You are viewing a single comment's thread from:

RE: Contest of May #2 by @sduttaskitchen |Qualities all humans should carry within!

in Incredible India3 months ago (edited)

আপানার সাথে আমিও এই বিষয়টাতে সম্পূর্ণ একমত যে, রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা দেশের উত্থান এবং পতন নির্ধারণ করেন, তাহলে দেশ এবং সমাজের চেহারা সম্পূর্ণ পাল্টে যেত।
এই মানুষগুলির মতো বড় অপরাধীরা যে ভুল ও পাপ করেন আর এদের ক্ষমা করলে যে এরা পাল্টাবে এটা আমিও বিশ্বাস করি না।
তবে যারা খুব সাধারণ মানুষ তারা অনেক সময়ই ছোট ছোট অন্যায় করেন আর এদেরকে ক্ষমা করলে এদের মাঝে পাল্টানোর সম্ভাবনাও থাকে।তাই এদেরকে সুযোগ দেয়ার পক্ষপাতি আমি। আর শাস্তি দেয়ার ক্ষেত্রে চরম শাস্তি যেমন মৃত্যুদন্ড দেয়ার বিরোধী আমি।
কারন আমার কাছে মনে হয় যে, কোন অপরাধই শাস্তি মৃত্যু হতে পারে না।আর একটা মানুষ এর সাথে তার পরিবার এর মানুষগুলোও জড়িয়ে থাকে।তাই তাদের কথা চিন্তা করে হলেও কিছুটা ক্ষমাশীল হওয়া প্রয়োজন।
চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58394.86
ETH 2618.86
USDT 1.00
SBD 2.39