের প্রচেষ্টা করি।
অন্যান্য অনেক দেশের মতো ভারত এমন একটি দেশ যেখানে হিমালয় থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত যদি আপনি পরিদর্শন করতে চান, আমার মনে হয় একটা জীবন কম পড়ে যাবে।

অবশ্যই বুড়ি ছোঁয়ার মত করে পরিদর্শনের কথা বলছি না, একটা জায়গার সব স্থানগুলো যদি আপনি সময় নিয়ে দেখতে চান সেক্ষেত্রে।

শির্ষকেই জানিয়ে দিয়েছি, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ক্রান্তীয় মালাবার উপকূলে অবস্থিত দক্ষিণ ভারতের একটি রাজ্য কেরালার বেশ কিছু ছবি নিয়ে।



IMG-20230511-WA0015.jpg
(Floating cottage poovar island resort-Kerala)

IMG-20230511-WA0011.jpg
Shankumugham in Thiruvananthapuram, Shankumugham Beach

IMG-20230511-WA0017.jpg
Scenes fom Vembanad lake en route Alappuzha Kottayam

যেখানে প্রতিটি ছবির নিচে সেই স্থানের নাম উল্লেখিত। এই প্রসঙ্গে জানিয়ে রাখি একজন ভারতীয় যদি কেরালা সঠিকভাবে পরিদর্শন করতে ইচ্ছুক থাকেন, তাহলে তার যে পরিমাণ অর্থ ব্যয় হবে, সেটা দিয়ে বিদেশ ঘুরে আসা যায়, মানে ব্যাঙ্কক, মালয়েশিয়া মত জায়গা ঘুরে আসা সম্ভব।

তবে কেরালার সৌন্দর্যের কাছে অনেক স্থান ম্লান;
অন্ততপক্ষে তাদের কাছে যারা সমুদ্র সৈকতের সৌন্দর্য্য পছন্দ করেন।

এখানের বাসিন্দাদের ভাষা মালায়ালাম, এবং এরা সকল কিছু রান্না করে থাকেন নারকেল তেল দিয়ে।

হ্যাঁ, সঠিক পড়েছেন, তবে আমি আগে ওয়াকিবহাল না থাকলেও এখন জানি;
যে, তেল আমরা চুলের পরিচর্চা করতে ব্যবহার করি, সেই নারকেল তেল আর রান্নায় ব্যবহৃত নারকেল তেল সম্পূর্ণ আলাদা।

আমি নিজেও ব্যবহার করে দেখেছি, তাই বলতে পারছি।

যাইহোক, পুনরায় প্রসঙ্গে ফেরা যাক, এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে তাহলে এত অর্থ ব্যয় করে বিদেশ ঘুরতে যাওয়াই ভালো, কেনো দেশের মধ্যে ঘুরতে গিয়ে এত অর্থ ব্যয় করবো?



Thiruvalluvar Statue and Vivekananda Rock Memorial.

IMG-20230511-WA0010.jpg

IMG-20230511-WA0009.jpg

IMG-20230511-WA0008.jpg

তাহলে চলুন একবার খুঁজে দেখা যাক কারণগুলোকে:-

  • কেরালা যাকে আয়ুর্বেদ চিকিৎসার আঁতুড়ঘর বলা হয়। আজও এই রাজ্যে গোটা পৃথিবী থেকে মানুষ আসেন বিভিন্ন রোগের জন্য আয়ুর্বেদিক চিকিৎসার জন্য।

  • তিরুভানন্থাপুরাম এ অবস্থিত পাদমানাভাস্বামি মন্দির পৃথিবীর সবচাইতে ধনী মন্দির যেটি কেরালায় অবস্থিত।

  • ভারতে সর্বপ্রথম নির্মিত চার্চ দেখতে হলে আপনাকে কেরালায় আসতে হবে যার নাম সেন্ট থমাস সাইরো মালাবার ক্যাথলিক চার্চ।

  • আবার যদি সবচাইতে পুরনো মসজিদ সম্পর্কে জানতে চান তাহলেও আপনাকে এখানেই যেতে হবে, কারণ ভারতে সর্বপ্রথম মালিক দিনার নামক ব্যক্তির দ্বারা নির্মিত মসজিদ চেরামান জুম্মা মসজিদ, আনুমানিক ৬২৯ (অ্যান্য দমিনি বা এ.ডি) যাই বলুন না কেন অবস্থিত কেরালায়।

  • প্রথম বৃষ্টি ভারতে আসে কেরালার হাতধরে, কারণ কেরালা হলো মৌসুমী জলবায়ুর ভারতে প্রবেশ দ্বার।

  • ভারতের সবচাইতে পরিচ্ছন্ন রাজ্যের মধ্যে অন্যতম হলো কেরালা।

  • এছাড়া এটি এমন একটি রাজ্য যেখানে সবচাইতে বেশি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ থাকার ফলে।

  • সমুদ্র সৈকতের নিকটে থাকা এই রাজ্যকে নারকেলের রাজ্য বলেও অভিহিত করা হয়(কেরালার আক্ষরিক অর্থ এটাই), এবং আগেই আলোচ্য যে এখানের যেকোনো খাবারেই আপনি নারকেলের ছোঁয়া পাবেন।

  • অন্যান্য আরো বিষয় ছাড়াও যেটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটি হলো এখানে সরু খাল দ্বারা সংযুক্ত পাঁচটি হ্রদ।

IMG-20230511-WA0014.jpg
Coconut Island - Picture of Poovar Island, Thiruvananthapuram

A few more photographs of Kerala:-

IMG-20230511-WA0018.jpg

IMG-20230511-WA0007.jpg

এছাড়াও অন্যান্য অনেক বিষয় রয়েছে যেগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, সেগুলোর বেশকিছু ছবির দ্বারা উল্লেখিত।

জায়গাগুলো দেখলেই আপনারা আশাকরি বুঝতে পারবেন কেনো অনেকেই বিদেশ ছেড়ে কেরালা ঘুরতে যাওয়া পছন্দ করেন।


এই তো গেলো পর্যটনের বিষয়, এছাড়াও কেরালা এমন ভারতীয় একটি রাজ্য যেখানে শিক্ষার হার সবচাইতে বেশি।

তাছাড়া আছে সবচাইতে বেশি হাতির আধিক্য, এই প্রাণীটিকে কেরালার গর্ব হিসেবে গণ্য করা হয়।

আশাকরি ছবিসহ উপরিউক্ত কেরালা সম্পর্কিত তথ্যগুলো আপনাদের জেনে ভালো লাগবে।
আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

I9Ws6mn5yoT8JYcTf1.gif
Sort:  
Loading...

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

 last year 

কেরালা এই দেশ সম্পর্কে, যদিও আমি মুভির মধ্যে টুকটাক দেখেছি! এবং কিছু জায়গা সম্পর্কে জানতে পেরেছিলাম,, মুভিতে দেখেছিলাম! কিন্তু আজকে আপনার পোস্ট পড়ে! এই জায়গা সম্পর্কে অনেক বিস্তারিত কিছু জানতে পারলাম।

আপনার পোস্ট পড়ে,, আমি জানতে পারলাম! এখানকার মানুষ নারিকেলের তেল দিয়ে রান্না করে! তবে আপনি আমাদেরকে এটাও বুঝিয়ে দিয়েছেন! আমরা চুলের মধ্যে যে তেল ব্যবহার করি! এটা এবং রান্নায় ব্যবহার করা তেলের মধ্যে,, পার্থক্য আছে।

এই দেশকে নারিকেলের দেশ বলেও সম্বোধন করা হয়। যেটা আমি আপনার পোস্ট পড়ে জানতে পারলাম! তার সাথে অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি,,,, আজকে আমাদের সাথে শেয়ার করেছেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, এই দেশ সম্পর্কে বিস্তারিত আমাদের সাথে আলোচনা করার জন্য! এবং অজানা কিছু তথ্য তুলে ধরার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভালো থাকবেন।

 last year 

আজকে ভারতের একটি রাজ্য নিয়ে আমাদের মাঝে বিস্তারিত আলোচনা করেছেন কেরালা। কেরালা এর সৌন্দর্য আসলে অনেক মনোমুগ্ধকর যা আপনার ফটোগ্রাফি মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন।

তাছাড়া আপনি কেরালা সম্পর্কে অনেক বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন কেরালা যেমন উন্নত তেমনি শিক্ষার হার ও বেসি।

কেরালাতে অনেক পুরনো ঐতিহ্য রয়েছে এর মধ্যে গিরর্জা,মন্দির মসজিদ রয়েছে। আপনি আমাদের মাঝে কেরালা সম্পর্কে অনেক বিষয় জানালেন।

এমনিতেই ভারত ভ্রমণ করার আমার প্রবল ইচ্ছা রয়েছে এর মধ্য কাশ্মীর এবং বিখ্যাত৷ তাজমহল।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেরালা সম্পর্কে অনেক বিষয় জানলাম। আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65472.04
ETH 3323.59
USDT 1.00
SBD 2.63