প্ল্যাটফর্ম সহ কমিউনিটির কিছু নিয়মাবলীর পুনরাবৃত্তি।

in Incredible Indialast year (edited)
20231026_202955_0000.png

আজকে কিছু উল্লেখিত নিয়মাবলীর পুনরাবৃত্তি করতে হচ্ছে, তার কারণটি এই লেখায় উদ্ধৃত করছি, যাদের পড়ার আগ্রহ আছে তারা লেখাটি পড়ে নিয়ম মেনে কাজের প্রয়াস করবেন এই কমিউনিটিতে।

  • এর আগেও জানানো হয়েছে কোনো লেখায় বা ছবিতে চৌর্যবৃত্তি ধরা পড়লে সেটা এই কমিউনিটি সহ প্ল্যাটফর্ম কখনোই মেনে নেয় না।

  • ভোট চাইতে

    (begging for votes)
    কোনো পন্থা অবলম্বন করা এখানে অনৈতিক!
    সেটা ব্যাক্তিগত ভাবে মেসেজ লিখে অথবা discord এ এসে প্রশ্ন তুলে। এই ধরনের কার্য্যক্রম কে এখানে abuse হিসেবে গণ্য করা হয়।

  • আমাদের কমিউনিটিতে কাজ করতে হলে লেখায় শব্দ সংখ্যা ৩৫০(যেকোনো লেখার ক্ষেত্রে) সহ, যেকোনো একটি ক্লাব মেনে চলা আবশ্যকীয়।

  • যেহেতু আমরা বট বহির্ভূত কমিউনিটি, কাজেই যাদের স্টিম bot এ ডেলিগেট করা আছে, তারা এই কমিউনিটিতে পোস্ট করতে পারবেন না।

office-4249390_1280.jpg

Pixabay

  • এই কমিউনিটিতে মেম্বার ট্যাগ পেতে হলে নূন্যতম তিনমাস প্রতিদিন পোস্ট লেখা সহ, সমস্ত উল্লেখিত নিয়ম পালন করে চলতে হবে। যেখানে টিউটোরিয়াল ক্লাস সহ Hangout উভয় ক্ষেত্রের উপস্থিতি লক্ষ্যনীয়।

  • এছাড়া পোস্টের পাশাপশি মন্তব্য করাটাও এই কমিউনিটির অন্যতম নিয়মাবলীর মধ্যে পড়ে।

  • যেহেতু এই কমিউনিটিতে যেকোনো ভাষায় লেখা যায়, কাজেই নিজের মাতৃভাষায় যারা লেখেন পোস্টের আগে শীর্ষক সহ, লেখার বানান এবং হ্যাশট্যাগ সঠিক আছে কিনা দেখে তবেই পোস্ট করবেন।

  • যারা null অ্যাকাউন্টে এবং কমিউনিটিতে beneficiary দিয়ে থাকেন তারা পোস্টের আগে অবশ্যই সেটা করেছেন কিনা দেখে নেবেন।

  • কোনো সদস্য পাওয়ার ডাউন করলে, ক্লাব থেকে বেরিয়ে গেলে অথবা কোনো অনৈতিক কাজ করলে তার মেম্বার ট্যাগ তৎক্ষণাৎ তুলে নেওয়া হবে।

obedience-7086960_1280.jpg

Pixabay

আজকে আমি বিস্মিত হয়েছি একজন সদস্যের প্রশ্ন শুনে! হতবাক হয়েছি ততোধিক! এটা কাজের জায়গা কাজেই মানবিকতা থাকবে অবশ্যই;
তবে সেটা বাধ্যতামূলক নয়। কারোর ব্যাক্তিগত সমস্যা সমাধানের জন্য এই কমিউনিটির কেউ বাধ্য নয়।

এখানে সকলে নিজ নিজ দায়িত্বে যোগদান করেছেন, কাজেই নিজেদের ব্যক্তি স্বাধীনতায় ইচ্ছে হলে কাজ করবেন, নইলে করবেন না।

ঠিক অপরপক্ষে এই কমিউনিটি আপনাদের গতিবিধি অনুযায়ী সমর্থন দেবে কি দেবে না সেই সিদ্ধান্ত নেবে।

কিছু ব্যাক্তি যেখানে ব্যাক্তিগত সমস্যা দেখিয়ে পোস্ট লিখতে পারেন না, টিউটোরিয়াল ক্লাসে থাকতে পারেন না, hangout এ থাকতে সমস্যা!

তাদের অন্য স্থানে নিজেদের সম্পদ সুন্দরভাবে গোছানো আছে, সেটা দিয়ে সমস্যা না মিটিয়ে এখানে দুঃখের কথা শুনিয়ে লাভ নেই।

এই কমিউনিটি সহানুভূতিশীল তাদের প্রতি যারা কাজের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে এবং সর্বোপরি দায়িত্বের ক্ষেত্রে সৎ এবং ধৈর্য্যশীল।

ঠিক এইরকম দুঃখের কাহিনী শুনে একসময় একজনকে সহায়তা করার প্রয়াস, তিক্ততা ছাড়া কিছুই বয়ে আনেনি।

এটা কাজের জায়গা, কাজেই আমরা এখানে উপস্থিত সদস্যদের কাজ দেখে, তাদের যোগ্যতা নির্ধারণ করবো।

নিজের নিজের পরিশ্রম, সততা দিয়ে নিজেদের জায়গা তৈরি করে যারা নিতে পারবেন ধৈর্য্য সহকারে;
তারাই এই প্ল্যাটফর্মে টিকতে পারবে।

দাম বাড়লেই যাদের মোটা অর্থ উপার্জনের দিকে নজর অথবা নিজেদের অর্জিত ও সঞ্চিত স্টিম বিক্রি করে ব্যবসা করে;
পুনরায় যোগদানের প্রয়াস করতে ইচ্ছুক, তাদের জন্য এই কমিউনিটি নয়।

এই পৃথিবীতে মানুষ সহ সকল প্রাণী প্রতিনিয়ত সংঘর্ষ করেই বেচে আছে, কাজেই, সেখানে সুস্থ শরীরে এবং বুদ্ধির শিরোপা পাওয়া মানবজাতির অঙ্গ হয়ে কারোর কাছে হাত পাতা, অথবা প্রতারিত করে অর্থ উপার্জনের ইচ্ছে থাকা আমার কাছে পাপে সামিল।

মিথ্যে দিয়ে মানুষকে ঠকানো যায়, তবে নিজেকে আর সর্বোপরি সৃষ্টিকর্তাকে নয়।
দাম বাড়লেই যখন দেখি ইউজারের ভিড় উপচে পড়ছে, তখন অনেকেই তাদের চিহ্নিত করে রাখেন;
কারণ সকলের জানা এদের উপস্থিতির পিছনে আসল উদ্দেশ্য কি?

আমার কাছে এটাও অনৈতিক যারা দাম বাড়লেই ফলাও করে জানান দেন ইউজারদের স্টিম বেচার জন্য!

কারণ কোথাও গিয়ে এটা প্রমাণ করে নিজেদের সুপ্ত ইচ্ছেও সেটাই এবং এই ধরনের বিভ্রান্তকর বার্তা নতুনদের সঠিক পথ থেকে বিচ্যুত করে।

নিজেরা নিজেদের পাওয়ার বাড়িয়ে উচ্চপদে আসীন হতে চাইছেন, আর অপরদিকে অন্যদের স্টিম বিক্রির প্ররোচনা দিচ্ছেন?

এটা আমার কাছে দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়। নতুনদের উৎসাহিত না করে তাদের পিছিয়ে দিচ্ছেন স্টিম বিক্রির বুদ্ধি দিয়ে!

নিজেরা কেনো তাহলে পাওয়ার ডাউন দিয়ে বিক্রি করছেন না নিজেদের স্টিম?

আশ্চর্য্য বিষয় একটা প্ল্যাটফর্ম যেখানে দীর্ঘমেয়াদি ভবিষ্যত আছে, সেখান থেকে নতুনদের দূরে সরিয়ে দেবার মানে কি?

যারা এখানে এসেছেন, তাদের ভালো মন্দ তাদেরকে বুঝতে দিন! নিতে দিন নিজেদের সিদ্ধান্ত, আপনারা কেন তাদেরকে স্টিম বিক্রির বুদ্ধি যোগাচ্ছেন?

নিজেরা দেখাচ্ছেন একদিকে নিজেরা @null সাপোর্টার, সেটা আসলে হাতির দেখানোর দাঁত! যাতে বড়ো বড়ো সমর্থন পান।
আসল খাবার দাঁত বেরিয়ে আসে দাম বৃদ্ধি পেলেই।

আজকের কথাগুলো বাংলায় লিখছি, তবে এই প্রশ্নগুলো আমি steemit টীমের কাছেও জানতে চাইবো।

কিছু মুখোশের আড়ালের আসল চেহারা এইবার উন্মোচনের প্রয়োজন আছে বলে আমার মনে হয়।

সবশেষে, জানিয়ে রাখি প্ল্যাটফর্ম উন্মোক্ত তবে কিছু নিয়ম সবক্ষেত্রেই বাধ্যতামূলক। কাজেই সেটা এই প্ল্যাটফর্মের যেখানেই যাকে আমি লঙ্ঘন করতে দেখবো, আর কারোর কথা জানিনা আমি ঠিক পৌঁছে যাবো।

না দুর্বুদ্ধি দেওয়া পছন্দ করি, আর না দূর্বুদ্ধিযুক্ত মানুষ, কাজেই, পদক্ষেপ নেবার আগে অবশ্যই দু'বার চিন্তা করবেন।

ক্ষমতার আড়ালে কলুষিত করে চলেছে এই প্ল্যাটফর্মকে অনেকেই, সেটা অনেকের নজরে পড়লেও ওই প্রবাদের মত

'পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততোই আনন্দ!
আমি কিন্তু সেই দল বহির্ভূত। তাই এখানে শৃঙ্খলা, ধৈর্য্য আর সততা অব্যাহত রাখা বাধ্যতামূলক।


Sort:  

এডমিন মহোদয়া আপনার এই পোস্টে অনেক কিছুই যেমন পুনরায় উল্লেখ করে আমাদের নিয়মাবলী শরণ করিয়েছেন তেমনি কিছু জরুরী তথ্য দিয়ে অসাধু ও অনৈতিক কাজ কর্মকাণ্ডের কথা জানিয়ে আমাদের সতর্ক করেছেন। আপনার এই পোস্ট পড়ে আমরা যেমন উপকৃত হয়েছি তেমনি ঐসব স্বার্থান্বেষী ক্ষমতা লোভী মানুষদের মুখোশ খুলে দিয়েছেন। আপনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপনার লড়াই জারি রেখে কমিউনিটির ও প্লেটফর্মের মর্যাদা সুরক্ষার জন্য যে ভূমিকা পালন করছেন তা প্রসংসনীয় ও সম্মানীয়। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনি আমার নমস্কার নেবেন।

 last year 

দিদি প্রথমে বলব অসাধারণ,
খুব সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন, আপনার লেখা গুলো পড়ে বেশ ভালো লেগেছে।

আমি এই steemit প্লাটফর্মে কিছু দিন যাবত কাজ করলেও আমি এই steemit প্ল্যাটফর্ম সম্পর্কে বেশ, অনেক কিছুই অজানা ছিল এই পাওয়ার বাড়া আর স্টিম বিক্রি করলে যে কমে এবং খুঁটিনাটি কিছু বিষয় এগুলো আমার অজানা ছিল আজ আপনার লেখা পড়ে জানতে পেরেছি।

তাছাড়া, আপনি সতর্কতার পাশাপাশির কিছু, অসাধু ব্যাক্তির মুখোশ সামনে তুলে আনার চেষ্টা করেছেন, আর এটা কিন্তুু একদম সঠিক বলছেন যখনই স্টিম এর দাম বেড়ে যায় তখনি ইউজার এর সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায় ৷

আমার মনে হয়, এরকম যারা অসাধু নিয়ত নিয়ে এখানে কাজ করতে আসে তাদের অসৎ কর্মের জন্য ,,যারা সৎ ভাবে কাজ করতে চায় তারা ব্যর্থ হয়। কিন্তুু ওই অসৎ মানুষগুলো কখনো ভালো কিছু করতে পারে না। তাই আমি মনে করি, জীবনে চলার পথে অনেক খারাপ মানুষ ধোকা দিবে, তাই নিজের বুদ্ধি টা কাজে লাগিয়ে সৎ ভাবে কাজ করে ভালো কিছু করার চেষ্টা করতে হবে।

তবে,দিদি আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ, এই steemit সাথে জড়িত হওয়ার পরে কিছু খারাপ মানুষ আমাকে ছুঁতে চেয়েছিলো। কিন্তুু আমি আপনার মতন একজন সৎ মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি চাই এইভাবে সততার সাথে কাজ করে যেতে এবং এক দিন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।

দিদি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

Loading...
 last year (edited)

এ্যাডমিন ম্যাডাম, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য, আমি এই পোস্টটি পড়ে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি।

কোনো সদস্য পাওয়ার ডাউন করলে, ক্লাব থেকে বেরিয়ে গেলে অথবা কোনো অনৈতিক কাজ করলে তার মেম্বার ট্যাগ তৎক্ষণাৎ তুলে নেওয়া হবে।

এই বিষয়টি আমাদের মাঝে অনেকবার উল্লেখ করেছেন, আবার উল্লেখ করলেন তবে আমি বলতে চাই অনৈতিক কাজ করলে কেউ কোন জায়গায় গিয়ে ঠাঁই পাবে না। সবাই সৎ এবং নীতিবান মানুষ কে আশ্রয় দিয়ে থাকে।

মিথ্যে দিয়ে মানুষকে ঠকানো যায়, তবে নিজেকে আর সর্বোপরি সৃষ্টিকর্তাকে নয়।

পোস্ট না পড়লে আদেও এই জ্ঞান মূলক কথাগুলো শিখতে পারতাম কিনা জানিনা। আসলে জ্ঞানী ব্যক্তিদের কথার মাধুর্য অন্যরকম একবার পড়লে যেন বারবার করতে ইচ্ছা করে। ম্যাডাম আপনার জন্য সর্বদাই দীর্ঘ আয়ু কামনা করি, ভালো থাকবেন।

 last year (edited)

এই প্ল্যাটফরমে আমার বেশ কিছুদিন হলেও কিছু বিষয় সম্পর্কে আমি ক্লিয়ার ছিলাম না অবশ্য এখনো অনেক কিছুই জানি না।তবে এই পাওয়ার বাড়া আর স্টিম বিক্রি করলে যে কমে এই বিষয়টা আজকে আপনার লেখা পড়ে বুঝতে পারলাম।
যদিও টিউটোরিয়াল ক্লাসেও অনেক কিছুই বলেন আপনি। কিন্তু সেখানে অনেক কিছু একসাথে বলার জন্য ভুলে যাই অনেক সময়ই।
কিন্তু লেখা মনযোগ দিয়ে পড়লে ধীরে-সুস্থে বুঝতে বেশি সুবিধা হয়।
ধন্যবাদ দিদি এমন একটা লেখা উপহার দেবার জন্য।এতে আমিতো উপকৃত হয়েছিই, সেই সাথে যারা একদমই নতুন তারা আরো বেশি উপকৃত হবে। ভালো আর সুস্থ থাকবেন সবসময়। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

দিদি আপনার লেখা গুলো পড়ে অনেক ভালো লাগলো ৷ যেখানে আপনি সতর্কতার পাশাপাশির কিছু অসাধু ব্যাক্তির মুখোশ সামনে তুলে আনার চেষ্টা করেছেন ৷ আর এটা কিন্তু একদম সঠিক বলছেন যখনই স্টিম এর দাম বেড়ে যায় তখনি ইউজার এর সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায় ৷ তাদের উদ্দেশ্যে টা পরিস্কার ভাবেই বুঝতে পারা যায় ৷

আমরা অন্য মানুষের কথা না শুনে এই স্টিমিট প্লাটফর্মে নিয়ম আনুসারে কাজ করবো এবং সততার সাথে থাকার চেষ্টা করবো ৷ কোন একদিন দেখা যাবে আমাদের পরিশ্রম কখনও বিফলে যাবে না ৷

যাই হোক দিদি ধন্যবাদ আপনাকে ৷ আপনার দিনটি শুভ হোক ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আমরা তো আমাদের পরিবারের বসবাস করি। পরিবারে বসবাস করতে হলেও পরিবারের নিয়ম অনুযায়ী বসবাস করতে হয়। একটু অনিয়মে চললেই পরিবারের মানুষের কাছ থেকে কথা শুনতে হয়। তাহলে আমরা যখন একটা প্ল্যাটফর্মে পরিবার হিসেবে যুক্ত হয়েছি। অবশ্যই সেখানে আমাদের নিয়ম মেনেই কাজ করতে হবে।

যারা নিয়ম মেনে কাজ করবে না, একটু দাম বাড়লেই স্টিম বিক্রি করার প্রবণতা দেখায় অবশ্যই তাদের জন্য সঠিক প্রন্থা অবলম্বন করা দরকার। কেননা এভাবে করলে আমার মনে হয় না কখনোই স্টিম এর দাম বাড়বে। আমরা যখন সবাই কঠোর পরিশ্রম করে, একটু একটু করে আমাদের স্টিম জমাতে থাকবো, তখন দেখা যাবে তার দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, নিয়ম গুলো আবারো আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last year (edited)

এই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত শুধুমাত্র কিছু মানুষের ‌অসৎ আচরন ও‌ উদ্দেশ্যের কারনে, সৎ ও‌ পরিশ্রমি মানুষ গুলো তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে। কিন্তু আপনার মতো ‌কিছু মানুষের ‌সহায়তায়, আমার মতো কিছু মানুষ আজও নিশ্চিন্তে সততা বজায় রেখে কাজ‌ করে চলেছে, শুধুমাত্র এই বিশ্বাস নিয়ে যে সৎ পথে পরিশ্রম করলে তবেই তার ফল ভালো ‌হয়। অথচ সেই অসৎ মানুষ গুলো সৎ মানুষ গুলোকে ‌লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করে চলেছেন, তারা নিজের কর্মের পরিনতি নিয়ে একেবারেই চিন্তিত নয়।

যাইহোক, আপনাকে ‌আরও একবার ধন্যবাদ জানাই কমিউনিটির সকল‌ নিয়মাবলী সম্পর্কে সকলকে ‌অবগত করার জন্য। আশাকরি ‌আমাদের কমিউনিটিতে যুক্ত সকলেই এই নিয়মাবলী ‌মেনে চলবেন।‌ ভালো থাকবেন।

 last year 

আমাদের জীবন চলার পথে অনেক বাধা আসবে ।সে সকল বাধা অতিক্রম করে এবং সততার সাথে আমাদের এগিয়ে যেতে হবে ।তবেই আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো ।তাই আমিও দিদির মতে একমত যে , কারো কথায় না ভুলে আমাদের নিজের সিদ্ধান্ত অটল থাকে হবে ।তবেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।

আর এই বর্তমান সময়ে আমি দেখেছি , মানুষ মানুষের জন্য ভালো করার থেকে খারাপটাই বেশি চাচ্ছে ।কেউ কারো উন্নতি দেখতে পারছে না ।
আর সফলতা এমনিতেই আসেনা তাকে আনতে হয় সততার সাথে ।তবে সেই সফলতা অনেক দিন টিকে থাকে ।আর অসৎ পথে যদি সফল হতে চাই তবে সেই পথ আমার বেশিদিন টিকবে না মাঝপথে থেমে যাবে ।
আজকে পোস্টটি পড়ে আমি অনেক অজানা তথ্য জানতে পারলাম ।সেজন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল ।

 last year 

মিথ্যা দিয়ে মানুষ ঠকানো যায়, কিন্তু নিজেকে আর সৃষ্টিকর্তাকে কখনো ঠকানো যায় না। এটা একদমই বাস্তব কথা। মিথ্যা দিয়ে আর যাই করা যাক না কেন কখনো সফল হওয়া যায় না। অন্যের ক্ষতি করে কখনো নিজে সুখে থাকা যায় না। আর যারা অবশ্যই অন্যের ক্ষতি করে সবশেষে দেখা যায় ক্ষতিটা কিন্তু তাদেরই হয়।

আর এখানে অবশ্যই আমাদের সবাইকে সব নিয়ম মেনে কাজ করা উচিত। নতুন যারা এখানে যোগদান করছেন তাদেরকে কাজে উৎসাহ দেয়া উচিত যাতে করে তারা ভবিষ্যতে কিছু করতে পারে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই পুনরায় সব নিয়মাবলী এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে আবারও শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98101.02
ETH 3477.28
USDT 1.00
SBD 3.25