You are viewing a single comment's thread from:

RE: The Diary Game || 24th May, 2024 || খুব সুন্দর একটি বিকাল বেলা ।

in Incredible India4 months ago (edited)

আমার বাচচারা যখন ছোট ছিলো তখন আমারো এমন হতো যে, অন্য বাচ্চাদের কান্না কানে আসলে মনে হত যে ওরাই মনে হয় কান্না করতেছে। সব মায়েদের অনুভুতিগুলো বোধ করি একই হয়।
আমাকেও আপনার মতো আটটার মাঝেই নাস্তা বানাতে হয়। আগে যখন ছেলেরা ছোট ছিলো তখন ওরা স্কুলে যেত সাতটার মাঝে, তখন নাস্তা বানানোর কাজ আরও আগে শেষ করতাম।
আপনি গ্রামেও সবজি বাগান করতেন যার কারনে সেই অভ্যাসটা রয়ে গেছে। তবে ওপরে মনে হয় রোদ বেশি। আমি সবজি গাছ লাগিয়ে দেখেছি গাছ হয় কিন্তু খুব একটা ভালো হয় না।
ময়লা ফেলাটা আসলেই একটা ঝামেলার কাজ।
আপনি গ্রাম এর পরিবেশ থেকে এসেছেন তাই আপনার কাছে এখানকার জীবন হয়তো কিছুটা বন্দী জীবনই মনে হবে কিছু। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
ভুট্টা ভাজি করে খায় এটা জানি আমি আগে থেকেই৷ তবে সেদ্ধ করে খাওয়ার কথা প্রথম জানলাম আজকে।
বাইরে ঘুরে এসে ভালো কাজ করেছিলেন।
ভালো লাগলো আপনার লেখা পড়ে।
শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60192.33
ETH 2321.67
USDT 1.00
SBD 2.50