ছাদ বাগানের কিছু ফুলের ছবি।

in Incredible India2 years ago
20230205_011352_0000.png

প্রিয় বন্ধুরা,
সকলকে আমার লেখায় স্বাগত জানিয়ে আজকের লেখা শুরু করছি। আশাকরি আপনারা সকলে ভালো আছেন।

দেখে ভালো লাগছে কমিউনিটিতে লেখকের আধিক্য বাড়ছে, আশাকরি সকলেই আমাদের সাথে সুদীর্ঘ পথ চলবেন।

যাইহোক আজকে আমি আবারও বেশ কিছু ফুলের ছবি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং এবারের ছবি গুলো আমার ফ্ল্যাটের ছাদ বাগানের ফুলেদের ছবি।

এখন খুব একটা ছাদে ওঠা হয় না, শেষ সরস্বতী পুজোর দিন গিয়েছিলাম তাও হয়ে গেলো এক সপ্তাহের বেশি।

সত্যি বলতে সঠিকভাবে আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে সেটা করতে যথেষ্ট সময় ব্যয় করতে হয়।

কাজেই বর্তমানে কমিউনিটির সকল কাজেই নিজের বেশিরভাগ সময় চলে যাচ্ছে আমার।
তবে আজকে যে ফুলের ছবিগুলো আপনাদের সাথে ভাগ করে নেবো, সেই ছবিগুলো আমি তুলেছিলাম ছাদে তোষক, বালিশ দের রোদ্দুরে দেবে সময়।

সাধারণত দুর্গাপুজোর আগে ঘর পরিস্কারের পাশাপশি, প্রতিবছর আমি বিছানা রোদ্দুরে দিয়ে থাকি। এটা আমার বাবার শেখানো, তিনি বলতেন বিছানায় খালো চোখে দেখতে না পাওয়া অনেক জীবাণু থাকে যেগুলো উচ্চ তাপমাত্রায় ধ্বংস হয়ে যায়।

কাজেই ছেলেবেলা থেকে দেখে আর শিখে আসা শিক্ষাটা এখন কিয়দাংশ আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে।

পরিষ্কার থাকাটা এবং ঘর পরিষ্কার রাখাটা আবার অন্যতম অভ্যেস যাকে আমার দিদি আমার বাতিক বলে থাকে।

তবে আমি অপরিষ্কার স্থানে থাকতে সাচ্ছন্দ্যবোধ করি না, যাইহোক এইবার ছাদের ফুলেদের কথায় আসি।

ছাদ বাগানের ফুলেরা:-

IMG20220924123002.jpg

IMG20220924122908.jpg

IMG20220924122933.jpg

IMG20220924123030.jpg

IMG20220924123340.jpg

IMG20220924123115.jpg

যদিও আমার জানা নেই তনুজা ছাড়া আর কেউ গাছ পাগল কিনা, না বলতে চাইছি ছাদের গাছগুলোর মধ্যে আর কারোর গাছ কাজে কিনা?

তবে এতটুকু জানি ছাদের বেশিরভাগ গাছ তানুজার শখের আর রোজ বিকেলে শত কাজের মাঝেও নিয়ম করে তাদের পেট ভরে জল খাইয়ে আসে সে, ফলে গাছেরাও বহাল তবিয়তে আছে তনুজার সেবায়।

আর ঠিক সেই কারণেই দেখতে পাচ্ছেন ছবিতে ফুলেরা কত সুন্দর হাসি হাসি মুখে চেয়ে আছে।
আসলে এটা একদম বাস্তব শখের পাশাপাশি কোনো জিনিসকে ভালোবাসা দিয়ে আগলে না রাখলে তা ক্ষণস্থায়ী হয়।

এটি সকল প্রাণীজগতের ক্ষেত্রেই প্রযোজ্য, এর আগে তনুজা পাগলামির একটা মজার ঘটনা বলি আপনাদের।

আরও বেশ কিছু ছাদ বাগানের ফুলেরা:-

IMG20220924110038.jpg

IMG20220924110159.jpg

IMG20220924123307.jpg

IMG20220924123244.jpg

কোয়েল পাখি পুষবে বলে নিয়ে এসেছিল, এইবার হটাৎ করে একদিন একটি পাখি অসুস্থ হয়ে পড়েছিল, দেখার মত ছিল তনুজা কে, সে তার এমন মন খারাপ দেখে এক দিদি এসেছিলেন বাংলাদেশ থেকে বলেই বসেছিল rme বাবুকে কাছেই এক নামকরা নার্সিংহোমে কোয়েল পাখিটিকে অ্যাডমিট করে দেবার জন্য।

যা হাসাহাসি হয়েছিল সেদিন তনুজার কাণ্ড দেখে যেটা আজও মনে পড়লে আমার হাসি পেয়ে যায়।
তবে বাস্তবিক দিক থেকে যদি দেখেন এই সংবেদনশীলতা আমাদের সকলের মধ্যেই থাকা উচিত বলে আমার মনে হয়।

নিজের কষ্ট যারা ভাষায় প্রকাশ করতে পারে না, তাদের প্রতি উন্নত করি হিসেবে আমাদের এই অবশ্য পালনীয় একটি কর্তব্য।

যাক জানাতে ভুলবেন না ফুলের ছবিগুলো আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন এবং ভাল রাখবেন আপনার চারপাশের সবকিছুই।

-1675190969286.gif
Sort:  
Loading...

ছাত্র জীবনে পাঠ্যপুস্তকে পড়া একটি লাইন মনে পড়ে গেল।
"জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর"
আজকে তনুজা বৌদির কোয়েল পাখি অসুস্থ হয়ে যাওয়ার পরের অবস্থা শুনে লাইনটি মনে পড়লো। আসলে একজন ভাল মনের মানুষই পারে সকল সৃষ্টিকে ভালবাসতে।

আর হ্যাঁ দিদি কাকাবাবু কিন্তু যথার্থই বলেছিলেন তোষক ও বালিশ রৌদ্রে দিলে উচ্চ তাপমাত্রায় অনেক জীবাণু ধ্বংস হয়। আমিও আমার বাবার কাছে এই জিনিসগুলো শিখেছি। আসলে সব বাবাদের কাছেই এরকম অনেক কিছুর উত্তর আছে।

যাইহোক ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ করেছেন দিদি। ফুল গুলো অনেক সুন্দর এটা মানছি, কিন্তু আপনার ফটোগ্রাফি এর সৌন্দর্য্য অনেক বাড়িয়ে দিয়েছে। আবারো নির্দ্বিধায় মেনে নিতে হচ্ছে আপনি অনেক ভালো ফটোগ্রাফি করেন।

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

স্বামী বিবেকানন্দের বাণী এটি, ভালো লাগলো আপনার শিক্ষণীয় বিষয় বস্তুর অন্তর্ভুক্ত বাণীটি।

ধন্যবাদ দিদি।
আবারো বলছি ফুলের ফটোগ্রাফ গুলো অসাধারণ ছিল।

 2 years ago 

দিদি আসলে কি বলবো ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। তারপর আপনার লেখা পড়ে বেশ ভালোই লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনার এতো সুন্দর একটি মন্তব্যের জন্যে, ভালো থাকুন সবসময় আর সঙ্গে থাকুন।

 2 years ago 
  • জি দিদি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। আপনাদের সাথে কাজ করতে পেরে খুবই ভালো লেগেছে।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!


TEAM 5 CURATORS

This post has been upvoted through steemcurator08. We support quality posts anywhere and with any tags.


Curated by: @malikusman1


 2 years ago 

Thank you @malikusman1 and @steemcurator08 for your encouraging support, it means a lot to me.

 2 years ago 

ধন্যবাদ দিদি, আপনার ফুলের ফটোগুলো চোখ শীতল করার মত। আমি জাস্ট অবাক। আপনার বাসার ছাদে যে এত সুন্দর সুন্দর ফুলের সমাহার তা কিন্তু অত্যন্ত সুন্দর্য দেখায়, আর আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ

 2 years ago 
  • দিদি আপনার ছাদ বাগানের রৌদ্রজ্জ্বল ফুল গুলো দেখে আমার চোখ যেন ধাধিয়ে যাচ্ছে। খুব সুন্দর করে ফুলের ফটোগ্রাফি করেছেন, তাই প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি।

  • আর আপনার লেখনিতো অসাধারণ। যতই পড়ছি ততই যেন ভালো লাগছিল। তাই আপনার পোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগের সাথে পড়ে ফেললাম।

  • পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা আমাদের সকলের জন্যই জরুরী। পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকলে একদিকে যেমন আমাদের শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকবে, অন্যদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের চারপাশকে দেখতে ভালো লাগবে।

  • যাইহোক দিদি, আপনার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফির সাথে অসাধারণ লেখনি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.040
BTC 95692.39
ETH 3354.65
USDT 1.00
SBD 4.00