You are viewing a single comment's thread from:

RE: প্ল্যাটফর্ম সহ কমিউনিটির কিছু নিয়মাবলীর পুনরাবৃত্তি।

in Incredible India2 years ago

দিদি প্রথমে বলব অসাধারণ,
খুব সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন, আপনার লেখা গুলো পড়ে বেশ ভালো লেগেছে।

আমি এই steemit প্লাটফর্মে কিছু দিন যাবত কাজ করলেও আমি এই steemit প্ল্যাটফর্ম সম্পর্কে বেশ, অনেক কিছুই অজানা ছিল এই পাওয়ার বাড়া আর স্টিম বিক্রি করলে যে কমে এবং খুঁটিনাটি কিছু বিষয় এগুলো আমার অজানা ছিল আজ আপনার লেখা পড়ে জানতে পেরেছি।

তাছাড়া, আপনি সতর্কতার পাশাপাশির কিছু, অসাধু ব্যাক্তির মুখোশ সামনে তুলে আনার চেষ্টা করেছেন, আর এটা কিন্তুু একদম সঠিক বলছেন যখনই স্টিম এর দাম বেড়ে যায় তখনি ইউজার এর সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায় ৷

আমার মনে হয়, এরকম যারা অসাধু নিয়ত নিয়ে এখানে কাজ করতে আসে তাদের অসৎ কর্মের জন্য ,,যারা সৎ ভাবে কাজ করতে চায় তারা ব্যর্থ হয়। কিন্তুু ওই অসৎ মানুষগুলো কখনো ভালো কিছু করতে পারে না। তাই আমি মনে করি, জীবনে চলার পথে অনেক খারাপ মানুষ ধোকা দিবে, তাই নিজের বুদ্ধি টা কাজে লাগিয়ে সৎ ভাবে কাজ করে ভালো কিছু করার চেষ্টা করতে হবে।

তবে,দিদি আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ, এই steemit সাথে জড়িত হওয়ার পরে কিছু খারাপ মানুষ আমাকে ছুঁতে চেয়েছিলো। কিন্তুু আমি আপনার মতন একজন সৎ মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি চাই এইভাবে সততার সাথে কাজ করে যেতে এবং এক দিন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।

দিদি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.035
BTC 97800.93
ETH 1821.68
USDT 1.00
SBD 0.82