নিজেদের আজকের কৃতকর্ম নির্ধারণ করে ভবিষ্যত্ প্রজন্ম আমাদের কিভাবে মনে রাখবে।

in Incredible Indialast year
20230505_002641_0000.png

প্রিয় বন্ধুরা,
আজকের লেখা শুরু করতে একটু রাত হয়ে গেলো, কারণটা চিন্তা। উল্লেখিত চিন্তা শব্দের চয়ন দেখে দয়া করে নিজেরা ভ্রান্ত হোয় যাবেন না অনুরোধ।

আজকে অনেক শিল্পীর সম্পর্কে ভাবতে গিয়ে মনে হলো এই পৃথিবীতে সৃষ্টিকর্তা সকলকে গঠনগত দিক থেকে সমান ভাবেই সৃষ্টি করে পাঠান, যারা বিকলাঙ্গ আমি অনেক ক্ষেত্রে তাদেরকেও জীবনে সফল হতে দেখেছি।

তবে বিশদ আলোচনার পূর্বে একটু কুশল বিনিময় করে নেওয়া যাক, কারণ একজায়গায় কাজ করতে হলে এটি আবশ্যকীয়।

আমার যেহেতু প্রতিদিনই ঘুমোতে বেশ খানিক রাত হয়ে যায়, সেই সময়টা আমার সঙ্গী হয় গান, নিস্তব্ধ আঁধারে আমার পুরনো বেশকিছু গান আছে যেগুলো সেইসময় নিজেকে বেশ মানসিক শান্তি প্রদানে সক্ষম।

এরকম রাতের একটি গানের অনুষ্ঠানের সঞ্চালক অনু কাপুর সেই গানের ইতিহাস তুলে ধরেন যেটা আমার বেশ ভালো লাগে শুনতে, কারণ যে সময়ের কথা তিনি বলেন তখন এখনকার মত আধুনিক প্রযুক্তির ছোঁয়া সঙ্গীত জগতে পড়েনি।

যেমন আপনাদের মধ্যে কতজন জানেন আমার জানা নেই, Mughal-e-Azam নামক ছায়াছবির একটি গান মহান গায়িকা লতা মঙ্গেশকর কে দিয়ে বাথরুমে গাওয়ানো হয়েছিল echo effect পাওয়ার জন্য।

সেই সময় আজকের মত আধুনিক মেশিন না থাকা সত্যও মানুষের বুদ্ধির জোরে কাজটি সমাধা হয়েছিল এমন সুসংগঠিত ভাবে যে, গল্পটি না জানলে বোঝার উপায় ছিল না।

IMG_20230505_000508.jpg
(সুযোগ সকলের জীবনেই আসে, পার্থক্য তাকে চিনে নেবার)
IMG_20230505_000404.jpg

যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে আশা সেটা হলো, কোনো ব্যাক্তি রাতারাতি সফল হয়নি, তার প্রতিদিনের লড়াই এবং বর্তমান কৃতকর্ম তাকে ইতিহাসের পাতায় জায়গা করে নিতে সাহায্য করেছে।

কেবল আজকের প্রজন্ম নয়, যুগ যুগান্তর ধরে লতা মঙ্গেশকর এর গান সকলে শুনে চলেছে এবং আগামী কয়েক যুগ ধরে তার এই সঙ্গীত অব্যাহত থাকবে।

তাহলে বিষয়টি কি দাড়ালো?

সফলতা পাবার জন্য প্রতিদিনের লড়াই এবং আমাদের বর্তমান সিদ্ধান্ত ভবিষ্যত্ নির্ধারণে সহায়ক।

আমরা মানে সৃষ্টিকর্তা যাদের সুস্থ্ শরীর এবং মস্তিষ্ক দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, খোজ নিয়ে দেখা যাবে তাদের না পাওয়ার নালিশ কিন্তু বিকলাঙ্গ মানুষদের চাইতে বেশি।

আরও একটি ব্যাক্তিত্বের কথা এই প্রসঙ্গে জানাই, অনেকেই নামটা বললে না বুঝতে পারলেও তার অনবদ্য সৃষ্টি সম্পর্কে হয়তো ওয়াকিবহাল।

রবীন্দ্র জৈন:-

একজন অন্ধ মিউজিক ডিরেক্টর।
যিনি রাম তেরি গঙ্গা মৈলি নামের ছায়াছবিতে সঙ্গীত দিয়েছিলেন।

IMG_20230505_000302.jpg

এখন বিষয় হলো আজকে এই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবার কারণ কি?

কারণ হলো, কোনো একটি স্থান বা বিষয়বস্তুকে আকড়ে ধরে থাকলে সেখান থেকে কেবলমাত্র সফলতা নয়, ইতিহাস সৃষ্টি সম্ভব।

কাজেই, জীবনের অভিজ্ঞতা থেকে আমি এই শিক্ষাটি পেয়েছি, নিজেদের আজকের কৃতকর্ম নির্ধারণ করে ভবিষ্যত্ প্রজন্ম আমাদের কিভাবে মনে রাখবে।

ভাগ্য, অন্যেকে দোষারোপ করে কোনো লাভ নেই যদি নিজে সৎ, পরিশ্রমী এবং নিজের কাজের প্রতি একনিষ্ঠ না হওয়া যায়।

আজকে এখানেই শেষ করছি, যথেষ্ট রাত হয়েছে, এবার রাতের বাকি কাজ সেরে বিশ্রাম নেবার পালা।
তবে উপরিউক্ত কথাগুলো ভেবে দেখবেন, জীবন আপনার কাজেই তার দায়ভার সম্পূর্ণ আপনার উপরে বর্তায়।

h1cixij7HAiSq1otNd (1).gif
Sort:  

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

Loading...
 last year 

ধন্যবাদ বাদ জানাই সম্মানিত আডমিন মহাদয়কে,,, আপনার প্রতেকটি পোস্ট প্রেষণা দায়ক হয়ে থাকে,,,আপনার পোস্ট গুলো পড়ে কাজ করার আকাঙ্ক্ষা বেড়ে যায়,,,,কথায় আছে সবাই বেইমানি করতে পারে কিন্তু পরিশ্রম বেইমানি করে না,,,, পরিশ্রম হলো আমাদের আগামী দিনের সফলতা,,,এই সফলতা হঠাৎ করে আশে না,,,অনেক কষ্ট সাথ্যপথ অতিক্রম করতে হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সবসময় যুগোপযোগী বিষয় নিয়ে আলোচনা করার জন্য,,, ভালো থাকবেন সুস্থ থাকবেন,,, আগামী পোস্টের জন্য আপেক্ষায় রইলাম,,,আশা করি প্রেষনা দায়ক পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে আশা সেটা হলো, কোনো ব্যাক্তি রাতারাতি সফল হয়নি, তার প্রতিদিনের লড়াই এবং বর্তমান কৃতকর্ম তাকে ইতিহাসের পাতায় জায়গা করে নিতে সাহায্য করেছে।

রাতারাতি কখনোই কেউই বড় লোক হতে পারে না। একজন মানুষের জীবনে সাফল্য অর্জন করার জন্য, তাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে সাফল্য অর্জন করতে হবে। তবেই আমরা আমাদের নিজেদের নাম ইতিহাসের পাতায় নিয়ে আসতে হবে।

ভাগ্য, অন্যেকে দোষারোপ করে কোনো লাভ নেই যদি নিজে সৎ, পরিশ্রমী এবং নিজের কাজের প্রতি একনিষ্ঠ না হওয়া যায়।

আপনি একদমই ঠিক বলেছেন, একটা মানুষকে সফল হওয়ার জন্য কখনোই নিজের ভাগ্যকে দোষারোপ করা ঠিক নয়। কারণ সেই মানুষটা যদি সৎ থাকে, এবং সে যদি তার কঠোর পরিশ্রম দিয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলেই কিন্তু,,, সেই জীবনের সফল হতে পারে।

আপনার পুরো লেখার মধ্যে লুকিয়ে রয়েছে অনেকগুলো রহস্য। যেগুলো হয়তোবা আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। বর্তমান জীবনটাই কঠিন, এই জীবনে এই বিষয়গুলো খতিয়ে দেখাটা আমাদের প্রত্যেকেই খুব প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অজানা কিছু তথ্য, আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। এই কামনাটাই করছি ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29