প্রকৃত প্রতিভা কখনো আড়াল করা যায় না।

in Incredible Indialast year
20230505_234734_0000.png

প্রিয় বন্ধুরা,
আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের ধারণা প্রতিভা কেবলমাত্র শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমার কাছে প্রতিভা নামক বিশেষণের সংজ্ঞা ভিন্ন।

প্রতিভা সেটা নয় যেটা নিজেকে জ্ঞানী প্রমাণ করে, প্রতিভা সেটা যার দ্বারা নিজের মধ্যে থাকা গুণের বিকাশের দ্বারা অন্যেরা উপকৃত হয়।

আজকে কমিউনিটির রিপোর্ট আপনাদের মাঝে তুলে ধরবার পরে আমাকে pulook একটা ভিডিও পাঠিয়েছিল যেটা দেখবার পরে উপরিউক্ত শীর্ষক নির্বাচন করবার কথা মনে হলো।

ভিডিওটা ছিল রেশম গুটি বা কীট থেকে রেশমের সুতো তৈরির আগাগোড়া পদ্ধতির উপরে তৈরি।

যেটা দেখার পরে মনে হলো কেনো মনুষ্য জাতি বুদ্ধিজীবীর শিরোপা পেয়েছে, অসাধারণ ভিডিওটি থেকে যে শিক্ষাটি আমি আজ পেলাম সেটা হলো, কম বেশি প্রতিভা আমাদের সকলের মধ্যেই আছে।

পুঁথিগত বিদ্যা আছে এমন অনেক মানুষের সংস্পর্শে এসে আমি দেখেছি, তাদের অর্জিত পুঁথিগত বিদ্যা নিয়ে কিছু বিষয় জিজ্ঞাসা করলে তারা সেটা সম্পর্কে ও সঠিক উত্তর দিতে অক্ষম হয়েছে।

অথচ আমার বলতে দ্বিধা নেই পুরনো অনেক মানুষ যাদের অশিক্ষিতদের তালিকাভুক্ত করা হতো, না দেখে তারা যেমন অসম্ভব সুন্দর কবিতা শোনাতে পারতেন সাথে অনর্গল নির্ভুল ইংরিজিতে ও তারা সিদ্ধহস্ত ছিলেন।

একেক সময় অবাক হয়েছি, কি করে সম্ভব স্কুলে না গিয়ে, হয় না পড়ে এত জ্ঞানের ভাণ্ডার সঞ্চয় করা!

উত্তরটা আজ বুঝতে পারি আর সেটা হলো মনোযোগ আর শেখার সদিচ্ছা।
প্রতিভা থাকার চাইতেও সেটা নিজের মধ্যে খুঁজে পাওয়া এবং সেটার বিকাশের ইচ্ছের মাধম্যে কোনো ব্যক্তি নিজেকে ব্যতিক্রমের দিলে নাম লেখাতে সক্ষম হয়।

নিজে শেখার পাশাপশি অন্যেকে শেখার সুযোগ করে দেওয়ার মানসিকতা থাকাটাও সমান ভাবে নিজের মধ্যে রাখা উচিত।

নিজের প্রতিভার চিহ্ন প্রতিদিন আকাশের বুকে সূর্য্য এঁকে রেখে যায়:-

IMG20230503174648.jpg

IMG20230503174635.jpg

IMG20230503174625.jpg

IMG20230503174613.jpg

সূর্য্য এবং চন্দ্র যার কথাই বলি না কেনো, এরা কখনো একটি নির্দিষ্ট স্থানকে আলোকিত করে না, তার আলো দয়ে সে গোটা পৃথিবীকে আলোকিত করে যথা সময়।

প্রকৃতির মাঝেই আসলে প্রকৃত শিক্ষাগুলো লুকিয়ে আছে, আমাদের দৃষ্টিভঙ্গি এবং প্রতিভা দিয়ে সেগুলো খুঁজে বের করে নিতে হবে।

প্রস্তর যুগ থেকে শুরু করে আজকের উন্নত প্রযুক্তির যুগের আমূল পরিবর্তন সাধন করেছে কিছু মানুষের বুদ্ধি, ধৈর্য্য ও প্রতিভা।

আমার কাছে প্রতিভাবান সেই সকল মানুষ যারা যেকোনো রকম সৃষ্টিশীলতার সাথে যুক্ত এবং তারা তাদের সৃষ্টিশীলতা ওপরের মাঝে বিলিয়ে দিতে কার্পণ্য করেন না।

একটি পিঁপড়ে তার শরীরের ওজনের চাইতে অনেক বেশি ওজন বয়ে নিয়ে যেতে সক্ষম হয় তার ইচ্ছে শক্তির কারণে, কাজেই সেখানে বুদ্ধিজীবী মানুষ অনেক ক্ষেত্রেই আমার দ্বারা হবে না, আমি পারছি না, আমার জানা নেই ইত্যাদি অজুহাত দেখিয়ে প্রতিভা বিকাশের সুযোগের সদ্ব্যবহার না করে বিষয় এড়িয়ে যাওয়াই শ্রেয় মনে করেন।

একটাই জীবন নিজের প্রতিভার বিকাশের মাধ্যমে নিজেকে স্মরণীয় করে রেখে যাওয়া উচিত:-

IMG20230503174605.jpg

IMG20230503174557.jpg

IMG20230503174545.jpg

IMG20230503174536.jpg

শেখার এবং জানার আগ্রহ, ইচ্ছে আজকের আধুনিক সমাজের ইতিহাস ব্যাখ্যা করে, ভেবে দেখুন সেই সকল বিজ্ঞানীদের কথা যাদের ধৈর্য্য এবং জানার ইচ্ছের কারণে মানুষকে আজ অন্ধকারে থাকতে হয় না, পাখির ন্যয় তারা আকাশে উড়ে বেড়াতে সক্ষম।

মানুষের দ্বারাই মানুষ উপকৃত হয়েছে কাজেই নিজের প্রতিভা খুঁজে বের করবার পাশাপশি সেটার দ্বারা অন্যের উপকার করবার চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে।

তবেই প্রতিভাকে সঠিক সন্মান জানানো হবে বলে আমার মনে হয়, তাই অবশেষে বলতে চাই, জানিনা বলে কিছু হয় না, জানার চেষ্টা করলে বা ইচ্ছে থাকলে যে কেউ যে কোনো কিছুই জানতে এবং শিখতে পারে।

আপনাদের কি মনে হয়?

h1cixij7HAiSq1otNd (1).gif
Sort:  

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

Loading...
 last year 

সম্মানিত মহাদয় আপনার কথাগুলো আসলেই বর্তমান পরিপেক্ষিতে যথাযথ হয়েছে বলে আমি মনে করি,,,,,, কেননা আমাদের প্রত্যেকের ভিতরে ট্যালেন্ট রয়েছে,,,,, কিন্তু আমাদের ভিতরে কি ট্যালেন্ট রয়েছে কেউ এগুলো আমরা হয়তো নিজেরাই জানিনা নিজেদের ভিতরে কি ট্যালেন্ট আছে,,,,,

আর আমাদের নিজেদের ভিতরে কি যোগ্যতা আছে সেগুলো কি খুঁজে বের করার জন্যই আমরা অনেক অনেক সময় ব্যয় করে থাকি,,, নিজদের প্রতিভা খুঁজে পাই আবার কেউ একদমই পায় না,,,, কারণ তারা নিজেরাই জানে না নিজেদের ভিতরে কোন যোগ্যতা কোন প্রতিভা রয়েছে,,,,, কিন্তু সৃষ্টিকর্তা সবার ভিতর প্রতিভা দিয়ে রেখেছেন,,,,

 last year 

এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু প্রতিভা থাকে। কেউ তার সন্ধান পায়, কেউ পায় না। প্রকৃতপক্ষে প্রত্যেকটি মানুষই এক একটি অনন্য সৃষ্টি। তবে এক্ষেত্রে অবশ্যই প্রতিভার পাশাপাশি কঠোর পরিশ্রমের প্রয়োজন। এই পরিশ্রম প্রতিভাকে ছাড়িয়ে যায়। কেননা পৃথিবী জয় করার প্রতিভা নিয়ে আপনি ঘুমিয়ে থাকলে তো কোন কাজ হবে না। জয় করার জন্য আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে তাহলেই সফলতা সম্ভব। আর মনে রাখতে হবে প্রতিভা থেকেই সৃজনশীলতার জন্ম। তাই পরিশেষে বলা যায় প্রতিভা হল আল্লাহ প্রদত্ত ও গু ন এবং শক্তি যার সাহায্য অসম্ভবকে সম্ভব করে তোলা যায়। কারণ প্রতিভা হলো সাফল্যের উৎস। তাই দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে প্রকৃত প্রতিভা নিয়ে সুন্দর একটা পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন দিদি

 last year 

Hola amiga que tanto, tus fotos con hermosa. Éxitos

 last year 

ঠিকই বলেছেন প্রত্যেকটা মানুষের জীবনে প্রতিভা লুকিয়ে থাকে। হয়তো বা সেটা কেউ প্রকাশ করে। আবার কেউ সেটা প্রকাশ করতে ভয় পায়। আসলে নিজের জীবনের প্রতিভাকে কাজে লাগিয়ে,,, সামনের দিকে এগিয়ে যাওয়া টাই হচ্ছে,,, সবচাইতে মূল্যবান একটা বিষয়।

একটাই জীবন নিজের প্রতিভার বিকাশের মাধ্যমে নিজেকে স্মরণীয় করে রেখে যাওয়া উচিত:-

একদমই ঠিক বলেছেন,,,, আমাদের জীবন একটা আমরা এটাকে সঠিকভাবে কাজে লাগানো টাই আমাদের সবচাইতে মূল লক্ষ্য হওয়া উচিত। মানুষ চাইলে নিজের প্রতিবাদী অনেক কিছু করতে পারে। মানুষ চাইলেই নিজেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রকাশ করে সাফল্য অর্জন করতে পারে।

আপনার পোষ্টের প্রত্যেকটা শব্দই অনেকটা শিক্ষনীয়,,, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা শিক্ষনীয় পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার পোস্ট থেকে আমি অনেক শিক্ষার গ্রহণ করেছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। সেই কামনা করি করছি,,, ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

 last year 

প্রতিটা মানুষের ভেতরে একটি করে প্রতিভা থাকে সেই প্রতিভা মানুষের সামনে সবাই প্রকাশ করতে চায় না আবার অনেকেই আগ্রহ করে তার প্রতিভা সবার সামনে তুলে ধরার চেষ্টা করে আসলে চেষ্টা করলে প্রতিভার ফসল ঠিকই পাওয়া যায়।

আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট আজ আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61498.89
ETH 2962.80
USDT 1.00
SBD 2.49