You are viewing a single comment's thread from:

RE: বৃষ্টির দিনে

in Incredible India2 months ago

আপনার জেঠু যেখানেই থাকুন না কেন সৃষ্টিকর্তা তাকে শান্তিতে রাখু্ন।গ্রামে বৃষ্টির দিনে থাকতে আমার খুব ভালো লাগে কিন্তু বাজ পরলে গ্রাম কিংবা শহরে কোন জায়গাতেই ভালো লাগে না।
বাজ পরলে সাধারণত উচু উচু গাছ যেমন, তাল গাছ কিংবা নারিকেল গাছগুলো ক্ষতিগ্রস্ত হয় আর এর পাশে কোন স্থাপনা থাকলে সেটাও ক্ষতিগ্রস্ত হয়।
গ্রামে ঝড় বৃষ্টির দিনে টিনের চালে ঝুম বৃষ্টির শব্দ আর আম কুড়ানোর মজাই আলাদা।
একদম ঠিক বলেছেন যে, বৃষ্টির দিনে সবচেয়ে আনন্দ বোধহয় হাসেরাই পেয়ে থাকে।
আপনার এই বৃষ্টির দিন নিয়ে লেখা পড়ে খুব ভালো লাগলো।
শুভকামনা রইলো আপনার জন্য।

Sort:  
 last month 

বৃষ্টি আমার খুব ভালো লাগে। কিন্তু বাজ পড়া আমি একেবারেই অপছন্দ করি। কারণ আমি একা থাকি তাই খুব ভয় লাগে। আমাদের বাড়ির আশেপাশে কয়েকটা নারকেল গাছ আছে। তাই আরো বেশি ভয় লাগে। এবারে গ্রামের বাড়িতে দেখলাম। আম কুড়ানোর মজা কাকে বলে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66566.79
ETH 3333.81
USDT 1.00
SBD 2.70