You are viewing a single comment's thread from:

RE: The Diary Game || 7th May "একটি ব্যস্তময় দিনের গল্প"

in Incredible India3 months ago

আসলে এতগুলো বছর আপনি গ্রামের বাড়িতে শশুর শাশুড়ির সাথে ছিলেন। কারো আপনাকে ঠিক মেয়ের মতই আদর যত্ন করতো, যার কারণে এখন যখন বাড়িতে নতুন ধান উঠার কারণে কাজ বেড়ে গেছে তখন তাদের জন্য আলাদা করে চিন্তা হওয়াটাই আপনার জন্য স্বাভাবিক।
তবে এই রকম একটা কাজের সময় আপনি গ্রামে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তটা নিয়ে খুব ভালো কাজ করেছেন।
আপনি যাওয়ার কারণে কাজের পাশাপাশি আপনার শশুর শাশুড়ির মনও ভালো হবে। তাদের বাড়িরা আপনারা চলে আসার কারনে হঠাৎ করেই একদম খালি হয়ে গিয়েছিল।
আমিও ঢাকার বাইরে গেলে খাবার বেশি করে রান্না করে ফ্রিজে রেখে যাই।
ইদানিং ধান মাড়াই করার মেশিন চলে আসার কারণে কাজ অনেকটাই কমে গেছে।
বৃষ্টির সময় যে বজ্রপাত হয় তাতে ভয়ই লাগে।
এত চমৎকার করে আপনার দিনলিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68666.90
ETH 3251.63
USDT 1.00
SBD 2.67