You are viewing a single comment's thread from:

RE: প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের সমাপ্তি

in Incredible India4 months ago

শিক্ষার কোন শেষ নেই। মায়ের কোল থেকে মৃত্যুর আগে পর্যন্ত মানুষ কিছু না কিছু শিখতেই থাকে। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার শেষ আছে আর এই দিনটা আসলেই কস্টকর। আপনার লেখা পড়তে গিয়ে আমার নিজের মাস্টার্স শেষ করার স্মৃতি মনে পরে যাচ্ছিল।প্রতিদিন যাদের মুখ না দেখলে মনে হত আজকের দিনে কি যেন একটা মিস করে গেছি আজ কত বছর হয়ে গেছে তাদের সাথে দেখা হয় না। ক্লাসমেটরা আপনার ছেলের ছবি দেখতে চাইবে এটাই স্বাভাবিক। তবে আমাদের সময় কোন বিবাহিত মেয়ে ক্লাস মেট ছিলো কিন্তু কোন ছেলে ক্লাসমেট ছিল না, ইদানীং অনেক এর লেখায়ই দেখতেছি বিবাহিত। আমাদের দেশের ছেলেদের বিয়ের গড় বয়স কি কমে গেল নাকি এটাই সন্দেহ লাগছে।😀
মজা করলাম, কিছু মনে করবেন না।ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।
ভালো এবং সুস্থা থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Sort:  
 4 months ago 

ম্যাম আপনি ঠিক বলেছেন, আমাদের ক্লাসে নব্বই ভাগ মেয়ে এবং চল্লিশ ভাগ ছেলে বিবাহিত। কেননা সেশন জট এবং করনা মহামারির জন্য আমরা অনেক পিছিয়ে গিয়েছি। এর ফাঁকে অনেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমার মতন অনেকের সন্তান পর্যন্ত আছে। ধন্যবাদ ম্যাম আমার পুরো লিখা মনযোগ দিয়ে পড়ার কারণে এবং সুন্দর কমেন্ট করার জন্যে।

আপনি মজা করেছেন দেখে আমিও কিছুক্ষণ হাঁসলাম। ভালো থাকবেন ম্যাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60429.37
ETH 2327.68
USDT 1.00
SBD 2.52